মহিলাদের ঘরে বসে ইনকাম করার উপায়

Spread the love

মহিলাদের ঘরে বসে ইনকাম করার উপায় জানা উচিৎ। বর্তমানে, দ্রব্যমূল্যের যা অবস্থা একজনের আয়ে সংসার চালানো সম্ভব না। মেয়েদের বাড়ির বাইরে গিয়ে কাজ করা কঠিন। অনেক পরিবার মেয়েদের কাজের জন্য বাড়ির বাইরে যেতে দেয় না। তাই, চাকুরি বা কাজ করতে হলে বাড়িতে বসেই করতে হবে।

মেয়েরা পড়ালেখা শিখে ঘরে বসে থাকবে এটাও ঠিক নয়। যে মেয়ে স্বপ্ন দেখে পড়ালেখা শিখে চাকুরি করার। দেশ সেবার করার তাকে ঘরে বসে বসে সংসার সামলাতে হয়। এটাই আমাদের মতো উন্নয়নশীল দেশের চালচিত্র।

মেয়েদের এমন সব স্কিল শিখা উচিৎ যেসব স্কিল দিয়ে ঘরে বসে কাজ করা যায়। মেয়েদের ঘরে বসে আয় করার উপায় এমন স্কিল এবং কাজ নিয়ে আলোচনা করবো আজকের পোস্টে। তবে, এসব কাজ যে শুধু মেয়েরাই করতে পারবে তা কিন্তু নয়। ছেলেরাও করতে পারবে। ছেলে হলেও পোস্টের বাকি অংশটুকু চালিয়ে যান।

মহিলাদের ঘরে বসে ইনকাম করার উপায়

মেয়েদের ঘরে বসে আয় করার উপায় বলতে এমন একটি প্রক্রিয়াকে বুঝায় যার মাধ্যমে মেয়েরা ঘরে বসে কাজ করে টাকা ইনকাম করতে পারে। ঘরে বসে দেশ বিদেশের কাজ করে ডলার ইনকাম করার সুযোগ আছে। সেই সুয়োগ কাজে লাগানো উচিৎ।

মহিলাদের ঘরে বসে ইনকাম করার উপায়
মহিলাদের ঘরে বসে ইনকাম করার উপায়

মেয়েদের ঘরে বসে কাজ হলো ফ্রিল্যান্সিং। যারা শিক্ষিত, অল্প শিক্ষিত, অশিক্ষিত সবাই ঘরে বসে অনলাইনে কাজ করে ইনকাম করার সুযোগ আছে।

যেসব মেয়েরা হাতের কাজে পারদর্শী তারা হাতের করে ঘরে বসেই ইনকাম করতে পারবেন। এসব কাজ করার জন্য কিছু স্কিল অর্জন করার প্রয়োজন হয়।

সেসব স্কিল এবং কোন কাজ করে কতো টাকা আয় করা যায় তার আদ্যোপান্ত জানাবো আজকের পোস্টের এর পরের অংশে।

মহিলাদের ঘরে বসে ইনকাম করার সেরা ৭টি উপায়

মেয়েদের ঘরে বসে আয় করার সেরা ৭টি উপায় থাকছে আপনাদের জন্য। সব মেয়েরা ঘরের বাইরে গিয়ে কাজ করতে পারবে না। যারা ঘরের বাইরে যেতে পারবেন না, তারাও যেন ঘরে বসেই ইনকাম করতে পারেন। কোন কাজ করে ঘরে আয় করা যায়। সেই সর্ম্পকে ধারণা দেয়ার চেষ্ঠা করবো।

মূলত, ঘরে বসে আয় করার অনেক উপায় আছে। সব উপায় সবার জন্য নয়। যারা বেশি পড়ালেখা করতে পারেন নাই তারা টিউশনি করে ইনকাম করতে পারবেন না।

