গুগল এডসেন্স এর কাজ কি! এডসেন্স অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে

Spread the love

গুগল এডসেন্স এর কাজ কি? গুগল এডসেন্স কি? একটি গুগল এডসেন্স খুলতে কি কি লাগে? গুগল এডসেন্স দিয়ে কত টাকা আয় করা যায়? গুগল এডসেন্স সাধারণত কোন ধরণের বিজ্ঞাপন দেয়? এমন আরো কিছু প্রশ্নের উত্তর থাকছে আজকের পোস্টে।

অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাইলে গুগলের সাহায্য লাগবেই। গুগল ছাড়া অনলাইনে কোনো কাজ ভালোভাবে করতে পারবেন না। যেমন; ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান। ব্লগার থেকে টাকা ইনকাম করতে চান। ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে চান। গুগল এডসেন্স যুক্ত করুন।

গুগল এডসেন্স এর কাজ কি
গুগল এডসেন্স এর কাজ কি

গুগল এডসেন্স এর কাজ কি

গুগল এডসেন্স এর কাজ কি এটা না জেনে তো আর যুক্ত করতে পারি না। গুগল এডসেন্স এর কাজ হলো বিজ্ঞাপন দেয়া। গুগল এডসেন্স হলো একটি বিজ্ঞাপনী সংস্থা। গুগল এডসেন্স, গুগলের একটি একটি প্রতিষ্ঠান। আরো পড়ুন: ডিজিটাল মার্কেটিং কি কিভাবে করতে হয়।

গুগল এডসেন্স মূলত একটি থার্ড-পাটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। বহুজাতিক কোম্পানি পণ্যের প্রচার করার জন্য গুগলের সাথে যোগাযোগ করে। গুগল বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপন গুগল এডসেন্স এর মাধ্যমে ব্লগার সাইট, ওয়েবসাইট, ইউটিউব, এবং অ্যাপসের মধ্যে প্রদর্শন করে।

গুগল এডসেন্স বিজ্ঞাপন প্রচার করার জন্য বহুজাতিক প্রতিষ্ঠানের থেকে যে অর্থ গ্রহণ করে তা দুই ভাগে ভাগ করে। এই অর্থের ৫৬% দেয় কনটেন্টের মালিকদের। বাকি ৪৪% অর্থ নিজেদের কাছে রেখে দেয়।

বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন তৈরি করেন। আলাদা আলাদা বিজ্ঞাপনের জন্য আলাদা আলাদা পেমেন্ট করেন। যার কারণে, ক্রিয়েটরদের ইনকাম আলাদা আলাদা হয়ে থাকে।

গুগল এডসেন্স মনে করে আপনার ওয়েবসাইট তৈরি করতে সময় লাগলেও সেই ওয়েবসাইট থেকে ইনকাম করতে সময় লাগার কথা নয়। এই কারণে, ওয়েবাসাইট ডিজাইন সঠিক হলে, নিয়মিত অল্প ভিজিটর আসলেই সাইটে মনিটাইজেশন চালু করে দেয়।

গুগল এডসেন্স কি?

গুগল এডসেন্স হলো গুগলের বিজ্ঞাপনী সংস্থা। গুগল এডসেন্স এর মাধ্যমে গুগল ইউটিউব ভিডিও, ব্লগার সাইট, ওয়েবসাইট, অ্যাপস, এবং গুগল সার্চের ফলাফলে বিজ্ঞাপন প্রদর্শন করে। আরো পড়ুন: ইমেইল আইডি খোলার নিয়ম!

ভিজিটর যেসব সার্চ ট্রার্ম লিখে গুগলে সার্চ করে সেসব সার্চের ফলাফলের মধ্যে গুগল এডসেন্স বিজ্ঞাপন প্রদর্শন করে। আর, এসব বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে গুগল এডসেন্স ইনকাম করে

সেই ইনকামের বড় অংশ গুগল এডসেন্স ক্রিয়েটরদের সাথে ভাগাভাগি করে নেয়। এই ইনকাম হলো কনটেন্ট ক্রিয়েটরদের মূল ইনকাম। বিজ্ঞাপন দেখিয়ে গুগল কতো টাকা ইনকাম করে জানেন? না জানলে, আসুন জেনে নেয়া যাক।

এক বছরে সার্চ থেকে গুগলের আয় কত

২০২৪ সালের প্রথম কোয়ার্টারে গুগলের রাজস্ব ছিল $৮০.৫ বিলিয়ন ডলার। এটা গুগলের ২০২৪ সালের প্রথম প্রান্তিকে সার্বিক আয়। এর মধ্যে শুধু গুগল সার্চ বিজ্ঞাপন থেকে ইনকাম করেছে $৫৭.৩%। মোট ৪৬.২ বিলিয়ন ডলার। এতে বুঝতেই পারছেন, গুগলের মোট ইনকামের অর্ধেক আসে গুগল এডসেন্স এর মাধ্যমে।

গুগল এডসেন্স খুলতে কি কি লাগে

গুগল এডসেন্স খুলতে কি কি লাগে। আগেই বলেছি, ইউটিউব, ব্লগার, ওয়েবসাইটের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চাইলে গুগল এডসেন্স প্রয়োজন। এবার, প্রশ্ন হলো গুগল এডসেন্স তো খুলবো। কিন্তু, গুগল এডসেন্স খুলতে কি কি লাগে?

