মোবাইলে গেম খেলে টাকা আয় করতে চান? অনলাইনে ফ্রি গেম খেলে টাকা আয় করতে চান? অনলাইনে গেম খেলে টাকা ইনকামের ঘটনা নতুন নয়। তবে, মোবাইল দিয়ে গেম খেলে টাকা আয় সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়েছে। জেন-জি তরুণ প্রজন্মের অনেকেই গেম খেলে টাকা ইনকাম করছে।
আপনি এই পোস্টটি পড়ছেন। মোবাইল দিয়ে গেম খেলে টাকা আয় করার শখ আছে। তাই, এসর্ম্পিত তথ্য খুঁজছেন। জানতে চাইছেন কিভাবে মোবাইলে গেম খেলে টাকা আয় করা যায়। আমার বিশ্বাস, আপনি একদম সঠিক পোস্টটি পড়ছেন। এই পোস্ট থেকেই আপনার কাঙ্খিত তথ্যগুলো পেয়ে যাবেন।
মোবাইলে গেম খেলে টাকা আয়
মোবাইলে গেম খেলে টাকা আয় কথার অর্থ হলো মোবাইল দিয়ে গেম খেলে টাকা আয়। মোবাইল গেম খেলে বিনোদন উপভোগ করা যায়। সেই সাথে টাকা আয় করা যায়। গেমারদের গেম খেলে আয়ের অনেক সুযোগ আছে। মোবাইল গেমারদের আয়ের সুযোগ তুলনামূলক কম।
Table of Contents
গেম খেলে টাকা আয় করতে চাইলে, মোবাইল দিয়ে গেম খেলে টাকা আয় করতে পারবেন। প্রফেশনাল গেমার হতে চাইলে, মোবাইল দিয়ে হবে না। ভালো কনফিগারেশনের ল্যাপটম কম্পিউটার প্রয়োজন হবে।
মোবাইলে গেম খেলে টাকা আয় করার অনেক গেম আছে। সবথেকে সহজ উপায় হলো লুডু গেম খেলে টাকা আয় করা। এছাড়া, মোবাইল দিয়ে পাবজি গেম খেলে টাকা আয় করা। ফ্রি ফায়ার গেম খেলে টাকা আয় করা।
মোবাইলে গেম খেলে টাকা আয় করার মতো কয়েকটি গেম নিচে দেয়া হলো। এই গেমগুলো আপনার গেমিং ক্যারিয়ারকে আরো বেগবান করবে বলে আমি বিশ্বাস করি।
মোবাইলে গেম খেলে টাকা আয় করার অ্যাপস
মোবাইলে গেম খেলে টাকা আয় করতে হলে সাইট ভিজিট করে গেম খেলা উচিৎ হবে না। সবার মোবাইল হাই-কনফিগারেশন না। হাই-কনফিগারেশন মোবাইলছাড়া সব গেম খেলতে পারবেন না। তাই, গেমার কথা চিন্তা করে গেমিং সফটওয়্যারগুলো গেমিং অ্যাপস তৈরি করেছেন।
এসব মোবাইল গেমিং অ্যাপসগুলো আপনার মোবাইলে ডাউনলোড করুন। ইনস্টল করুন। সেটিং করুন। গেম খেলুন। বিনোদন উপভোগ করুন। টাকা আয় করুন। গেমিং-এ এক্সপার্ট হতে পারলে, আথিক স্বচ্ছলতা নিয়ে চিন্তা করতে হবে না।
নিচে মোবাইলে গেম খেলে টাকা আয় করার জন্য কিছু অ্যাপসের নাম উল্লেখ করলাম। আমরা বেশ কিছু গেম নিয়ে যাচাই-বাছাই করে এই তালিকা করেছি। আপনি ট্রই করে দেখতে পারেন।
- PubG Mobile Game;
- FreeFire Mobile Game;
- Ludo Supreme Game;
- Rise of Kingdoms;
- Clash Royale;
- 8 Ball Pool;
- Mobile Legends;
- Real Racing 3;
- Mobile Premier League (MPL);
- Candy Cash Saga;
- Call of Duty;
- Monopoly GO;
- Geometry Dash;
- Minecraft;
- Hamster Kombats;
- Subway Surfers;
- Fishdom;
- Township;
গেম খেলে টাকা আয় বিকাশে 2024
২০২৪ সালে, গেমিং এর জোয়ার চলছে। তরুণ প্রজন্মের প্রায় সবাই মোবাইল গেম খেলেছেন। সবাই গেম খেলে বিনোদন উপভোগ করেছেন। অবসর সময়ে গেম খেলে ভালো সময় পার করেছেন। এদের মধ্যে কেউ কেউ গেম খেলে নিয়মিত টাকা আয় করছেন।
