নারীদের ঘরে বসে কাজ করার সুযোগ খু্ব বেশি নই। চাকুরি ব্যবসা দোকানে কাজ দোকান চালানোর জন্য বাইরে যেতে হয়। এসব কাজ করতে সব নারী পারেন না। কারো কারো বাইরে যেতে সমস্যায় পড়তে হয়। নানা জনের নানা কথা। এসব মেনে নিয়েই জীবনের প্রয়োজনে অনেকে কাজ করছেন।
Table of Contents
অনেক নারী পড়ালেখা করছেন। তাদের বাইরে যাওয়া সমস্যা না। সমস্যা হলো সংসার সামলে বাচ্চা-কাচ্চা সামলে বাইরে গিয়ে চাকুরি করা। তাদের জন্য ঘরে বসে কাজ করার উপায় খুঁজেন। আবার, অনেক নারী আছেন যাদের হাতের কাজ অনেক ভালো।
হাতের কাজের চাহিদা আকাশচুম্বি। নারীদের ঘরে বসে কাজ উপায় খুঁজতে গিয়ে আরো অনেক উপায় পেয়েছি। এসব উপায়ের যেকোনো এক বা একাধিক উপায় নিয়ে কাজ শুরু করুন। ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন। ইনকাম করার জন্য ঘরের বাইরে গিয়ে চাকুরি করতে হবে না।
নারীদের ঘরে বসে কাজ
নারীদের ঘরে বসে কাজ বলতে সেই সব কাজকে বুঝানো হয়েছে যেসব কাজ করে নারীরা অর্থনৈতিকভাবে স্বচ্ছল হতে পারেন। পরিারকে আর্থিকভাবে সহায়তা করতে পারেন। নিজের একটি আইডেনটিটি তৈরি হয়। তাকে তার নিজের পরিচয়ে চেনে।
নিজের আইডেনটিটি তৈরি করতে হলে ভালো কিছু করতে হবে। নিজের কাজকে ভালোবাসতে হবে। ঘরে এমন অনকে কাজ করা যায়। ঘরে বসে কাজ করেও হাজার হাজার ডলার ইনকাম করা যায়।
নারীদের ঘরে বসে কাজ করে ইনকাম করার মতো কয়েকটি জনপ্রিয় কাজ হলো গ্রাফিক্স ডিজাইন লোগো ডিজাইন ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং নকশিকাঁথার কাজ সেলাই মেশিনের কাজ ব্লগিং এর কাজ করে ইনকাম করতে পারেন।
নারীদের ঘরে বসে কাজ করে ইনকাম করতে চাইলে, শুরুতে শিখতে হবে। শিখার জন্য ব্লগ পোস্ট পড়ুন। বই পড়ুন। টিউটোরিয়াল ভিডিও দেখুন। মোট কথা শেখার কোনো বিকল্প নেই। যতোভালো করে শিখবেন, ততো ভালো কাজ করতে পারবেন। যতো ভালো কাজ করতে পারবেন, ততো বেশি টাকা ইনকাম করতে পারবেন।
নারীদের ঘরে বসে কাজ এর ধরণ
নারীদের ঘরে বসে কাজ করার মতো অনেক কাজ আছে। যে কাজ পারেন সেই কাজই ঘরে বসে করুন। ভালো করে কাজ করতে পারলে ইনকাম হবেই। বিভূতিভূষণ বন্যোপাধ্যায় এর আর্দশ হিন্দু হটেল পড়েছেন। সততা থাকলে, কাজকে ভালোবাসলে, কাজের দক্ষতা অর্জন করতে পারলে কিভাবে সামন্য একটি হোটেল বাবুর্চি থেকে দেশের সুনামধণ্য প্রতিষ্ঠিত শেপ হওয়া যায়? এবং কিভাবে রেস্টুরেন্ট ব্যবসাকে দাড়ঁ করানো যায়। তাই দেখানো হয়েছে।
এখন সবার হাতে মোবাইল ফোন। ফোনে ফোনে ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুকের মাধ্যমে ব্যবসাকে ছড়িয়ে দেয়া যায়। রান্না থেকে হাতের তৈরি যেকোনো শুকনা খাবার। পোশাক থেকে বাচ্চাদের খেলনা। সব পণ্যের জন্য গ্রাহক পাবেন।
