ঘরে বসে ইনকাম করার উপায় খুঁজছেন? ভাবছেন, ঘরে বসে বসে একাকি সময় না কাটিয়ে কিছু একটা করে ইনকাম করতে পারলে ভালো হতো। ঘরে বসে ইনকামের অনেক উপায় আছে।
বর্তমানে, তরুণ প্রজন্ম প্রচলিতধারায় চাকুরি না করে ঘরে বসে কাজ করে ইনকাম করছে। সময়ের সাথে তাল মিলিয়ে আপনাকেও ঘরে বসে ইনকামের একটি উপায় খুঁজে বের করা উচিৎ।
Table of Contents
আজকের পোস্টে আমরা দেখাবো কিভাবে ঘরে বসে ইনকাম করতে পারবেন। কোন কাজগুলো ঘরে বসে করা যায়। কোন কাজগুলোর চাহিদা বেশি। কোন কাজগুলো ভবিষ্যতে ভাল করবে। কোন কাজগুলো আপনার শেখা উচিৎ।
তাহলে, কথা না বাড়িয়ে ঘরে বসে ইনকাম করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক।
ঘরে বসে ইনকাম করার উপায়
ঘরে বসে ইনকাম করার উপায় বলতে এমন একটি প্রক্রিয়াকে বুঝায় যে প্রক্রিয়ার মাধ্যমে ঘরে বসে কাজ করে টাকা ইনকাম করা যায়। কাজ বা চাকুরি করার জন্য ঘরে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে আপনার পছন্দের কাজগুলো করেও টাকা ইনকাম করা যায়।
যেমন; ঘরে বসে ব্লগিং করে টাকা ইনকাম। ঘরৈ বসে ইউটিউবিং করে টাকা ইনকাম।
আরো উদাহরণ দেয়া যাবে যেমন; ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে টাকা ইনকাম। ঘরে বসে অনলাইনে টিউশনি করে টাকা ইনকাম। ঘরে বসে হাতের কাজ করে টাকা ইনকাম।
ঘরে বসে ইনকাম করার উপায় বাছাই করুন
ঘরে বসে ইনকাম করার উপায় জানা প্রয়োজন। অনেক উপায় আছে। আপনার কোন উপায়টি পছন্দ তা নির্ধারণ করুন। যেসব কাজ করে বেশি টাকা ইনকাম করা যায়, সেসব কাজকে বাছাই করা থেকে বিরত থাকুন।
বরং, যেসব কাজ করতে আপনার আনন্দ হয় সেসব কাজ করুন। যেসব কাজ করে আপনার ভালো লাগে সেই সব কাজ করুন।
এমন কাজ বাছাই করলে দীর্ঘদিন কাজ করতে পারবেন। কাজে অনীহা আসবে না। কাজে বিরক্তি আসবে না। দ্রুত সফলতা আসবে।
যেমন; আপনার খেতে ভালো লাগে তাহলে, খাবার রেসিপি নিয়ে ব্লগিং করতে পারেন। একটি ফুড ব্লগ ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। আপনার বই পড়তে ভালো লাগে। বুক রিভিউ ব্লগিং করতে পারেন।
ইউটিউব চ্যানেলে বুক রিভিউ করে টাকা ইনকাম করতে পারেন। আপনার খেলাধুলা করতে ভালোলাগে তাহলে, খেলাধুলা নিয়ে কাজ ব্লগিং করুন।
ঘরে বসে ইনকাম করার ১০টি সহজ উপায়
ঘরে বসে ইনকাম করার উপায় নিয়ে আলোচনা করতে হলে সহজ উপায় নিয়ে আলোচনা করা উচিৎ। আমি ইনকাম করার সহজ উপায় নিয়েই আলোচনা করবো। কারণ, আমার ব্লগ যারা পড়তে আসছেন তারা সহজ উপায়গুলো নিয়ে কাজ করতে চান। তাদের কথা মাথায় রেখেই আমার আজকের পোস্ট।
বর্তমানে, তথ্য-প্রযুক্তির উন্নয়নে কর্মক্ষেত্র বিস্তারিত হয়েছে। গ্রামে-গঞ্জে শহরে নগরে সব জায়গায় দ্রুতগতির ইন্টারনেট সংযোগ। বেশি বেশি কাজের সুযোগ সৃষ্টি করেছে। গ্রামে বসে মানুষ ইউরোপ-আমেরিকায় কাজ করছে।
