ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ 

Spread the love

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ খুঁজছেন? প্রতিদিন শত-শত ভিডিও দেখছেন। কনটেন্ট ক্রিয়েটরদের ইনকামের সুযোগ করে দিচ্ছেন। নিজের ইনকামের খবর নেই।

এবার, ভিডিও’র ভিউয়ারদের জন্য নিয়ে এলো খুশির খবর। দর্শকরা ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন।

যারা, অনলাইন ইনকাম করতে চান, কিন্তু কোনো স্কিল অর্জন করতে পারেন নি। তাদের জন্য বিরাট বড় সুযোগ হলো ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপে গিয়ে ভিডিও দেখলে টাকা ইনকাম করতে পারবেন।

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ কি?

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ বলতে বুঝায়, যেসব অ্যাপসের মাধ্যমে ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করা হয় তাই হলো ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ। বর্তমানে, অনলাইনে এমন অনেক সাইট আছে।

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ
ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ

যেসব সাইটে ভিডিও দেখার মাধ্যমে টাকা ইনকামের সুয়োগ আছে। এমনই একটি জনপ্রিয় ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ সোয়াসবক্স।

এসব সাইট বা অ্যাপসে কিভাবে টাকা দেয়? ভিডিও দেখার জন্য কেন টাকা দেয়? এটা জানা প্রয়োজন। টাকা ইনকাম করতে চাইলে ভালো করে জেনেশুনে শুরু করা উচিৎ।

ভিডিও দেখে টাকা ইনকাম অ্যাপসগুলো মূলত মাইক্রো-জবস সাইট। এসব সাইটে বর্তমানে ট্রেন্ডিং অনেক ছোট-ছোট কাজ আছে। যেসব ছোট ছোট কাজ করার জন্য ওর্য়াকারদের সাথে চুক্তি করা হয়। এসব ছোট ছোট কাজ করার জন্য তাদের পেমেন্ট করা হয়।

মাইক্রো-জব সাইটে যেসব কাজ করানো হয়। তার মধ্যে একটি হলো- ভিডিও দেখে টাকা ইনকাম করা। এড দেখে টাকা ইনকাম করা। গেম খেলে টাকা ইনকাম। সার্ভে করে টাকা ইনকাম করা। পোস্ট শেয়ার করে টাকা ইনকাম। পোস্ট পড়ে ইনকাম করা। লাইক করে টাকা ইনকাম। গুগল রিভিউ দিয়ে টাকা ইনকাম করা।

মাইক্রো-জব সাইটগুলোর বেশিরভাগ মোবাইল ইউজার। এসব ইউজারদের কথা বিবেচনা করে সাইটগুলো মোবাইল অ্যাপস ডেভেলাপ করেছে। মোবাইল ব্যবহারকারীরা এসব অ্যাপস ব্যবহার করে সহজেই ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারেন।

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ

ভিডিও দেখে টাকা ইনকাম করাতে চাইলে অবশ্যই অ্যাপসের প্রয়জোন। কারণ, সরাসরি ইউটিউবে ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন না। এর জন্য মাইক্রো-জব সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। ড্যাশবোর্ডে প্রচুর ভিডিও দেখতে পারবেন। এসব ভিডিও দেখার সুযোগ পাবেন। এই সব ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন।

সাধারণত, কিছু শর্তপূরণ করতে বলা হয়। ইচ্ছামতো ভিডিও দেখলে চলবে না। তার ভিডিও দেখবেন, সে যেভাবে দেখতে বলবে সেভাবে দেখতে হবে। যেমন; ছোট ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। ভিডিও শুরুতে কোনোভাবেই স্কিপ করতে পারবেন না।

ভিডিও দেখার জন্য ভিডিও’র টাইটেল লিখে ইউটিউবে সার্চ করে তার ভিডিও খুঁজে বের করতে হবে। তারপর, ভিডিও দেখতে হবে। ভিডিও দেখার শুরুতে একটি স্কিনশর্ট নিতে হবে।

আবার, ভিডিও দেখার শেষে আরেকটি স্কিনশর্ট নিতে হবে। এসব স্কিনশর্ট সাবমিট করার অপশন পাবেন। সেখানে সাবমিট করতে হবে। এভাবে, ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন।

এবার, কথা হলো ভালো অ্যাপসগুলো কোথায় পাবো। কোনোগুলো ভালো অ্যাপস বুঝবো কিভাবে? যেসব অ্যাপস নিয়ে কাজ করতে চান, তাদের রিভিউ দেখুন। কমেন্টস দেখুন। অ্যাপস সর্ম্পকে ভালোকরে খোঁজ-খবর নিলে বুঝতে পারবেন।

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ সর্ম্পকে তো জানালাম। দেশ-বিদেশের জনপ্রিয় অ্যাপসগুলোর একটি তালিকা তৈরি করে নিচে দিয়ে দিলাম। একবার দেখে নিন।

  • Swagbucks app
  • Inbox Dollars app
  • Big Cash app
  • Google Opinion Rewards app
  • Loco app
  • Earn Quick app
  • Feature points
  • Meesho app

আপনি চাইলে ভিডিও দেখে টাকা ইনকাম করার এই অ্যাপসগুলো ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন। এসব অ্যাপস Google Play store থেকে ডাউনলোড করুন। রেজিস্ট্রেশন করুন। ড্যাশবোর্ডে দেখতে পাবেন ভিডিও দেখে টাকা ইনকাম করার অফার।

অ্যাপসের মধ্যে প্রবেশ করলে দেখবেন ভিডিওগুলো লিস্টিং করা আছে। কোন ভিডিও দেখে কতো ডলার। কতো মিনিটের ভিডিও। কতোটুকু দেখতে হবে। নতুন লিস্টিং করা ভিডিও। পুরাতন লিস্টিং করা ভিডিও সব দেখতে পারেন।

টিকটক ভিডিও দেখে টাকা ইনকাম

টিকটক ভিডিও দেখে টাকা ইনকাম করার সুযোগ আছে। এসব মাইক্রো-জব সাইটে ড্যাশবোর্ডেই দেখতে পাবেন। নতুন টিকটকাররা তাদের টিকটক ভিডিও মার্কেটিং করার জন্য এসব সাইটে টিকটক ভিডিও আপলোড করে রেখেছ।

এসব ভিডিও দেখে টাকা ইনকাম করার সুযোগ আছে। টিকটক ভিডিও দেখে টাকা ইনকাম করা তুলনামূলক সহজ। কারণ, টিকটকের ভিডিও ছোট হয়। সময় কম লাগে।

ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে ২০২৪

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ নিয়ে কাজ করে পেমেন্ট বিকাশে নিতে পারবেন। এক্ষেত্রে, আপনাকে এমন সব মাইক্রো-জব সাইটে কাজ করতে হবে যেসব সাইটের পেমেন্ট মেথডে বিকাশ আছে। তবে, সমস্যা হলো বিকাশ সব মাইক্রো-জব সাইটের পেমেন্ট মেথডে নেই।

এজন্য আপনাকে কাজ করতে হবে বাংলাদেশী মাইক্রো-জব সাইটে। বাংলাদেশী মাইক্রো-জব সাইট কাজ করে বিকাশে পেমন্ট নিতে পারবেন। বাংলাদেশী মাইক্রো-জব সাইট খুব বেশি নেই। আবার, যেসব সাইট আছে সেগুলো খুব বেশি টাকাও প্রদান করে না।

আন্তর্জাতিক সাইটে কাজ করলে বেশি টাকা ইনকাম করতে পারবেন। আন্তর্জাতিক সাইটে আবার পেমেন্ট মেথড হিসেবে বিকাশ নেই। বাইন্যান্স পেপ্যালসহ আরো কিছু আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা বিকাশে একাউন্ট নিতে পারবেন।

উপসংহার

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ দিয়ে টাকা ইনকাম করা যায়। এটা খুব সহজ উপায়। আমার কথা হলো এই সহজ উপায় দিয়ে টাকা ইনকাম করা যায়। বেশিদিন টাকা ইনকাম করা যায় না। অনেক সময় দিয়ে মাস শেষে অল্প টাকা ইনকাম হয়।

তাই, আমার কথা হলো এই কাজ করার সাথে এআই এর মতো এডভান্স লেভেলের কাজ শিখুন। আপনার যেটা ভালো লাগে সেই কাজটিই শিখুন। মদ্যা কথা হলো শিখুন। আপনার শেখার মানসিকতা থাকতে হবে।


Spread the love

Leave a Comment