যেমন, ঘরে তৈরি মিষ্ট খাবার। মুড়ি চিড়া, নারকেলের নাড়ু। কেক, বার্গার, চিকেনের বিভিন্ন আইটেমের চাহিদা অনেক।
হাতের কাজের মধ্যে আছে; হাত পাখার কাজ, কাজের কারুকাজ করা খেলনা। সুতার কাজ। রেশমের কাজ। সোলার কাজ। কাগজের ঠোঙার কাজ। কার্থা সেলাই। নকশীকাঁথা সেলাই। এসব কাজ ঘরে বসে ইনকাম করা যায়।
আবার, ঘরে বসে বাচ্চাদের পড়াতে পারেন। অনেকগুলো একটি ব্যাচে পড়াতে পারেন। এগুলো বলার কিছু নেই। সবাই জানেন। তবে, অনলাইন টিউশনি সর্ম্পকে বলার আছে।
অনলাইনে টিউশনি করিয়ে প্রচুর টাকা ইনকাম করা যায়। কারণ, অনলাইনে একসাথে অনেক স্টুডেন্ট পড়ানো যায়। প্রশ্ন হলো নিজের এলাকার বাইরে সুডেন্ট কিভাবে পাবেন? এর জন্য ফেসবুক মার্কেটিং প্রয়োজন। গুগল এডের সাহায্য নেয়া প্রয়োজন।
শুরুতে কিছু টাকা খরচ করতে হবে। তারপর, একবার স্টুডেন্টদের কাছে পরিচিত হয়ে গেলে স্টুডেন্ট বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে।
কাজগুলো ভালো করে করুন। একবার আপনার কাজের সুনাম ছড়িয়ে পড়লে আর পিছনে ফিরে তাকাতে হবে। কাজ করে শেষ করতে পারবেন না। অন্য মানুষকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে।
মেয়েদের ঘরে বসে রোজগারের সেরা ৫টি উপায়
নারীদের ঘরে বসে কাজ করে রোজগারের সেরা ৫টি উপায় নিয়ে আলোচনা করবো। তথ্য-প্রযুক্তির উন্নয়নের ফলে, কর্মক্ষেত্রে পরিবর্তনে এসেছে। চাকুরি করার জন্য ইনকাম করার জন্য এখন ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না।
ঘরে বসেই কাজ করে ইনকাম করা যায়। আবার, পুরুষদের পাশাপাশি নারীরাও ঘরে বসে কাজ করে ইনকাম করছে। মেয়েদের ঘরে বসে রোজগারের সেরা ৫টি উপায় নিয়ে আলোচনা করা হলো।
নারীদের ঘরে বসে কাজ করে রোজগারের উপায়-ফ্রিল্যান্সিং
যারা ফ্রিল্যান্সিং করে রোজগার করতে চান তাদের ইচ্ছাই সবথেকে ভালো। বর্তমানে ফিল্যান্সিং কাজ সবাই করতে পারে। ছেলে-বুড়া নারী-পুরুষ সবাই। ফিল্যান্সিং হতে পারে মেয়েদের জন্য উপযুক্ত। ফ্রিল্যান্সিং কোনো কাজ নয়।
বরং, কাজ করার একটি প্রক্রিয়া মাত্র। এই প্রক্রিয়া ঘরে বসে দেশ-বিদেশের প্রজেক্টে কাজ করে ডলার ইনকাম করা যায়।
ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমে ফিল্যান্সিং মার্কেটপ্লেসে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলার আগের জানতে কোন মার্কেটপ্লেস আপনার জন্য ভালো বা উপযুক্ত। নতুনদের উপযুক্ত মার্কেটপ্লেস হলো ফাইভার। কেন? ফাইভার কেন উপযুক্ত?