ব্লগিং থেকে কোডিং, ওয়েব ডেভেলাপমেন্ট থেকে রকেট সাইন্স সবই ঘরে বসে করা সম্ভব। চাই, চেষ্টা আর একাগ্রতা। ধর্য্য আর অধ্যাবসায়। ছেড়ে না দেয়ার মানুসিকতা।
আজকের পোস্টে আমরা সহজ ১০টি ইনকামের উপায় নিয়ে লিখবো। সবার জন্য যেন সুবিধা হয় এমন ১০টি বিষয় থাকছে। এই ১০টি উপায়ের মধ্যে থেকে যেকোনো কয়েকটি নিয়ে কাজ শুরু করুন। একটু একটু কাজ করুন। সফলতা আসবে।
ঘরে বসে ইনকাম করার উপায়- ফ্রিল্যান্সি
ঘরে বসে কাজ করতে চাইলে, ফ্রিল্যান্সিং করুন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রচুর কাজ আছে। ব্যসিক থেকে এডভ্যান্স সব লেভেলের কাজ পাওয়া যায়। আপনার অবস্থান অনুযায়ী কাজ খুঁজে নিতে পারবেন।
ফ্রিল্যান্সিং হলো গতানুগতিকধারার বাইরে গিয়ে সকাল নয়টা-পাঁচটা অফিস না করে ঘরে বসে নিজের ইচ্ছামতো সময়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রজেক্টে কাজ করে টাকা বা ডলার ইনকাম করার উপায় হলো ফ্রিল্যান্সিং।
কয়েকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হলো হলো ফাইভার ডট কম। আপওয়ার্ক- ফ্রিল্যান্সিং জব মার্কেটপ্লেস। ফ্রিল্যান্সার ডট কম। গুরু ডট কম, ৯৯ডিজাইন। এছাড়া, বাংলাদেশী কিছু মার্কেটপ্লেস আছে। বিল্যান্সার একটি বাংলাদেশী ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে মাসে কয়েক হাজার ডলার ইনকাম করা সম্ভব। বাংলাদেশের একজন বিখ্যাত ফ্রিল্যান্সার হলো খালেদ ফারহান। তিনি বর্তমানে আয়্যারল্যান্ড পড়ালেখার করছেন। ডিজিটাল মার্কেটি এজেন্সি চালান। ফ্রিল্যান্সিং করেন।
ঘরে বসে ইনকাম করার উপায়- ব্লগিং
পড়তে ভালোবাসেন? কয়েকলাইন লিখতে পারেন? হোক সেটা বাংলা অথবা ইংরেজি। তাহলে, আর দেরি না করে ব্লগিং শুরু করুন। ব্লগিং করে নিজের ক্যারিয়ার গড়ুন।
বর্তমান ব্লগিং এর চাহিদা ব্যাপক। যদিও মানুষ এখন গল্প পড়ার জন্য ব্লগে যায় না। মানুষের ব্যক্তিগত জীবনের গল্প পড়ার জন্য ব্লগ পড়ে না। মানুষ ব্লগে যায় তথ্য পাওয়ার জন্য। গুগল সার্চ করে ব্লগে যাওয়ার প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য।
এজন্যই বর্তমানে ব্লগ হয়েছে তথ্য-নির্ভর। ব্লগিংয়ে ভালো করতে হলে তথ্য-সমৃদ্ধ ব্লগিং করতে হবে। ব্লগিং করে ইনকাম করতে হলে, শুরুতে কিছু টাকা খরছ করতে হবে।
প্রথমে একটি কাস্টম ডোমেইন কিনতে হবে। একটি হোস্টিং প্ল্যান কিনতে হবে। একটি ভালোমানের থিম কিনতে হবে। সাইট ডিজাইন করতে হবে। সাইটের ডিজাইন খুব গুরুত্বপূর্ণ। তাই, নিজে না পারলে, অন্য কাওকে দিয়ে ডিজাইন করিয়ে নিতে হবে।
এবার, কনটেন্ট আপলোড করার পালা। নিজে আর্টিকেল লিখিুন। ইউনিক আর্টিকেল লিখতে চেষ্টা করুন। প্ল্যাগারিজম-মুক্ত আর্টিকেল লিখুন। ভালো কোয়ালিটির ১০টি আর্টিকেল পাবলিশ করুন। এবার, সাইটের ব্যাকলিংক তৈরি করুন।
সাইট গুগল সার্চে চলে আসবে। ভিজিটরস পাবেন। গুগল এডসেন্স এর জন্য আবেদন করুন। এডসেন্স এপ্রুভ হলে সাইট থেকে ইনকাম করতে পারবেন।
