গুগল থেকে টাকা ইনকাম করার উপায় (সেরা ৫টি উপায়)

Spread the love

গুগল থেকে টাকা ইনকাম করার উপায় আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো। গুগল থেকে অনেক উপায় টাকা করা যায়। আজকের পোস্টে গুগল থেকে ৫টি উপায় টাকা ইনকাম করার প্রক্রিয়া সর্ম্পকে জানবো। এবং কোন ধরণের সাইট থেকে বেশি টাকা ইনকম করা যায়, সেটাও জানাবো।

গুগল নিজে থেকে কোন ধরণের সাইটের কথা বলেছে সেটাও শেয়ার করবো এই পোস্টের মাধ্যমে। কোন ধরণে নিশ থেকে কতো টাকা ইনকাম করা যায়। কোন অঞ্চলে বিজ্ঞাপনের রেট কেমন এসব সর্ম্পকে জানতে পারলে ইনকাম বেশি হয়।

মানুষ তথ্য খোঁজার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করে। গুগল সার্চ ইঞ্জিন ব্যবহৃত হয় সবথেকে বেশি। গুগলের সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম বুঝুন। সেই অনুযায়ী কাজ করুন। ইনকাম করতে পারবেন। একটি পোস্টে সবকিছু লিখা সম্ভব না। সব বিষয়ে টাস্ দিতে চেষ্টা করবো।

গুগল থেকে টাকা ইনকাম করার উপায়

গুগল থেকে টাকা ইনকাম করার অনেক উপায় আছে। এমন কিছু কাজ করতে হবে, যেসব কাজ করে, গুগল থেকে টাকা ইনকাম করা যায়। গুগল থেকে টাকা ইনকাম করতে হলে অনলাইনভিত্তিক কাজ করতে হবে।

গুগল থেকে টাকা ইনকাম করার উপায়
গুগল থেকে টাকা ইনকাম করার উপায়

মানুষ যেসব Keywords লিখে গুগলে সার্চ করে সেইসব Keywords নিয়ে কাজ করতে হবে। তাহলে, গুগল থেকে টাকা ইনকাম করতে পারবেন।

একটি উদাহরণ দিই- আপনি একটি মোবাইল কিনবেন। মোবাইল কেনার আগে ফোনের স্পেসিফিকেশন, প্রাইজ, এবং কাস্টমার রিভিউ সর্ম্পকে বিস্তারিত জানার জন্য Google Search করলেন।

Google Search Engine আপনার সামানে অনেকগুলো রেজাল্ট শো করছে। এগুলো আপনি পড়ছেন। আপনার মোবাইল কেনার প্রয়োজনে পড়ছেন।

আপনি যেটা পড়ছেন, এটি একটি ব্লগ পোস্ট। এই পোস্টের মধ্যে গুগলের বিজ্ঞাপন বসিয়ে ইনকাম করার উপায় পাবেন।

গুগল থেকে টাকা ইনকামের সুবিধা

গুগল থেকে টাকা ইনকাম করা যেমন কঠিন তেমনি সুবিধাও আছে। একবার ইনকাম শুরু করতে পারলে, আর পিছনে ফিরে তাকাতে হবে না। গুগলে ইনকাম করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বড় বড় প্রজেক্ট পাবনে। ব্যসিক সুবিধাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম।

গুগলের নিজস্ব অডিয়েন্স

গুগলের কাজ করে টাকা ইনকাম করার সবথেকে বড় সুবিধা হলো গুগলের নিজস্ব অডিয়েন্স। পরিসংখ্যান বলছে প্রতিদিন ৪ বিলিয়নের বেশি গুগল সার্চ হয়। এই বিপুল পরিমাণ অডিয়েন্সের সামনে আপনার সার্ভিস উপস্থানের মাধ্যমে অধিক ইনকামের পাবেন।

গুগলের পেমেন্ট মেথড

অনলাইনে ইনকাম করে পেমেন্ট নিয়ে সমস্যা হয়। বেশিরভাগ সাইটের পেমেন্ট মেথডে বাইন্যান্স পেপ্যাল ভিসা কার্ড মাস্টার কার্ডের মতো বিদেশী পেমেন্ট মেথড ব্যবহার করা হয়। শুধু গুগলের পেমেন্ট মেথডে নিজস্ব ব্যাংক একাউন্ট যুক্ত করে পেমেন্ট নিতে পারবেন।