২০২৪ সালে, গেমিং এগিয়ে চলছে। প্রায় সব গেম খেলে টাকা আয় করার যাচ্ছে। এমনকি লুডু গেম খেলে টাকা আয় করা যাচ্ছে। বছরের শেষে দিকে এসে Hamster Kombats গেমটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বছরের শেষভাগে Airdrop দেয়ার ঘোষণা করে।
ভার্চুয়াল কয়েনকে ডলারে কনভার্সন করার সুযোগ দেয়ার ঘোষণা করে। এই ভার্চুয়াল কয়েন অর্জন করতে হলে গেমের বিভিন্ন টাস্ক সম্পন্ন করুন। ডেইলি অফার গ্রহণ করুন। রেগুলার গেম খেলুন। এভাবে হ্যামস্টার কোমবেট গেম খেলে টাকা আয় করতে পারবেন।
মোবাইল দিয়ে Hamster Kombats গেম খেলা যায়। এটা মূলত একটি মোবাইল গেম। এই গেমটি খেলে ডলার আয় করার সুযোগ পাচ্ছেন। কতো কয়েনে কতো ডলার পাবেন। কতো ডলার পাবেন। এসব কিছুই বলেন নাই। এখন দেখা যাক। সময়ের অপেক্ষা।
মোবাইল দিয়ে গেম খেলে টাকা আয় করার আরেকটি সহজ উপায় হলো লুডু। লুডু খেলে টাকা আয় করা যায়। এটা আপনারা সবাই জানেন। কিভাবে লুডু খেলে টাকা ইনকাম করা যায়। মোবাইলে গেম খেলে টাকা আয় করার জন্য লুডু গেম সহজ গেম।
লুডু গেম খেলে টাকা আয় বিকাশে 2024
মোবাইলে গেম খেলে টাকা আয় করতে চাইলে, লুডু গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট বেছে নিতে পারেন। কারণ, লুডু গেম খেলে টাকা ইনকাম করা যেমন সহজ। আয় করা টাকা উত্তোলন করাও তেমন সহজ। তাই, লুডু খেলে টাকা আয় করার মতো সহজ বিষয়কে বাছাই করাই উচিৎ।
মোবাইলে লুডু গেম খেলে টাকা আয় করতে হলে, Google Play Store-এ থেকে লুডু গেম ডাউনলোড করুন। মোবাইলে ইনস্টল করুন। সেটিং করুন। বিকাশ নাম্বার দিয়ে আপডেট করুন। নির্দিষ্ট পরিমাণ টাকা ডিপোজিট করুন।
টাকা ডিপোজিট হলে একটি প্রোমো কোড পাবেন। এই কোড ব্যবহার করে লুডু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। লুডু গেম খেলায় জিততে পারলে, টাকা আয় করতে পারবেন। জিততে না পারলে, টাকা আয় করতে পারবেন না।
লুডু খেলে জেতা টাকা আপানর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যদি কোনো কারণে, জমা না হয় তাহলে, অথোরিটির সাথে যোগাযোগ করুন। তারা আপনার বিকাশ নাম্বারে টাকা জমা করে দিবে।
বাবুল গেম খেলে টাকা ইনকাম
মোবাইলে গেম খেলে টাকা আয় করা যায় তবে, বাবুল গেম খেলে টাকা ইনকাম করা যায় না। বাবুল গেম কি- জানেন? বাবুল গেম এমন একটি গেম যে, গেমে একটি বোর্ডে অনেকগুলো বিভিন্ন রঙের বাবুল বল দেয়া থাকে। নিচের আরেকটি বাবুল দিয়ে উপরের সবগুলো বাবুল বল ফাঁটাতে হয়ে। এভাবে একটি লেভেল অতিক্রম করলে আরেকটি লেভেল পৌঁছানো যায়।
পরের লেভেল উইন করতে পারলে, তার পরের লেভেলে যাওয়া যাবে। এভাবে গেমটি শেষ করতে পারবেন। আর, বাবুল গেমটি মোবাইল দিয়েই খেলা যায়। বাবুল গেম খেলে টাকা আয় করা যায়। এমন কথা হরহামেশাই শোনা যায়।
এব্যাপারে বলি, বাবুল গেম খেলে টাকা আয় করা যায় কথাটি সত্যিই। বাবুল গেমের প্রতিটি লেভেল অতিক্রম করতে পারলে পাবেন ২৩৫ টাকা। এটা ভার্চুয়াল টাকা। বাবুল গেম খেলায় এই টাকার প্রয়োজন হলেও বাস্তবে এই টাকা উত্তোলন করতে পারবেন। কোনো উপায়েই এই টাকা বিকাশে বা আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন না।