একটি বাংলা ব্লগ সাইট থেকে মাসে ১০০-৩০০ ডলার ইনকাম করা সম্ভব। আর, একই পরিমাণ আর্টিকেল থাকা ইংরেজি সাইট থেকে ৩০০-৭০০ ডলারের বেশি ইনকাম করা সম্ভব।
ঘরে বসে ইনকাম করার উপায়- ইউটিউবিং
ঘরে বসে ইনকাম করার উপায় হলো ইউটিউবিং করা। যারা কাজের জন্য ঘরের বাইরে যেতে চান না। তারা ইউটিউব চ্যানেল তৈরি করুন। কনটেন্ট তৈরি করুন। ইউটিউবি থেকে ডলার ইনকাম করুন।
ইউটিউব চ্যানেল তৈরি করতে একটি ই-মেইল আইডি প্রয়োজন। চ্যানেল প্রফেশনালি সেটিং করুন। চ্যানেলে কী-ওয়ার্ড ব্যবহার করুন। বর্ণনা লিখুন। একটি লোগো ডিজাইন করে নিন। প্রফাইল পিকচার সেট করুন।
এবার, ঘরের মধ্যে ভিডিও শ্যুট করা যায় একটি নিশ বাছাই করা যায়। এমন একটি নিশ নিয়ে কাজ করুন। যেমন; টেক, কুকিং, বুক রিভিউ, ফানি, ফেসলেস ভিডিও এমন আরো অনেক নিশ আছে। আপনার পছন্দমতো একটি বাছাই করুন। ভিডিও ধারণ করুন। ভিডিও এডিট করুন। পাবলিশ করুন।
তিন মাসের মধ্যে চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। একসময় একহাজার সাবসক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ-টাইমের থ্রেসহোড পূরণ হবে।
তখন চ্যানেল থেকে ইনকামের জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করুন। এপ্রুভ হলে ইনকাম শুরু করতে পারবেন।
একটি ইউটিউব চ্যানেল থেকে মাসে কয়েক হাজার ডলার ইনকাম করা সম্ভব। মাসে হাজার হাজার ইনকাম করা চ্যানেল অনেক আছে। চ্যানেল থেকে ইনকামের অনেকগুলো উপায়ের একটি হলো গুগল এডসেন্স। এডসেন্সছাড়া আরো অনেক উপায়ে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা যায়।
ঘরে বসে ইনকাম করার উপায়- ফেসবুক
আপনি ঘরে বসে ইনকাম করার উপায় খুঁজছেন? আপনার উত্তর হ্যাঁ হলে, ফেসবুকিং শুরু করুন। আরে ভাই ফেসবুকিং তো করছিই। ইনকাম তো হয় না। প্রফেশনালি করুন। ফেসবুক পেজ থেকে ইনকাম করা যায়। এখন ফেসবুক প্রফাইলের মাধ্যমেও ইনকাম করা যায়।
ফেসবুক রিলস থেকে ইনকাম করা যায়। লং ভিডিও থেকে ইনকাম করা যায়। ফেসবুক স্টার থেকে ইনকাম করা যায়। ফেসবুক বোনাস থেকে ইনকাম করা যায়। ফেসবুক সাবক্রিপশন থেকে ইনকাম করার উপায় আছে।
এছাড়া, ফেসবুক-ফ্রি মার্কেটিং করে ইনকাম করার উপায় আছে। আছে ফেসবুক পেইড এড ক্যাম্পেইন এর মাধ্যমে ইনকামের সুয়োগ।
শুধু ফেসবুক ব্যবহার করে মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। ফেসবুক থেকে কতো প্রকারে ইনকাম করা যায় তা কল্পনাও করতে পারবেন না।
আপনার আর কিছু্ই করার দরকার নাই শুধু ফেসবুকিং করেই আপনার ক্যারিয়ার চালিয়ে নিতে পারবেন।
ঘরে বসে ইনকাম করার উপায়- অনলাইন টিউশনি
আপনি পড়ালেখায় খুব ভালো। নিজের পড়ালেখার পাশাপাশি টিউশনি করে হাত করছেন। সারাদিনে দুই-তিনটি টিউশনি করে সময় শেষ। যেপরিমাণ সময় যায় সেই পরিমাণ টাকা আসে না। এই সমস্যার সমাধান কি? সমাধান আছে। অনলাইন টিউশনি।