গুগলের নিজস্ব কমিউনিটি

গুগলের বিভিন্ন প্রডাক্ট নিয়ে কাজ করতে সমস্যা হলে সমাধান পাবেন নিজের কমিউনিটিতে। গুগলের নিজস্ব কমিউনিটি ফোরাম আছে। ইউটিউবে টিউটোরিয়াল আছে। প্রতিটা সাইটে বিভিন্ন সমস্যা নিয়ে তৈরি টিউটোরিয়াল যুক্ত করে দেয়া আছে।

ছাত্র-ছাত্রীরাদের কাজের সুযোগ

গুগলে কাজ করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় না। ছাত্র অবস্থায় কাজ করার সুযোগ আছে। ছাত্রছাত্রীদের অনেক সময় আছে। তারা ঘরে বসে কাজ করে ইনকাম করতে পারে। আসলে গুগলে সবাই কাজ করতে পারেন। এবং ইনকাম করতে পারেন।

গুগল থেকে টাকা ইনকাম করার গুরুত্ব

Google থেকে টাকা ইনকাম করার গুরুত্ব বুঝতে পারবেন। আগে গুগল থেকে ইনকাম শুরু করুন। গুগল থেকে টাকা ইনকাম করা সরকারি চাকুরি করার থেকে কম কথা নয়। গুগল এডসেন্স পাওয়া তো সোনার হরিণ পাওয়ার মতো ব্যাপার।

গুগল থেকে প্রতিমাসে ১০০ ডলার ইনকাম করাও কম কথা নয়। স্কিল থেকে ছাড়া গুগল থেকে টাকা ইনকাম করা সম্ভব নয়। দক্ষতা অর্জন করতে পারলে, গগুল থেকে নিয়মিত ইনকাম করতে পারবেন। গুগল থেকে ইনকাম করার দক্ষতা অর্জন করতে পারলে সেই দক্ষতা দিয়ে অন্যান্য সাইট থেকে আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন।

৫টি উপায়ে গুগল থেকে টাকা ইনকাম

গুগল থেকে টাকা ইনকাম করার উপায় আছে। সেরা ৫টি উপায় নিয়েই আমরা কথা বলবো। এই পাঁচটি উপায়ে গুগল থেকে ইনকাম করতে পারলে, অনলাইনে আরো অনেক উপায়ে ইনকাম করতে পারবেন।

Google এর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। Google প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করেছে, যেন সবাই ব্যবহার করতে পারে। গুগল নিজে প্রতিনিয়ত মার্কেটিং করছে Engagement increase করার জন্য। পেইড এড চালাচ্ছে। ফেসবুক ইউটিউব ভিজিট করলেই চোখে পড়ে এসব এডস।

কিভাবে বেশি বেশি অডিয়েন্স গুগল কমিউনিটিতে যুক্ত করা যায় তা নিয়ে গবেষণা চলছে। তাই, ভিজিটর নিয়ে কোনো টেনশন নেই। সঠিক প্ল্যাটফর্ম বাছাই করুন। দর্শকোপযোগী কনটেন্ট তৈরি করুন। গুগল থেকে মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন।

Google ব্লগার ডট কম থেকে ইনকাম

গুগল থেকে টাকা ইনকাম করার উপায় জানতে চাইলে, আমি বলবো Google Blogger.com ব্যবহার করুন। ব্লগার ডট কম হলো ব্লগিং প্ল্যাটফর্ম। গুগল ব্লগিং এর জন্য ফ্রি হোস্টিং সার্ভিস প্রদান করে। সাব-ডোমেইন দেয়। ফ্রি-থিম দেয়।

এক পয়সাও খরছ না করে একটি ব্লগিং সাইট তৈরি করার সুযোগ দেয়। এই ফ্রি ব্লগিং সাইট থেকে ইনকাম করার সুযোগ দেয়। ব্লগিং থেকে ইনকাম করা যায়। কিভাবে করা যায়? ব্লগিং সাইটে ভিজিটর আসলে বিজ্ঞাপন বসিয়ে ইনকাম করা যায়।

এবার, বিজ্ঞাপনছাড়াও আরো অনেকভাবে ব্লগিং সাইট থেকে ইনকাম করা যায়। সেগুলো আমাদের আজকের পোস্টের বিষয়বস্তু নয়।

বাংলায় ব্লগিং করে বেশি টাকা ইনকাম করতে পারবেন না। বড়জোড় প্রতিদিন ৫ ডলার থেকে ১০ ডলার ইনকাম করতে পারবেন। পক্ষান্তরে, ইংরেজিতে ব্লগিং করে প্রতিদিন ১০ ডলার থেকে ৩০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।

Google YouTube থেকে টাকা ইনকাম

ইউটিউব হলো গুগল থেকে টাকা ইনকাম করার উপায়। ইউটিউব থেকে কতোভাবে ইনকাম করা যায় তা লিখে বোঝাতে গেলে পোস্ট অনেক বড় হয়ে যাবে।