আবার, যারা বেশি পড়ালেখা করেছেন কিন্ত হাতের কাজ জানেন না তারা হাতের কাজ করে ইনকাম করতে পারবেন না। বাছাই করা ৭টি কাজ নিয়ে আমাদের এই আয়োজন। এখানে থাকছে, মেয়েদের ঘরে বসে আয় করার সেরা ৭টি উপায়।

নকশীকাঁথা-মহিলাদের ঘরে বসে ইনকাম করার উপায়

নকশীকাঁথার সুনাম বাংলাদেশ জুড়ে। নকশীকাঁথা জনপ্রিয়তা প্রাচীনকাল থেকে। দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সময়ের স্বল্পতার কারণে, মানুষ নকশীকাঁথা বুনতে চায় না। একটি নকশীকাঁথা বুননে অনেক সময় চলে যায়।

সরু-সুতার কাজ করা নকশীকাঁথার মূল্য অনেক। আপনি হয়তো ভাবছেন, নকশীকাঁথা বিক্রয় করবেন কোথায়? নকশীকাঁথা বিক্রয় নিয়ে আপানার চিন্তা করার প্রয়োজন নেই।

তথ্য-প্রযুক্তির উন্নয়নে ই-কর্মাস এফ-কর্মাসের প্রসার ঘটেছে। ঘরে বসেই ফেসবুক মার্কেটিং করে দেশ-বিদেশে যেকোনো পণ্য বিক্রয় করা যায়।

যতো নকশীকাঁথাই বুনন করুন। বিক্রয় নিয়ে সমস্যা হবে না। মার্কেট বড় হওয়ায় লাভ বেশি হবে। নিজে কাজ করবেন পাশাপাশি কর্মসংস্থান করতে পারবেন।

মহিলাদের ঘরে বসে ইনকাম করার উপায়-সেলাই মেশিনের কাজ

শিক্ষিত অশিক্ষিত সবাই সেলাই মেশিনের কাজ করতে পারে। সেলাই মেশিনের কাজ করার জন্য বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। সেলাই মেশিনের কাজকে ছোট করে দেখার কিছু নেই। নিজের পরিবারের পোশাক তৈরির পাশাপাশি নিয়মিত আয় করা আয়।

একজন একটি সেলাই মেশিনে কাজ করে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। এই টাকা দিয়ে গ্রামে বা জেলা শহরে একটি পরিবার ভালোভাবে চলে যায়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর আন্ডারে মহিলা দর্জি বিজ্ঞান কোর্স করানো হয়। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের বিনামূল্যে সিঙ্গার সেলাই মেশিন প্রদান করে।

মহিলাদের ঘরে বসে ইনকাম করার উপায়- ফেসবুক মনিটাইজেশন

যেসব মেয়েরা ঘরে বসে কাজ করতে চান, তারা ফেসবুকে কনটেন্ট তৈরি করুন। বর্তমানে, ফেসবুক প্রফাইল থেকেও আয় করার সুযোগ তৈরি হয়েছে। ফেসবুক প্রফাইলে আপলোড করা টেক্সট, ইমেজ, ভিডিও, গ্রাফিক্স, মিউজিক, গানসহ সব ধরণের কনটেন্ট থেকে আয় করতে পারবেন।

ফেসবুক রিলস হলো শর্টস ফরমেটের ভিডিও। এক মিনিট পঁচিশ সেকেন্ড থেকে ছোট দৈর্ঘ্যের ভিডিওকে ফেসবুক রিলস ভিডিও বলে। এই রিলস ভিডিও’র সাথে দর্শকে এঙ্গেজমেন্ট হয় বেশি। রিলসের মাধ্যমে আয় করার সুযোগ আছে।

এছাড়াও, ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন, ফেসবুক স্টারস, বোনাস, সাবস্ক্রিপশন ইত্যাদি মাধ্যমে ফেসবুক থেকে আয় করা যায়।

