ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়

ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়। ডিজিটাল মার্কেটিং শিখে কতো টাকা ইনকাম করা যায়। এমন প্রশ্ন মনের কোনে ঘুরপাক খাচ্ছে অনেকদিন থেকে। আসলে, ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ডিজিটাল মার্কেটিং করে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন।

যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে জানতে চান, তাদের জন্যই আমাদের আজকের এই পোস্ট। পোস্টটি সেভাবেই রেডি করেছি। যেন, নতুনররা প্রথমবার পড়েই ডিজিটাল মার্কেটিং সর্ম্পকে স্বচ্ছ ধারণা পেয়ে যায়। কাজ শুরু করে দিতে পারেন।

ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে পণ্যের প্রচার করে ব্র্যান্ডের সুনামের প্রসার ঘটানোর প্রক্রিয়া। এটি মার্কেটিংয়ের সর্বশেষ এবং আধুনিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় দ্রুততম সময়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো যায়।

ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়
ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়

ডিজিটাল মার্কেটিং হলো মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, টেলিভিশন, রেডিও, স্যোশাল মিডিয়াসহ সকল স্মার্ট প্রযুক্তির মাধ্যমে মার্কেটিং করার উপায়।

সবার হাতে স্মাটফোন। স্মার্টফোনে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ। ছেলে থেকে বুড়ো সবাই জনপ্রিয় স্যোশাল মিডিয়ার ফেসবুক চালায়। ভিডিও শেয়ারিং প্ল্যাটর্ফম ইউটিউব ভিজিট করেন। এসব সাইটে কোনো পণ্যের প্রচার করে সহজেই ক্রেতার কাছে পৌঁছানো যায়। এটাই হলো ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়

আপনি ডিজিটাল মার্কেটিং করে পণ্যে নিজের পণ্যের সেল বাড়াতে চান। আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ডিজিটাল মার্কেটিং করে ক্যারিয়ার গড়তে চান। ডিজিটাল মার্কেটিং করে যাই করতে চান, ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টটা ভালোমতো বুঝতে হবে।

ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয় সেগুলো দেখতে হবে। প্রতিটি স্টেফ ধরে ধরে শিখতে হবে। প্রচুর চর্চা করতে হবে। চর্চার কোনো বিকল্প নেই। তাহলে, ডিজিটাল মার্কেটিংয়ে ভালো করতে পারবেন।

এবার আসুন দেখি, ডিজিটাল মার্কেটিং কি কি শিখানো হয়। নতুনরা প্রথমে কোন পার্ট শিখবেন। কোথায় কি শিখবেন। কার কাছে শিখবেন। এটার থেকে গুরুত্বপূর্ণ কিভাবে শিখবেন। মনেরাখবেন, নিজে না শিখলে কেউ শিখাতে পারবেন না।

ডিজিটাল মার্কেটিং শিখার জন্য প্রথমে একটি সুন্দর পরিকল্পনা করুন। স্টেফ বাই স্টেফ শিখুন। আপনার শেখাকে সহজ করার জন্য আমাদের এই প্রয়াস। আমরা স্টেফ বাই স্টেফ এবং ক্যাটাগরি ভিত্তিক তুলে ধরছি।

ডিজিটাল মার্কেটিং কোর্সগুলোতে যেসব বিষয়ে ফোকাস করা যায়। মূলত একটি ডিজিটাল মার্কেটিং কোর্স ডিজাইন করা হয় দশটি বিষয়কে মাথায় রেখে। ডিজিটাল মার্কেটিং এর এই দশটি বিষয় শিখতে পারলে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে যাবেন। অনলাইন ইনকাম করতে পারবেন।

যেকোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে স্থায়ী চাকুরি করতে পারবেন। আবার, চুক্তিভিত্তিক কাজ করতে পারবেন। এবার দেখি ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়।