যারা গুগল থেকে ইনকাম করতে চান। তাদের বলছি, ইউটিউবিং শুরু করুন। ইউটিউবিং করে ইনকাম করতে হলে চ্যালেঞ্জ নিতে হবে এটাও জেনে রাখুন। ইউটিউবিং শুরু করেই ইনকাম করতে পারবেন না। কারণ, নতুন ভিডিওতে ভিউ আসে না। ইউটিউবিংয়ে ভালো করতে হলে ভালো গেজেটস ব্যবহার করার বিকল্প নেই।

ইউনিক কনটেন্ট ব্যবহার করুন। যেসব ভিডিও ইউটিউবে আছে এমন কনটেন্ট না সৃজনশীল হোন। গবেষণা করুন। নিত্য নতুন আইডিয়া নিয়ে কাজ করুন। দেখবেন ইউটিউবে ভালো করতে পারবেন না।

ইউটিউব থেকে ইনকাম করতে হলে চ্যানেলে একহাজার সাবস্ক্রাইবার এবং চার হাজর ঘন্টার ওয়াচ-টাইম থাকতে হবে। আরো কিছু শর্ত পূরণ করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন।

একটি ইউটিউব থেকে মাসে কয়েক শত ডলার থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত ইনকাম করা যায়। সব নিশের ভিডিওতে সমান ইনকাম হয় না। ফানি ভিডিওতে কম ইনকাম হয়। টেক ভিডিওতে বেশি ইনকাম হয়।

Google Play Store থেকে ইনকাম

গুগল থেকে টাকা ইনকাম করার উপায়। গুগলের প্লে স্টোর ব্যবহার করে ইনকাম করার সুযোগ আছে। Google এর অনেকগুলো ইনকামের মধ্যে এটি একটি ইনকামের উপায়। গুগল প্লে স্টোর থেকে ইনকাম করতে হলে আপনাকে মোবাইল অ্যাপ তৈরি করতে হবে।

মোবাইল অ্যাপ থেকে ইনকাম করা যায় সেটা জানেন। মোবাইলে বিভিন্ন অ্যাপ ব্যবহার করার সময় বিজ্ঞাপন চলে। এগুলো হলো গুগলের বিজ্ঞাপন। বিজ্ঞাপন থেকে অ্যাপের মালিক ইনকাম করে।

মোবাইল অ্যাপস থেকে ইনকাম করতে হলে প্রথমে অ্যাপস ডেভেলাপ করতে হবে। নিজে না পারলে যারা মোবাইল অ্যাপ তৈরি করেন তাদের হার্য়ার করে তৈরি করুন।

অ্যাপ তৈরি করে সেই অ্যাপটি গুগলের প্লে স্টোর রাখতে হবে। এর জন্য গুগলের প্লে স্টোর থেকে স্পেস বরাদ্ধ নিতে হবে। বরাদ্ধ নিতে ২৫ ডলার খরচ করতে হবে।

গুগল প্লে স্টোরে রাখা অ্যাপস থেকে ইনকাম করতে হলে অ্যাপে Google AdMob এর বিজ্ঞাপন বসাতে হবে। গুগল এডমব হলো গুগল এডসেন্সের মতো একটি বিজ্ঞপানী প্ল্যাটফর্ম।

যখন Google AdMob এর বিজ্ঞাপনঅ্যাপে বসিয়ে অ্যাপটি গুগল প্লে-স্টোরে আপলোড করবেন। তখন ভিজিটররা প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করবে।

যখন ব্যবহার করবে, তখন বিজ্ঞাপন দেখাবে। এই বিজ্ঞাপন দেখা আপনার ইনকাম হবে। গুগল থেকে টাকা ইনকাম করার উপায়-গুলোর মধ্যে অন্যতম সেরা উপায়।

Google Opinion Rewards থেকে ইনকাম

গুগল থেকে টাকা ইনকাম করার উপায়। গুগলের অপিনিয়ন রিওয়ার্ড হলো একটি সার্ভে অ্যাপ্লিকেশন। গগুল অপিনিয়ন রিওয়ার্ডের মাধ্যমে নতুন পণ্য বাজারে আনার আগে জরিপ পরিচালনা করে থাকে। গুগলছাড়াও অন্য কোম্পানির জপির পরিচালানা করে এই সাইটের মাধ্যমে।

গুগল রিওয়ার্ডের মাধ্যমে ইনকাম করতে চাইলে, প্রথমে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন। মোবাইলে ইনস্টল করুন। ডেক্সটপ থেকে ইনকাম করতে চাইলে, গুগল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করুন।