গুগল এডসেন্স খুলতে তেমন কিছু লাগে না। ভয় পাওয়ার কিছু নাই। এতো মানুষ পারলেও আপনিও পারবেন। আসুন দেখে নেয়া যাক একটি গুগল এডসেন্স খুলতে কি কি লাগে।

গুগল এডসেন্স খুলতে কি কি লাগে। গুগল এডসেন্স করতে একটি জিমেইল আইডি প্রয়োজন হয়।

গুগল এডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য একটি সচল মোবাইল নাম্বার প্রয়োজন হবে। আরো পড়ুন: ২০২৫ সালের সেরা ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ।

এডসেন্স অ্যাকাউন্টে প্রদান করা আপনার ঠিকানা ভেরিফাই করা হবে। এজন্য সঠিক ঠিকানা ব্যবহার করতে ভুলবেন না। কোনো ক্রমেই ভুল ঠিকানা ব্যবহার করবেন না। কারণ, আপনার দেয়া ঠিকানাতেই গুগল এডসেন্স চিঠি পাঠাবে।

ট্রাফিকের উৎস। অর্থাৎ, একটি ওয়েবসাইট অথবা একটি ইউটিউব চ্যানেল। এগুলো আপনার হাতের কাছে নিয়ে গুগল এডসেন্স খুলতে বসে যান।

গুগল এডসেন্স সাধারণত কোন ধরনের বিজ্ঞাপন দেয়

আগেই বলেছি, গুগল এডসেন্স হলো গুগলের একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে গুগল সার্চের ফলাফলে বিজ্ঞাপন প্রদর্শন করে অর্থ আয় করে। গুগল সাধারণত, ইমেজ এড, ভিডিও এড, টেক্সট এড, এবং বিভিন্ন ইন্টারএ্যাকটিভ এডভাইটাইজেমন্ট প্রচার করে।

এডসেন্স দিয়ে কত টাকা আয় করা যায়

 গুগল এডসেন্স এর কাজ কি? গুগল এডসেন্স কাজ হলো বিজ্ঞাপন দেয়া। এটা তো ইতোমধ্যে জেনেই গেছেন। এবার, আসুন জানি একটি এডসেন্স দিয়ে কত টাকা ইনকাম করা যায়।

গুগল এডসেন্স থেকে ইনকাম করা অর্থের পরিমাণ কমবেশি হতে পারে। সবার সমান হবে না। এডসেন্স থেকে আয় করা অর্থের পরিমাণ সমান না হওয়ার অনেকগুলো কারণ আছে। তবে, একটি এডসেন্স দিয়ে কত টাকা আয় করা যায় তার একটি ধারণা দিতে পারি।

এডসেন্স সাধারণত, প্রতি ১০০০ হাজার ভিউতে কত ডলার প্রদান করবে সেই হিসেব করে। প্রতি ১০০০ হাজার এড ভিউতে $০.৫ – $৫ ডলার পর্যন্ত করে থাকে। এটকে বলে RPM Rate। এই আরপিএম রেট কম বেশি হয়।

আরপিএম কম বেশি হওয়ার কারণ হলো, কনটেন্টের নিশ। ভিউয়ারের লোকেশন। বিজ্ঞাপনে ক্লিক। ভিউয়ার সাইটে কতো সময় অবস্থান করছে তার উপর।

একটি সাইট থেকে কতো টাকা ইনকাম করতে পারবেন তার সঠিক তথ্য পাবেন না। তবে, গুগল সার্বিকভাবে একটি ধারণা দেয়ার জন্য একটি ক্যালকুলেটর ব্যবহার করে। এই ক্যালকুলেটর ব্যবহার করে ধারণা পেতে পারেন, আপনার গুগল এডসেন্স থেকে মাসে কতো টাকা আয় করতে পারবেন।

উপসংহার

আজকে আমরা জানলাম গুগল এডসেন্স এর কাজ কি। এখন আপনার কাজ হলো একটি ব্লগসাইট তৈরি করে নিয়মিত পোস্ট করা। অথবা, ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত ভিডিও আপলোড করা। ভিজিটর আসতে শুরু করলে এডসেন্সের জন্য আবেদন করা।

এডসেন্স অ্যাকাউন্ট না থাকলে খুলে রাখুন। যেকোনো একটি ব্লগসাইট খুলেই সেটার ইউআরএল ব্যবহার করে গুগল এডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন।


Spread the love

3 thoughts on “গুগল এডসেন্স এর কাজ কি! এডসেন্স অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে”

Leave a Comment