ইমেইল আইডি খোলার নিয়ম না জানলে, সঠিকভাবে ইমেইল আইডি খুলতে পারবেন না। সঠিকভাবে ইমেইল আইডি খুলতে না পারলে সেই আইডি কোনো কাজে আসবে না। ইমেইল Google এর একটি পণ্য। ইমেইল আইডিছাড়া Google এর অন্য কোনো পণ্য বা সার্ভিস ব্যবহার করতে পারবেন না।
Table of Contents
তথ্য থেকে ছবি পাঠানোর নির্ভরযোগ্য মাধ্যম ইমেইল আইডি। বিশেষ করে অফিসিয়ালি। দেশ-বিদেশের বায়ারদের সাথে কাজ করলে ইমেইল আইডি এবং এর সঠিক ব্যবহার জানা ভালো। আসুন, আজকে ইমেইল আইডি কি? ইমেইল আইডি খোলার নিয়ম। ইমেইল আইডি’র পার্সওয়ার্ড কিভাবে রিকাভি করা যা তা জেনে নিই।
ইমেইল আইডি কি?
ইমেইল হলো ইলেকট্রনিক মেইল এর সংক্ষিপ্ত রুপ। এটি টেক জায়ান্ট গুগলের একটি সহযোগী প্রতিষ্ঠান। গুগল ফ্রিতে মেইল সার্ভিস প্রদনা করে। গুগল ২০০৪ সালে পহেলা এপ্রিল তারিখে চালু করে। যদিও তৎকালীন সময়ে পহেলা হওয়ায় সবাই ‘এপ্রিল ফুল’ ধরে নিয়েছিল। তবে, বেলা গড়াতে বুঝতে পারে ইমেইল আইডি কোনো এপ্রিল ফুল নয়।

অনলাইন যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা। ইমেইল মূলত একটি অনলাইনভিত্তিক সার্ভিস। এই সার্ভিস প্রদান করে গুগলের জিমেইল। বর্তমানে Google এর জিমেইল ব্যবহারকারীর সংখ্যা ২ বিলিয়নের বেশি।
ইমেইল আইডি খোলার নিয়ম এবং প্রয়োজনীয়তা:
সময়ের সাথে সাথে ইমেইল আইডি খোলার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। এখন এমন অবস্থা হয়েছে যে, সকল স্মার্টফোন ব্যবহারকারীর ইমেইল আইডি আছে। আরো পড়ুন: ডিজিটাল মার্কেটিং কি কিভাবে করতে হয়।
তবে, অনেকের একাধিক ইমেইল আইডি’র প্রয়োজন হয়। আবার, কারো কারো ইমেইল আইডি’র পার্সওয়াড হারিয়ে ফেলেন। উদ্ধার করতে পারেন না। তাদের জন্য নতুন ইমেইল আইডি খোলার নিয়ম নিয়ে এই আলোচনা।
- সময়ের সাথে সাথে ইমেইল আইডি খোলার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। এখন এমন অবস্থা হয়েছে যে, সকল স্মার্টফোন ব্যবহারকারীর ইমেইল আইডি আছে। তবে, অনেকের একাধিক ইমেইল আইডি’র প্রয়োজন হয়। আবার, কারো কারো ইমেইল আইডি’র পার্সওয়াড হারিয়ে ফেলেন। উদ্ধার করতে পারেন না। তাদের জন্য নতুন ইমেইল আইডি খোলার নিয়ম নিয়ে এই আলোচনা।
- বায়ারদের সাথে দ্রুততার সাথে এবং বিশ্বাসযোগ্যতার সাথে যোগাযোগ করার জন্য।
- পেশাজীবীদের জন্য স্যোশাল মিডিয়ার ম্যাসেস থেকে ইমেইল বেশি গ্রহণযোগ্য।
- জিমেইল অ্যাকাউন্ট থেকে সহয়ে তথ্য, ছবি, ভিডিও পাঠানো যায়।
- একই ভাবে সহজেই জিমেইলের মাধ্যমে রিসিভ করা যায়।
- বিভিন্ন স্যোশাল মিডিয়াতে অ্যাকাউন্ট তৈরি করতে অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হয়।
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি এবং কাজ করতে হলে জিমেইল অ্যাকাউন্ট অবশ্যই লাগবে।
- পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা মানুষের সাথে সবথেকে কম সময়ের মাধ্যমে যোগাযোগ করা যায়।
- একটি ইমেইল অ্যাকাউন্ট তৈরি করে Google সকল পণ্যের এক্সেস করতে পারবেন।
- জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে ১৫জিবি স্টোরেজ পাবেন।
- ইউটিউবে একটি ফ্রি চ্যানেল খুলতে পারবেন।
- ব্লগারে ব্লগস্পস্ট সাইট তৈরি করে লিখালিখি করতে পারবেন।
ইমেইল আইডি খোলার নিয়ম
ইমেইল আইডি খোলার নিয়ম সহজ। কয়েকটি নিয়ম ফলো করে ইমেইল আইডি খোলা যায়। ধাপে ধাপে ইমেইল খোলার প্রক্রিয়া দেখাবো। ইমেইল আইডি খোলার প্রয়োজন হলে ব্লগপোস্টটি একবার ভালো করে পড়ে নিন।