তাই বলতেই পারি, মোবাইলে গেম খেলে টাকা আয় করা গেলেও মোবাইলে বাবুল গেম খেলে টাকা আয় করা যায় না।
মোবাইলে কোন ধরণের গেম খেলে টাকা আয় করা যায়
মোবাইলে গেম খেলে টাকা আয় করতে চান? গেম খেলে টাকা আয় করতে চাইলে, মোবাইলে কোন ধরণের গেম খেলে টাকা আয় করা যায়, সেই বিষয়ে আমাদের একটি স্বচ্ছ ধারণা থাকা উচিৎ। মোবাইলে গেম খেলবো। গেম খেলে টাকা আয় করবো। আর কোন গেম খেলে টাকা আয় করা যায়। কোন গেম মোবাইলে খেলে যায়। কোন গেম মোবাইলে খেলে যায় না। এসব আমাদের জানতে হবে।
মোবাইল দিয়ে গেম খেলে টাকা আয় করার অনেকগুলো গেমের নাম আমরা উল্লেখ করেছি। এগুলোর আরেকবার রি-মেমোরাইজ করে নিই। তাই এগুলোর নাম নিচে দিয়ে দিলাম;
- Mobile Premier League (MPL);
- Candy Cash Saga;
- Call of Duty;
- Monopoly GO;
- Geometry Dash;
- Minecraft;
- Hamster Kombats;
- Subway Surfers;
- Fishdom;
- Township;
- Angry Birds;
- Coin Master;
- Toca Boca World;
- Marvel SNAP;
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম
মোবাইলে গেম খেলে টাকা আয় করা যায়। এটাতে আপনার পরিশ্রম আছে। গেম খেলে টাকা ইনকাম। মানুষিক পরিশ্রম করতে হয়। ব্রেন ইউজ করতে হয়। তাই, মোবাইলে গেম খেলে টাকা আয় করতেই পারেন।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করতে না যাওয়াই ভালো। এগুলো সাধারণত বেটি* সাইট। এগলোতে ফ্রি লটারী না খেলাই ভালো। ফ্রি লটারী খেলার জনপ্রিয় সাইট হলো Mel*bet, and 1X*bet। যারা ফ্রি লটারী খেলেন তারা এগুলো সাইট ভিজিট করেন। অনেককে অ্যাপস ব্যবহার করে খেলেন।
আমার পরামর্শ হলো ফ্রিল্যান্সিং জবে চাহিদা আছে এমন স্কিল অর্জন করুন। আগামী কয়েক বছরে ফ্রিল্যান্সিং জবের চাহিদা আরো বাড়বে। সবাই ফ্রিল্যান্সিংয়ের দিকে আগাচ্ছে। দিন দিন কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা বাড়ছে। একজনের দুই তিনটা ইউিটউব চ্যানেল। ফেসবুক প্রোফাইল। ফেসবুক পেজ। আরো নানা উপায়ে আয় করছে। এসব সাইটে কাজ করার জন্য কেউ একা একা করতে পারে না। অন্যদের দিয়ে কাজ করাতে হয়। তাই ফ্রিল্যান্সিং উপায়ে কাজ করায়। দেশ বিদেশে সব জায়গায় কাজের ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। নিজেকে তৈরি করুন। এসব ছাড়ুন।
উপসংহার
পরিশেষে বলতে পারি যে, মোবাইলে গেম খেলে টাকা আয় আয় করতে চাইলে, গেম খেলুন আয় করুন। ভালো গেম খেলুন। গেমিং ক্যারিয়ার গড়ুন। একজন গেমিং এক্সপার্টের ক্যারিয়ার উজ্জ্বল। তাই, মোবাইলে গেম খেলে টাকা আয় করা অবস্থায় ল্যাপটপ কিনুন। ডেক্সটপ কিনুন।
ভারী গেম খেুলন। আনলিমিটেড আয় করার উপায় পেয়ে যাবেন। গেম খেলার সাথে স্পন্সড, লাইভ স্ট্রেমিং, গেমিং কনটেন্ট, অ্যাফিলিয়েট ম্যাধ্যমে আয় করতে পারেন।
আজকের পোস্টটি পড়ে উপকৃত হলে, শেয়ার করে রুাখুন। পরে পড়তে চা্ইলে, পড়তে পারবেন। অন্যকে পড়তে সহায়তা করুন। যতো পড়বেন, ততোই শিখবেন। পড়ার বিকল্প নেই।
Hi friends