ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

Spread the love

আমি পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চাই। ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? ভালো করে না শিখে শুরু করতে চাই না। কারণ, শিখে শুরু করলে খেই হারিয়ে ফেলবো। ভালো করে শিখবো।

ফ্রিল্যান্সিং এর ব্যসিক ব্যপারগুলো আয়ত্ব করবো। এরপর, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করবো। Fiverr.com and upwork.com এর মতো মার্কেটপ্লেসে অ্যাকাউন্টে তৈরি করুন।

টেক-ইন্ড্রাসি এমন একটি জায়গায় এসেছে যেখানে সবাই অনলাইনে কাজ করতে পারে। আসলে, ফেসবুক আর ইউটিউব এই দুটি সাইটই মানুষকে কাজ করতে আগ্রহী করে তুলছে।

শেখার জন্য গুগল আছে। ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে। ফেসবুকে কনটেন্ট আছে। এসব টিউটোরিয়াল দেখে ঘরে বসে সব শেখা যায়।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

“ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো”- এই বাক্যটি Google Search bar-এ লিখুন। সার্চ করুন। আপনার সামনে শত শত উপায় দেখানো হবে। এগুলো ব্লগ পোস্ট। ওয়েবসাইট আর্টিকেল। এবার, ইউটিউবে যান। সার্চ করুন। প্রচুর ভিডিও টিউটোরিয়াল চলে আসবে। এগুলো দেখুন। মিনিমাম ৫-১০ ভিডিও দেখুন।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

নীলক্ষেত চলে আসুন। বই কিনুন। বই পড়ুন। কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো। এ’সংক্রান্ত বই পাবেন। কয়েকটি কিনে নিন। বই পড়ুন। ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখা কয়েকটি বই পড়ুন। সব বুঝতে পারবেন।

সর্বশেষে, আমার সাজেশন হলো কোচিংয়ে ভর্তি হওয়া। কোর্চিং ভর্তি হলে হাতে-কমলে শিখুতে পারবেন। এটা বলছি না। হাতে-কম্পিউটারে শিখতে পারবেন। একসাথে অনেক ভর্তি হয়। সবার সাথে সমস্যা শেয়ার করলে, আলাদা আলাদা সমাধান পাবেন। শিখতে সহজ হবে।

কোচিংয়ে সাধারণত, কয়েক ব্যাচ মিলে একটি গ্রুপ করে দেয়া হয়। এই গ্রুপে এড হয়ে যাবেন। এই আপনার মতো আরো অনেকের সমস্যার নিয়ে আলোচনা হবে। এসব আলোচনায় অংশগ্রহণ করবেন না। নিজের সমস্যার কথা তুলে ধরবেন।

আবার, অন্যের সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করবেন। এভাবে সবাই শিখতে পারবেন।  

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? মোবাইল দিয়ে কাজ করা কঠিন। তবে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখা সহজ। হাতের কাছে মোবাইল থাকে। সব সময় ভিডিও দেখা যায়। ব্লগ পোস্ট পড়া যায়। ফেসবুকের ভিডিও দেখা যায়।

এভাবে, সহজেই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখা যায়। তবে, প্র্যাকটিস করতে সমস্যা হতে পারে। কিছু কিছু কাজ মোবাইল দিয়ে করা সহজ নয়। এগুলো কম্পিউটার দিয়ে সহজে করা যায়।

ফ্রিল্যান্সিং কোথায় শিখবো

ফ্রিল্যান্সিং কোথায় শিখবো? ফ্রিল্যান্সিং আসলে, শেখার কিছু নাই। ফ্রিল্যান্সিং হলো কাজ করার একটি প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় গতানুগতিক ধারার বাইরে গিয়ে বাড়িতে বসে দেশ বিদেশের বিভিন্ন বায়ারের কাজ করতে হয়।

এই প্রক্রিয়ার বায়ারের যেসব কাজ করতে হয়। সেই কাজগুলো শিখতে হয়। এখানে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? অর্থ  হলো এই কাজগুলো কিভাবে শিখবো।


Spread the love

1 thought on “ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো”

Leave a Comment