অনলাইন টিউশনি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন অনেকে। চাইলে, আপনিও পারবেন। শুরুতে আপনার হাতের স্মার্টফোন দিয়ে শুরু করুন। একদম গোড়া থেকে শুরু করুন। পাড়া-মহল্লার ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু করুন।
শুধু নিশ্চিত করুন দ্রুতগতির ইন্টারনেট। জুম অ্যাপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। কিছুদিন পরে ফেসবুকে পেইড এড ক্যাম্পেই চালান। দেখবেন, দেশ-বিদেশের প্রচুর ছাত্র-ছাত্রী পাবেন। মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।
ঘরে বসে ইনকাম করার উপায়- হাতের কাজ
যারা ঘরে বসে ইনকাম করার উপায় খুঁজছেন তারা হাতের কাজ করে ইনকাম করতে পারেন। হাতের কাজ বহুমূল্যবান। কাজ করতে যেমন সময়সাপেক্ষ তেমনই মূল্যবান।
যারা হাতের কাজে দক্ষ তারা এখন অনলাইনে তাদের হাতের কাজের মাধ্যমে অনেক টাকা ইনকাম সুযোগ পাচ্ছেন।
কাঁথা, শীতলপাটি, নকশীকাঁথা, বাহারি রঙের হাত পাখা, মৃৎ-পাত্র, খেলার পুতুল, ভাস্কর্য, কাঠের কারুকার্য, পাটের তৈরি জিনিস-পত্র, রেশমের তৈরি জিনিস ইত্যাদি মহামূল্যবান।
এসবের যেকোনোটি তৈরি করতে পারলে, খুব ভালো দামে বিক্রয় করতে পারবেন। আবার, নিজে তৈরি করতে না পারলেও যারা তৈরি করেন তাদের থেকে পাইকেরি দামে কিনে নিজে অনলাইনে বিক্রয় করতে পারেন। এভাবে ক্রয়-বিক্রয় করে ইনকাম করতে পারেন।
ঘরে বসে ইনকাম করার উপায়- বিড়াল-কুকুর পালন
ঘরে বসে ইনকাম করার উপায় হতে বিড়াল-কুকুর পালন। কয়েকটি বিড়ারল এবং কুকুরের বাচ্চা দিয়ে শুরু করুন। এটি অবশ্যই ব্যাসায়িকভাবে করতে হবে। এক-একটি বিড়াল কুকুরের বাচ্চার বড় করতে পারলে তাদের থেকে আরো অনেক বাচ্চা পাবেন।
এই কাজটি একদমই সহজ নয়। যাদের আগ্রহ আছে তারাই পারবেন। যাদের বিড়াল কুকুরের প্রতি সহানুভুতি নেই তারা পারবেন না।
ব্যবসায়কিভাবে করতে পারলে লাভের দেখবেন। শুরুতে, কষ্ট হবে। পরিশ্রম হবে। মানিয়ে নিতে পারলে মানসিক শান্তির সাথে টাকাও পাবেন।
উপসংহার
ঘরে বসে ইনকাম করার উপায় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। অনেকগুলো উপায় সর্ম্পকে দিক-নির্দেশনা দেয়ার চেষ্টা করলাম। এছাড়া, আরো অনেক ট্রেন্ডিং বিষয় আছে। যেসব উপায়ে ঘরে বসে ইনকাম করা যায়।
ঘরে বসে ইনকাম করার উপায় এর মধ্যে ডিজিটাল মার্কেটিং, স্যোশাল মিডিয়া মার্কেটিং, ইমেইল-মার্কেটিং, গেম খেলে টাকা ইনকাম। সার্ভে করে টাকা ইনকাম। এমন আরো অনেক উপায় আছে।
ঘরে বসে ইনকাম করার উপায় নিয়ে এই পোস্টটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। কোনো প্রকার সাহয্য সহযোগিতা লাগলে বলতে পারেন। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
2 thoughts on “ঘরে বসে ইনকাম করার উপায়! সহজ ১০টি উপায়”