এবার, ইমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। আপনার প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে এগিয়ে যায়। ট্রার্ম এন্ড কন্ডিশন মেনে অ্যাকাউন্ট টি সম্পন্ন করুন।

এবার, গুগল রিওয়ার্ড অপিনিয়নে চলমান কোনো জারিপ থাকলে, আপনার সামনে শো করবে। না থাকলে, ভবিষ্যতে নতুন জরিপ আসলে আপনাকে নটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এসব জরিপের অংশগ্রহণ করে জরিপ সম্পন্ন করলে ১ ডলার পর্যন্ত ইনকামের সুযোগ পাবেন। ইনকাম করা ডলার ড্যাশবোর্ডে জমা হবে। এই ডলারগুলো দিয়ে গুগলের যেসব ভার্চুয়াল পণ্য আছে সেগুলো ক্রয় করতে পারবেন।

গুগল থেকে টাকা ইনকাম করার উপায় কে না জানে। সবাই গুগল এডসেন্স থেকে ইনকামের উপায় জানে কিন্ত সবাই ইনকাম করতে পারে না। গুগল এডসেন্স এপ্রুভ করানো হাতে সোনার হরিণ পাওয়ার মতো মূল্যবান হয়ে গেছে।

গুগল এডসেন্স মূলত একটি বিজ্ঞাপনী সংস্থা। এখানে বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে। গুগল এসব বিজ্ঞাপন তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করে। যেমন ইউটিউবে প্রচার করে। ব্লগার প্রচার করে। ওয়েবসাইটে প্রচার করে।

গুগল এডসেন্স থেকে ইনকাম মূলত ইউটিউব এবং ব্লগার থেকে ইনকাম। গুগল এডসেন্স এর একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যেকেউ ফ্রিতে গুগল এডসেন্স এর অ্যাকাউন্ট তৈরি করতে পারে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য হয় একটি ইউটিউব চ্যানেল লাগবে। অথবা, একটি ব্লগ সাইট লাগবে।

যখন আপনার সাইটে চ্যানেলে ট্রাফিকস আসবে তখন গুগল এডসেন্সের অনুমোদিত বিজ্ঞাপন বসাতে পারবেন। সাইটে চ্যানেলে বিজ্ঞাপন বসিয়ে গুগল থেকে টাকা ইনকাম করার উপায় পাবেন।

গুগল এডসেন্স থেকে ৩ ধরণের সাইটের বেশি ইনকাম

গুগল থেকে টাকা ইনকাম করার উপায় আগে গুগল কোন ধরণের সাইটকে বেশি গুরুত্ব দেয় তা জানা জরুরী। কারণ, যেকোনো নিশ নিয়ে সাইট তৈরি করে বেশি ইনকাম করতে পারবেন না। খরচ বেশি হবে। লাভ কম হবে।

গুগলের সাইট থেকে দেখা যায়। কনটেন্ট ক্রিয়েটর বা ব্লগাররা কিভাবে আরো বেশি টাকা ইনকাম করতে পারে সেই সর্ম্পকে নির্দেশনা দেয়া আছে। এখানে Google উল্লেখ করেছে তিন ধরণের সাইটের কথা। তিন ধরণের সাইট হলো;

১. ব্লগ সাইট;

২. ফোরাম সাইট;

৩. অনলাইন টুলস সাইট;

গুগল থেকে টাকা ইনকাম করতে চাইল, এই তিন ধরণের সাইট থেকে যেকোনো এক ধরণের সাইট তৈরি করুন। প্রথমে একটু খরচ হবে। ব্যাংকলিংক তৈরি করুন। এসইও করুন। সাইট গুগল সার্চ রেজাল্টে চলে আসবে।

সাইট যখন সার্চ রেজাল্টের প্রথম পেজে চলে আসবে, তখন সাইটে প্রতিদিন শত-শত ভিজিটর পাবেন। এসব ভিজিটদের গুগলের বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

উপসংহার

গুগল থেকে টাকা ইনকাম করার উপায় নিয়ে আলোচনা করলাম। সেরা ৫টি উপায় বলে দিলাম। এগুলোর বাইরে আরো অনেক উপায়ে অনলাইন থেকে ইনকাম করা যায়।

শুরু করা একটু কঠিন। ছেড়ে না দেয়ার মানসিকতা থাকলেই পারবেন। এমন কিছু না। আমার আপনার মতো মানুষই গুগল থেকে ইনকাম করছে। তাহল, আমি আপনি কেন পারবো না?


Spread the love

Leave a Comment