ডিজিটাল মার্কেটিং -এ শিখানো হয় দশটি বিষয়

Basic of Digital Marketing

ডিজিটাল মার্কেটিং এর ব্যসিক জানা গুরুত্বপূর্ণ। কারণ, একটি স্থাপনা কতোটা সুসংগঠিত হবে তা নির্ভর করছে সেই স্থাপনার বেইজমেন্টের উপর। একই রকমভাবে, ডিজিটাল মার্কেটিংয়ে আপনি কতোটা দক্ষ হবেন তা নির্ভর করছে ডিজিটাল মার্কেটিং এর ব্যসিক আপনার কেমন তার উপর।

তাই, ডিজিটাল মার্কেটিংয়ে ভালো করতে হলে, ব্যসিক ভালো করতে হবে। শুরুতে কোন কোন বিষয়ের উপর ফোকাস করা উচিৎ। ব্যসিকে ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়।

  • ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি;
  • ডিজিটাল মার্কেটিং চ্যানেল সমূহ;
  • কাস্টমার’স সাইকোলোজি বুঝতে হবে;
  • ডিজিটাল মার্কেটিং এর ব্যসিক টুলস;
  • ডিজিটাল মার্কেটিং ব্যসিক ধারণা/ সংজ্ঞা;

ডিজিটাল মার্কেটিং উপকরণ

ডিজিটাল মার্কেটিং-এ ভালো করার ডিজিটাল মার্কেটিং উপকরণগুলো সর্ম্পকে জানা প্রয়োজন। কারণ, এই উপকরণগুলোর সঠিক ব্যবহারই আপনাকে ডিজিটাল মার্কেটিং-এ এক্সপার্ট হতে সহায়তা করবে।

তাই, ব্যসিক নলেজ অর্জন করার পরে ডিজিটাল মার্কেটিং এর উপকরণগুলোর ব্যবহার সর্ম্পকে জানতে হবে। নিচে ডিজিটাল মার্কেটিং এর উপকরণগুলো নিচে দেয়া হলো। আসুন জেনে নিই ডিজিটাল মার্কেটিং এর উপকরণের মধ্যে ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়।

  • Content Planning;
  • Content Writing;
  • Visual Content Making;
  • Content Distribution;
  • Content Promotion;
  • Content Optimization;

ফেসবুক মার্কেটিং টুলস

ডিজিটাল মার্কেটিং কি কি শিখানো হয়। আপনি যেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে ফ্রি ফেসবুক মার্কেটিং করে আপনার নিজের পণ্য বা ক্লায়েন্টের পণ্যের প্রচার করতে পারেন। ব্র্যান্ডের প্রসার ঘটাতে পারেন। সেল বৃদ্ধি করতে পারেন। এজন্য এই অংশে ফেসবুক মার্কেটিং এর বিভিন্ন টুলসের ব্যবহার শিখানো হয় যেমন;-

  • Facebook Page Creation;
  • Facebook Professional Mode;
  • Facebook Group;
  • Facebook Insight;
  • Facebook Business Manager;
  • Facebook Messenger;
  • Facebook Professional Posting;
  • Facebook Reels;

গুগল অর্গানিক মার্কেটিং টুলস

গুগল অর্গানিক মার্কেটিং টুলস ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ। এই অংশে ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়। এই অংশ নতুনদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আসুন দেখি, গুগল অর্গানিক মার্কেটিং টুলস অংশে কি কি শিখতে পারি।

  • Search Engine Google;
  • Google Analytics;
  • Google Map;
  • Google My Business;
  • Tag Manager;
  • Google Keywords Tools;
  • Data Studio of Google
  • Google News Publisher;
  • Google Search Console;
  • Google Site Kits;

Facebook Paid Ads Campaign

ফেসবুক এডস ক্যাম্পেইন হলো হলো ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ উপায়। ডিজিটাল মার্কেটিং এর অংশে শিখানো হয় ফেসবুক পেইড সর্ম্পকে। বর্তমানে মানুষ ফেসবুকে সব থেকে বেশি সময় কাটায়। তাই, ফেসবুকে সঠিকভাবে এডস ক্যামেইন সাজাতে পারলে ব্যবসায় সফল হওয়ার সম্ভবনা বেড়ে যায় বহুগুন। আসুন দেখে নিই এই অংশে ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়।