কারণ, ফাইভার নাম শুনেই বুঝার কথা নামটার সাথে ফাইভের একটি যোগ-সূত্র আছে। ফাইভ থেকে ফাইভার। ফাইভের ব্যাপারটা কি? ফাইভের ব্যাপার হলো ফাইভ ডলার প্রজেক্ট। পাঁচ ডলারের কাজ। এই মার্কেটপ্লেসে মাত্র পাঁচ ডলার থেকে কাজ দেয়া শুরু হয়।
তাই, নতুনদের ফাইভারে কাজ পাওয়া সুবিধা হয়। এজন্যই আমার পরামর্শ হলো ফাইভারে অ্যাকাউন্ট তৈরি করুন। গিগ পাবলিশ করুন। গিগ মার্কেটিং করুন। কাজ পেলে ডেডলাইনের আগেই জমা দিন। ৫-স্টার রেটিং নিন। যে রেটিং আপনাকে অন্য প্রজেক্ট পেতে সহায়তা করবে।
ঘরে বসে প্যাকিং এর কাজ
নারীদের ঘরে বসে কাজ করার সবথেকে ভালো কাজ প্যাকিং এর কাজ। বিভিন্ন লোকাল প্রতিষ্ঠানের পণ্যের প্যাকিং করে ইনকাম করা যায়। বিভিন্ন খেলনার প্যাকিং করানো হয়। মোমবাতি ধুপকাঠি কলম খেলনার মতো ছোট ছোট পণ্যের প্যাকিং এর কাজ করানো হয়।
ঘরে বসে প্যাকিং এর কাজ করে ইনকাম করতে চাইলে, আমাদের সাইটে এই সর্ম্পকিত আরো বিস্তারিত পোস্ট আছে পড়তে পারেন।
ঘরে বসে সেলাই এর কাজ
বেশিরভাগ নারীদে স্বপ্নই থাকে সেলাই এর কাজ করা। সেলাইন মেশিনের কাজ করতে পারলে নিজের জন্য সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন করা তৈরি করা যায়। নিজের পছন্দমতো ড্রেস তৈরি একমাত্র উপায় নিজের ডিজাইনে তৈরি করা পোশাক।
এবার, আসি ইনকাম করার উপায় নিয়ে। ঘরে বসে সেলাই এর কাজ। কাঁথা সেলাই করে ইনকাম করা যায়। নকশীকাঁথা সেলাই করে ইনকাম করা যায়। অনেকে মনে করতে পারেন এগুলো সময় সাপেক্ষ। সেলাই এর কাজের মূল্যও অনেক।
ভালো ডিজাইনে সেলাই করুন। দেখবেন সেই সেলাই এর কাজের কদর কতো। কারুকাজ করা এসব সেলাই বিভিন্ন গ্রুপে পেজে ওয়েবসাইটে বিক্রয় করার সুযোগ তৈরি হয়। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হস্তশিল্প মেলার আয়োজন করা হয়। এখানে স্টল নিয়ে বিক্রয় করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং করে ইনকাম
নারীদের ঘরে বসে কাজ করার ইচ্ছা থাকলে ডিজিটাল মার্কেটিং করতে পারেন। স্যোশাল মিডিয়ার উন্নয়নের ফলে ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সব পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং উপযুক্ত হয়ে উঠছে। ডিজিটাল মার্কেটিং করে দ্রুততম সময়ে টার্গেটেড কাস্টমারের কাছে পৌছানো যায়। খরচ কম হয়।
আপনার নিজের কোনো পণ্য থাকলে, ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রয় করুন। এর জন্য ডিজিটাল মার্কেটিং করতে হবে। এই জন্যই ডিজিটাল শিখতে হবে। আবার, যারা ফিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে চান, তারাও ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং সর্ম্পকে আরো বিস্তারিত জানতে আমাদের পোস্টটি পড়ুন।
ব্লগিং করে ইনকাম
নারীদের ঘরে ইনকামের অন্যতমা উপায় হলো ব্লগিং। ব্লগিং কি? ব্লগিং হলো ক্ষুদ্র দিন-পঞ্জিকা। মানুষের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনার বিবরণ হলো ব্লগিং। তবে, ব্লগিং এর ধরণে একটু পরিবর্তন এসেছে। এখন মানুষের জীবন সর্ম্পকে জানতে কেউ ব্লগ পড়তে আসে না।
এখন, মানুষ ব্লগ পড়তে আসে তথ্য প্রাপ্তির জন্য। ব্লগ থেকে ইনকাম করতে হলে তথ্য-সমৃদ্ধ ব্লগ সাইট তৈরি করুন। মানুষের তথ্য প্রাপ্তি নিশ্চিত করুন। আপনার ব্লগে প্রচুর ভিজিটর আসবে। তখন ব্লগ সাইট মনিটাইজেশন করিয়ে ইনকাম করতে পারবেন।
ব্লগিং করে ইনকাম করার জন্য আপনাকে বাড়িরে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে ইনকাম করতে পারবেন।
উপসংহার
নারীদের ঘরে বসে কাজ করার বেশ কয়েকটি উপায় নিয়ে আলোচনা করেছি। এসব উপায়গুলো মধ্যে কোন উপায়টি আপনার ভালো লাগল জানতে পারনে। এসব উপায়ছাড়াও আরো অনেক উপায় আছে। আপনার যে উপায়ে ইচ্ছা সেই কাজ করুন।
মূল কথা হলো ঘরে বসে কাজ করতে হবে। শুধু নারীরা নয়, এখন পুরুষরাও ঘরে বসে কাজ করে ইনকাম করতে চায়। তারাও এই পোস্টটি পড়ে থাকলে, তাদের জন্য ধন্যবাদ। অনলাইন ইনকাম আরো অনেক পোস্ট আমাদের সাইটে আছে। সেগুলো পড়তে পারেন।