বিউটি সেলুন-মহিলাদের ইনকাম করার উপায়

শহরে মেয়েরা বিউটি সেলুনমুখী। মা মেয়ে একসাথে বিউটি সেলুনে যায়। এমন কোনো মেয়ে পাওয়া যাবে না, যে বিউটি পার্লারে যায় না। বুঝতেই পারছেন, এই ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে।

কিভাবে কাজ করবেন? উত্তর হলো নিজের বাসার একটি রুমও বিউটি পার্লার হিসেবে ব্যবহার করতে পারেন। বাসার মালিককে জানিয়ে রাখবেন। যেন পরে কোনো ঝামেলা না করে।

বিউটিশিয়ান এর কোর্স করানো হয়। একটি কোর্স করুন। বিউটিশিয়ান নিয়ে একটু পড়ালেখা করুন। কিছু টিউটোরিয়াল দেখুন। একদম কিছু না জানা থাকলে, ভালো একটি বিউিট পার্লারে কিছু কাজ করুন। সব শিখে নিবেন। তারপর, নিজের মতো বিউটি পার্লার দিবেন।

একটি বিউটি পার্লার থেকে মাসে ৪০-৫০ হাজার টাকা আয় করা সম্ভব। দেখা যাবে আপনার বাসাভাড়া খরচ বাদ দিলে মাসে ১৫-২০ হাজার টাকা থেকে যাবে। শুরুতে এটাই অনেক। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আয় বাড়বে।

ঘরে বসে ব্লগিং করে আয়

ব্লগিং কি জানেন? ব্লগিং হলো ক্ষুদ্র দিন পঞ্জিকা। প্রতিদিনে ঘটনাপ্রবাহ লিপিবদ্ধ করার অনলাইন প্ল্যাটফর্ম হলো ব্লগিং। প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা ব্লগে লিখা রাখা হয়। যিনি ব্লগ লিখেন তাকে বলা হয় ব্লগার। 

বর্তমানে, মানুষ গুগল সার্চ করে ব্লগিং সাইটে আসে তথ্য-পাওয়ার জন্য। মানুষের জীবনের ঘটনা জানার জন্য নয়। ব্লগ থেকে আয় করতে চাইলে তথ্য-সমৃদ্ধ ব্লগ সাইট তৈরি করুন।

মেয়েদের ঘরে বসে আয় করার সেরা উপায় হতে পারে ব্লগিং। যারা লিখতে পছন্দ করেন তারা ব্লগিং করে আয় করতে পারবেন। ব্লগিং করার জন্য ঘরের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না।

বাংলায় ব্লগিং করে মাসে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা আয় করা যায়। ইংরেজিতে ব্লগিং করে মাসে ৩০ থেকে ৫০ হাজার টাকা আয় করা যায়। ব্লগিং নিয়ে বিস্তারিত একটি পোস্ট আছে। ব্লগিং সর্ম্পকে জানতে হলে আমাদের এই পোস্টটি পড়তে পারেন।

উপসংহার:

মেয়েদের ঘরে বসে আয় করার উপায় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। এসব উপায়ছাড়াও আরো অনেক উপায়ে মেয়োর ঘরে বসে আয় করতে পারে। ইউটিউবিং করে আয় করা যায়। অনলাইনে পণ্য বিক্রয় করে আয করা যায়।

মেয়েরা ডিজিটাল মার্কেটিং করে আয় করতে পারেন। ঘরে বসে টিউশনি করে আয় করতে পারেন। অনেকে বলেন মেয়েদের জন্য টিউশনি করাই সবথেকে ভালো। বাড়িতে একটি ব্যাচ করে পড়ানো যায়।

যাইহোক, অনেক উপায় নিয়ে আলোচনা হলো। এবার, আপনাদের থেকে আরো কয়েকটি উপায় জানতে চাই। আপনার কাছে যেসব ইউনিক উপায় আছে সেগুলো কমেন্টস করে আমাদের জানান। আজকের পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।


Spread the love

Leave a Comment