  • Ads Set Up;
  • Ads Traffics;
  • Ads Costing;
  • Ads campaign Level Navigation;
  • Ads Set Level Navigation;
  • Ads Creation;
  • Ads Billing and Payment System;
  • Ads A/B Test;
  • Ads Pixel

গুগল এডস ক্যাম্পেইন হলো ডিজিটাল মার্কেটিং একটি পেইড কোর্স। এই কোর্সে ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয় জানতে চান। ডিজিটাল মার্কেটিং করতে চাইলে, অবশ্যই জানতে হবে। কারণ, ডিজিটাল মার্কেটিং-এ সফলতার মূলমন্ত্র হলো পেইড এডস ক্যাম্পেইন। ডিজিটাল মার্কেটিং শিখতে হলে গুগল এডস ক্যাম্পেইনে এক্সপার্ট হতে হবেই।

  • Basic Idea of Google Ads;
  • Google Ads Account Set up;
  • Keywords Research;
  • Ads Campaign set up;
  • Google Billing and Payment;
  • Google Ads Manager;
  • Google Analytics;
  • Search Console;
  • Tag Manager
  • Google Video Ads Campaign;
  • Google Re-marketing

এসইও সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন

এই অংশে ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয় তা বুঝতেই পারছেন। আমার মনে হয়, এসইও হলো ডিজিটাল মার্কেটিং এর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ভালো করে শিখতে পারলে, আপনার নিজের ক্লায়েন্টের অভাব হবে না আপনার বায়ার প্রোফাইলের সঠিক এসইও করতে পারলে প্রচুর ক্লায়েন্ট পেয়ে যাবেন।

  • SEO Basic;
  • On Page SEO;
  • Off-Page SEO;
  • Technical SEO;
  • Local SEO
  • White Hat SEO
  • Black Hat SEO

ই-মেইল মার্কেটিং

ই-মেইল মার্কেটিং অংশে ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয় জানেন? হয়তো ভাবছেন ইমেইল মার্কেটিং এটা আবার এমন কি জিনিস। না, ব্যাপারটা সেসরকম নয়। ই-মেইল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর খুব গুরুত্বপূর্ণ অংশ। ই-মেইল মার্কেটিং এর মাধ্যমে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছানো যায়।

তাই, ডিজিটাল মার্কেটিংয়ে ভালো রেজাল্ট পেতে হলে ইমেইল মার্কেটিংয়ের খুঁটিনাটিবিঁষয়গুলো জানতে হবে। ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে রিপিটেড কাস্টমার পেতে পারেন।

ডিজিটাল মার্কেটিং কত প্রকার

ডিজিটাল মার্কেটিং বিভিন্ন প্রকার হতে পারে। তবে, প্রধানত ডিজিটাল মার্কেটিং দুই প্রকার। একটি হলো অনলাইন ডিজিটাল মার্কেটিং আরেকটি হলো অফলাইন ডিজিটাল মার্কেটিং। অনলাইন ডিজিটাল মার্কেটিং-কে আবার প্রায় ছয় প্রকার।

ডিজিটাল মার্কেটিং ছয় প্রকার এটাই সবার কাছে গ্রহণযোগ্য। আর ডিজিটাল মার্কেটিং বলতে এখন অনলাইন মার্কেটিং-কেই বুঝায়। তাহলে, দেখে নিন ছয় প্রকার ডিজিটাল মার্কেটিং;-

  • SEO (Search Engine Optimization);
  • Social Media Marketing;
  • Web or Google Marketing Analytics;
  • Search Engine Marketing;
  • E-Mail Marketing;
  • Content Marketing;

উপসংহার

আজকের পোস্টে আমরা দেখলাম ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়। ডিজিটাল মার্কেটিংয়ে যা যা শিখা প্রয়োজন তা এই পোস্টে সংক্ষেপে তুলে ধরেছি। পোস্ট পড়ে থাকলে, ডিজিটাল মার্কেটিং কিভাবে শেখা যায় তা বুঝে গেছেন। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

2 thoughts on “ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়”

Leave a Comment

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial