একটি নতুন জিমেইল একাউন্ট খুলব? কিভাবে খুলবো বুঝতে পারছি না। আমার মতো এমন সমস্যায় আপনিও পড়েছেন। আমার প্রথম জিমেইল একাউন্ট খুলার অভিজ্ঞতা শেয়ার করবো।
জিমেইল অ্যাকাউন্ট খুলার বিস্তারিত এই পোস্টে জানাবো। জিমেইল হলো টেক জায়ান্ট গুগলের একটি প্রোডাক্ট। গুগলের সমস্ত পণ্যের এক্সেস পেতে জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হয়।
গুগলের সবথেকে জনপ্রিয় প্রোডাক্ট হলো জিমেইল। জিমেইল একাউন্ট ছাড়া ইউটিউব, ব্লগার, গুগল ম্যাপ, গুগল ফটোস, গুলগ এডস, গুগল এনালিটিক্স এর মতো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সেবা পাবেন না। আমার বিশ্বাস, ২০২৪ সালে এসে আপনার একটি জিমেইল একাউন্ট আছে। জিমেইল একাউন্ট নেই এটা বিশ্বাস করা যায় না।
Table of Contents
যারা, এখনো জিমেইল অ্যাকাউন্ট খুলেন নাই, তারা পোস্টটি পড়ুন। সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে জিমেইল অ্যাকাউন্ট খুলার প্রক্রিয়া দেখানো হয়েছে।
কিভাবে নতুন জিমেইল একাউন্ট খুলব?
আমরা খুব সহজে একটি জিমেইল একাউন্ট তৈরি করার প্রক্রিয়া দেখাবো। আমার বিশ্বাস, এই প্রসেস দেখে নিজেই নিজের জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
নতুন জিমেইল একাউন্ট খুলব কিভাবে? প্রথমে আপনি Account. google.com ভিজিট করুন। এখানে ক্লিক করলে সাইন আপ পেজে নিয়ে যাবে, অথবা; আপনার কম্পিউটার সার্চ অপশন থেকে লিখুন Create Google Account। এটা লিখে গুগল সার্চ করুন। আপনার সামনে একাউন্ট খুলার একটি অপশন চলে আসবে।
এবার, মনিটরের ডানপাশের উপরের দিকে Create a google account দেখতে পাবেন। এখানে ক্লিক করুন। কার জন্য অ্যাকাউন্ট তৈরি করতে চান, তা উল্লেখ করুন। এখানে আপনার ফাস্ট নেম এবং লাস্ট নেম উল্লেখ করতে হবে।
এই পর্যায়ে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে। যেমন, আপনার নাম, বয়স, জন্মতারিখ, লিঙ্গসহ বিস্তারিত তথ্য দিতে হবে। এই অংশ ফিলাপ হলে, নেক্সট বাটনে ক্লিক করুন।
জিমেইল একাউন্ট পার্সওয়ার্ড
নেক্সট পেজ-এ পার্সওয়ার্ড সেটিং। আপনার একাউন্টের সুরক্ষার জন্য একটি স্ট্রং পার্সওয়ার্ড দিতে বলবে। লেটার, সিম্বল, নাম্বার, আপারকেস, এবং লোয়ারকেস সহযোগে একটি স্ট্রং পার্সওয়ার্ড সেট করুন। একই পার্সওয়ার্ড দিয়ে কনফার্ম করুন।
নতুন জিমেইল একাউন্ট রিকাভারি অপশন
আপনার তৈরি নতুন জিমেইল একাউন্টর পার্সওয়ার্ড হারিয়ে গেলে উদ্ধার করতে আরেকটি ইমেইল একাউন্ট যুক্ত করতে বলা হবে। আপনার আগে থেকে জিমেইল একাউন্ট থাকলে, সেই একাউন্টটি এখানে যুক্ত করে দিতে পারেন। একাউন্ট না থাকলে, স্কিপ করুন।
এবার, জিমেইল একাউন্টে মোবাইল নাম্বার যুক্ত করার সময় হয়েছে। মোবাইল নাম্বার যুক্ত করার অপশন পাবেন। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করুন। আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন। এই নাম্বার একটি কোড পাঠানো হবে। সেই কোড দিয়ে জিমেইল একাউন্টটি ভেরিফাই করতে পারবেন। না-চাইলে, স্কিপ করুন। এগিয়ে যান।
এখন আমাদের কাঙ্খিত জিমেইল একাউন্টটি রেডি হয়ে গেছে। এখানে আপনার দেয়া সকল তথ্য দেখিয়ে দিবে। এই তথ্যগুলো রিভিউ করুন। নিচে Google Terms and Conditions Show করবে। সব কিছু ঠিক থাকলে, Google Terms and Conditions মেনে নিয়ে I agree Box-এ ট্রিক দিবেন। জিমেইল একাউন্ট তৈরির কাজ শেষ। জিমেইল একাউন্ট ফুল অ্যাক্সেস পাবেন।
কিভাবে মোবাইল দিয়ে নতুন জিমেইল একাউন্ট খুলব?