এরপর, একটি করে ধাপ দেখুন। সেই ধাপের কাজ শেষ করুন। পরের ধাপ পড়ুন। পরের ধাপের কাজ শেষ করুন। এভাবে, প্রতিটি ধাপ শেষ করুন। নিজের একটি ইমেইল তৈরি হয়ে যাবে। আরো পড়ুন: ২০২৫ সালের সেরা ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ।
প্রথম ধাপ:
মোবাইল বা ডেক্সটপ থেকে ক্রম ব্রাউজার অথবা যেকোনো একটি ব্রাউজার থেকে Create Email Account লিখে সার্চ করুন।
পরের ধাপে; আপনার ব্যক্তিগত পরিচয় দিন। যেমন; আপনার নামের প্রথম অংশ। নামের শেষ অংশ। ডেট অফ বার্থ। ক্রান্ট্রি, মোবাইল নাম্বার।
পরের ধাপে আপনাকে একটি ইউনিক ইউজার নাম্বার দিতে বললে। একটি সহজ এবং ইউনিক ইউজার নাম্বার দিন। তারপর, পাসওয়ার্ড দিতে বললে, অবশ্যই একটি স্ট্রং পাসওর্য়াড দিতে হবে।
একটি স্ট্রং পাসওর্য়াড এর উদাহরণ দিলাম; $B@ngla21#$ খেয়াল করলে দেখবেন। এই পাসওয়ার্ডটিতে সিম্বল, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এবং নাম্বার এর সমন্বয়ে তৈরি করা হয়েছে।
পাসওয়ার্ড দিলে কনফার্ম পাসওয়ার্ড করতে একই পার্সওয়ার্ড আবার দিতে হবে। এবার, এই ধাপটি সফলভাবে সম্পন্ন হবে।
পরের ধাপে, আপনার মোবাইল নাম্বারটি চেক করা হবে। মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। চার ডিজিটের সেই কোড দিয়ে মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করে নিন।
পরের ধাপে; জিমেইল এর ট্রার্ম এন্ড কন্ডিশন মেনে নিতে বলবে। সম্পন্ন ট্রার্ম এন্ড কন্ডিশন পড়ুন। ট্রিকস বক্সে ট্রিক্স মার্ক করুন। এরকম লিখা থাকবে। I agree…এটাতে ট্রিক করে সাবমিট করলেই তৈরি হয়ে যাবে আপনার কাঙ্খিত ইমেইল আইডি। ইমেইল আইডি খোলার নিয়ম জানলে ইমেইল আইডি খোলা কোনো ব্যপার না।
ইমেইল ব্যবহারের নিয়ম
ইমেইল ব্যবহার করতে চাইলে, ইমেইলে লগইন থাকতে হবে। এখন সবার ডিভাইসে ইমেইল লগইন থাকে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তবে, সব সময় ইমেইল লগইন করার কিছু সমস্যা থাকে।
এরমধ্যে একটি হলো ইমেইলের পাসওয়ার্ড হারিয়ে ফেলা। অর্থাৎ পাসওয়ার্ড মনে না থাকা। পাসওয়ার্ড ব্যবহার না করলে এটা হয়। তবে পাসওয়ার্ড হারিয়ে গেলে কিভাবে রিকাভ করতে হয়ে তা জানতে চাইলে কমেন্টে করে জানাবেন।
Gmail.com-এ প্রবেশ করতে হবে। মোবাইল থেকে জিমেইল অ্যাপে প্রবেশ করুন। ডেক্সটপ থেকে জিমেইল.কম-এ প্রবেশ করলেই হবে। এরপর, আপনার ইউজার নেম দিন। ইমেইল এড্রেস দিন। তারপর, একটি অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড ব্যবহার করুন।
এরপর, পরবর্তী অপশনে চাপ দিন। আপনার ইমেইল আইডি’র ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক থাকলে, অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে।
জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে বামপাশে ফিচার থেকে সেন্ড অপশন পাবেন। এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করুন। এবার, ইমেইল কম্পোস এবং এটাসমেন্টের অপশন পাবেন। সব ঠিক থাকলে, ইমেইল পাঠাতে পারবেন।
ইমেইল পাঠানোর আগে দেখবেন যে যার কাছে পাঠাবেন তার এড্রেস লিখছেন কি না। সঠিকভাবে এড্রেস লিখুন। এরপর, ইমেইলের সাবজেক্ট লিখুন। ক্রসচেক করুন। সবকিছু ঠিক থাকলে ইমেইল পাঠিয়ে দিন।
উপসংহার:
ইমেইল আইডি খোলার নিয়ম আমরা জানতে পারলাম। এখন আমরা নিজের জন্য প্রয়োজনীয় ইমেইল আইডি খুলতে পারবো। কিভাবে ইমেইল পাঠাতে হয় তাও জানতে পারলাম।
অনেক সময় মোবাইল থেকে ইমেইল পাঠাতে গেলে সেন্ড হয় না। ইমেইল আউটবক্সে চলে যায়। এই সমস্যার সমাধান জানতে চাইলে, কমেন্ট করুন।
1 thought on “ইমেইল আইডি খোলার নিয়ম!”