একটি নতুন মোবাইল কিনের পরে দেখা যায় মোবাইলে প্রয়োজনীয় সকল অ্যাপস নেই। প্রয়োজন হয় অ্যাপস ডাউনলোড করার। কারণ, মোবাইলে বাই-ডিফল্ট বেশি অ্যাপস দেয়া থাকে না। প্রয়োজনীয় সকল অ্যাপস Google Play Store থেকে ডাউনলোড করতে হয়।
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হলে চাই জিমেইল একাউন্ট। একটি জিমেইল একাউন্ট ছাড়া গুগলের কোনো সুবিধা পাবেন না।
মোবাইল ফোন কিনে প্রথম কাজ হলো; একটি নতুন জিমেইল একাউন্ট খুলার ব্যবস্থা করা। সেই জন্যই আমাদের পোস্টের এই অংশ। কিভাবে মোবাইল দিয়ে নতুন জিমেইল একাউন্ট খুলব? সেই প্রসেস দেখিয়ে দেয়া। আসুন, দেখে নেয়া যাক।
সব এন্ড্রয়েট মোবাইলে বাই-ডিফল্ট একটি জিমেইল অ্যাপস দেয়া থাকে। এই অ্যাপসে গিয়ে অথবা গুগল সার্চে গিয়ে লিখুন Create Google Account। সার্চ করুন। আপনার সামনে গুগল সাইন-আপ পেজ চলে আসবে।
ইতোমধ্যে আপনার মোবাইলে একটি জিমেইল অ্যাকাউন্ট থাকলে, সিলেক্ট অ্যানআদ্যার একাউন্ট। আর কোনো একাউন্ট না থাকলে, সাইন-আপ করুন অপশন পাবেন।
নতুন জিমেইল একাউন্টের টাইপ নির্বাচন
এই পর্যায়ে আপনার জিমেইল একাউন্ট টাইপ নির্বাচন করুন। নিজের জন্য জিমেইল একাউন্ট খুলবেন? নাকি নিজের বিজনেসের জন্য খুলবেন? নাকি আপনার বাচ্চার জন্য জিমেইল একাউন্ট খুলবেন? এগুলোর মধ্য থেকে আপনার একাউন্ট টাইপ টি নির্বাচন করুন।
নিজের জন্য একাউন্ট তৈর করতে চাইলে, মাইসেল্ফ বাছাই করুন। পরের অপশনে আপনার ফাস্ট নেম, লাস্ট নেম, এবং বিস্তারিত তথ্য দিয়ে পূরণ করুন।
এবার, লিঙ্গ নির্বাচন করুন। আপনার নাম লিখুন। জন্ম তারিখ লিখুন। এসব সম্পন্ন হলে পরবর্তী পেজে যেতে পরবর্তী লেখা বাটনে ক্লিক করুন। ডিজিটাল মার্কেটিং কি কি শিখানো হয়; জানতে এই পোস্টটি পড়ুন।
এবার, আপনার একটি ইউজার আইডি বাছাই করতে বলবে। অবশ্যই একটি ইউনিক ইউজার আইডি বাছাই করুন। একটি পার্সওয়ার্ড দিতে হবে। অবশ্যই স্ট্রং পার্সওয়ার্ড দিবেন। পার্সওয়ার্ড স্ট্রং করতে নাম্বার, লেটার, আপারকেস, লোয়ার কেস, সিম্বলসহযোগে পার্সওয়ার্ড দিবেন। এরপর কনমফার্ম পার্সওয়ার্ড অপশনে, একই পার্সওয়ার্ড দিবেন।
এই পর্যায়ে এসে, আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। আগে কান্ট্রি সিলেক্ট করুন। তারপর, মোবাইল নাম্বার দিন। এই নাম্বারে একটি কোড নাম্বার পাঠানো হবে। সেই কোড নাম্বার দিয়ে আপনার সদ্য খোলা জিমেইল একাউন্টটি ভেরিফাই করা হবে।
জিমেইল আইডি রিকাভারি
মোবাইল নাম্বার যুক্ত করার ব্যাপারটা অপশনাল। চাইলে দিতে পারেন। না-চাইলে না। এবার, রিকভারি ইমেইল আইডি দিতে বলবে। যেন কোনো সময় জিমেইলের পার্সওয়ার্ড হারিয়ে গেলে বা ভুলে গেলে রিকাভারি করতে পারেন। এটাও অপশনাল। আগে থেকে জিমেইল আইডি খোলা নাথাকলে কিভাবে দিবেন?
এই পর্যায়ে, Google terms and conditions গুলো দেখতে পাবেন। গুগলের টার্মস এন্ড কন্ডিশনগুলো ভালো করে পড়ুন। সব ঠিক থাকলে, I agree লিখা বক্সে ট্রিক দিন। এবার, নতুন জিমেইল একাউন্ট ব্যবহার উপযোগী হয়ে গেছে। গুগল জিমেইলে সম্পূর্ণ এক্সেস পেয়ে যাবেন।
এই পোস্টটি পড়ার পরে নতুন জিমেইল একাউন্ট খুলব? এই প্রশ্ন থাকার কথা না। যদি ভালো করে পড়ে না থাকেন তাহলে, আরেকবার মনোযোগ দিয়ে পড়ুন।
যখন নতুন জিমেইল একাউন্ট খুলবেন তখন এই পোস্টটি পড়বেন আর খুলবনে। একটু করে দেখবেন, একটু করে আগাবেন। এভাবে সম্পন্ন করবেন।
উপসংহার:
নতুন জিমেইল একাউন্ট খুলব খুলব করে খোলা হচ্ছিল না। এবার, খুলে ফেলুন। অনেক সময় একাধিক জিমেইল একাউন্ট এর প্রয়োজন হয়। এই পোস্টটি পড়ে একটি ডিভাইস দিয়ে অনেক জিমেইল একাউন্ট খুলতে পারবেন।
একটি জিমেইল দিয়ে গুগল প্লে স্টোর থেকে ইউটিউব সব অ্যাপ্লিকেশনে এক্সেস পাবেন। তাই, যত্নকরে জিমেইল একাউন্ট খুলুন। পার্সওয়ার্ড স্ট্রং দিবেন। মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। যাইহোক, আজকের পোস্টটি পড়ে আপনার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।
1 thought on “কিভাবে নতুন জিমেইল একাউন্ট খুলব! মোবাইল দিয়ে সহজে একাউন্ট খুলার উপায়”