অনলাইন কাজ করে টাকা ইনকাম গাইড!

Spread the love

অনলাইন কাজ করে টাকা ইনকাম করতে চান? আপনার উত্তর হ্যাঁ হলে, এই পোস্টটি পড়া চালিয়ে যান। আজকের পোস্টটিতে আমরা কিভাবে অনলাইন কাজ করে টাকা ইনকাম করা যায়। সেই সর্ম্পকে একটি ধারণা দিবো।

বর্তমানে তথ্য-প্রযুক্তির উন্নয়ন ঘটছে। মানুষ ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত অনলাইনের উপর নির্ভর। খাবার অর্ডার করে অনলাইনে। ঘুরতে যাইতে অনলাইনে গাড়ি ভাড়া করে। ঘরে বসে মোবাইলে পে-বিল প্রদনা করে।

অনলাইন মানুষের জীবনকে অনেক সহজ করেছে। এখন গরুর হাটও অনলাইনে চলছে। এককথায়, রান্নাঘর থেকে মহাকাশ গবেষণায় সব জায়গায় অনলাইন নির্ভরতা প্রকাশ পায়। রকেট সাইন্স থেকে রন্ধনশিল্প কোথায় নেই অনলাইনের কাজ? সবখানে অনলাইনের কাজ আছে।

এখন, সবাই অনলাইন কাজ করে টাকা ইনকাম করছে। অনলাইনে ব্যসিক কাজ থেকে এডভান্স লেভেলের কাজ আছে। সব পাবেন অনলাইনে। শুধু স্কিল অর্জন করুন। কাজের অভাব হবেনা।

অনলাইন কাজ করে টাকা ইনকাম

অনলাইন কাজ করে টাকা ইনকাম কথাটার অর্থ বুঝতেই পারছেন। অনলাইনে বিভিন্ন কাজ করে টাকা ইনকাম করাকে বুঝানো হয়েছে। যেমন; ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম। অনলাইনে ব্লগিং করে টাকা ইনকাম। এরকম, অনেক উপায় আছে। যেসব, উপায়ে অনলাইনে কাজ করা যায়। আর, সেই কাজের বিনিময়ে টাকা ইনকাম করা যায়।

অনলাইন কাজ করে টাকা ইনকাম
অনলাইন কাজ করে টাকা ইনকাম

বর্তমানের তরুণ প্রজন্ম গতানুগতিকধারায় নয়টা-পাঁচটা অফিস করতে চায় না। তারা ভিন্ন কিছু করতে চায়। তাদের উদ্ভাবনীশক্তিকে কাজে লাগাতে চায়। তারা চায়, ঘরে বসে অনলাইনে কাজ করে নিজের ক্যারিয়ার গড়তে। অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে।

অনলাইন কাজ করে টাকা ইনকাম এর উপায়

অনলাইন কাজ করে টাকা ইনকাম এর অনেক উপায় আছে। আগেই বলেছি, অনলাইনে ব্যসিক থেকে এডভান্স লেভেলে কাজ আছে। যারা অভিজ্ঞ তাদরে জন্য যেমন কাজ আছে। যার, একদম নতুন কোনো অভিজ্ঞতা নেই তাদের জন্যও কাজ আছে।

অনলাইনে ওয়েব ডেভেলাপমেন্ট এর কাজ টাকা ইনকাম করার সুয়োগ আছে। আছে অনলাইনে, ভিডিও দেখার কাজ করে টাকা ইনকাম করার সুয়োগ।

এবার, দেখবো কি কি অনলাইনে কাজ করে টাকা ইনকাম করা যায়। আশাকরি, এই উপায়গুলো মধ্যে আপনার যোগ্যতার সাথে মিলে যাবে এমন যোগ্যতাও পাবেন।

ওয়েব ডেভেলাপমেন্ট করে অনলাইন কাজ করে টাকা ইনকাম

ওয়েব ডেভেলাপমেন্ট একটি এডভান্স লেভেলের কাজ। সবাই এই কাজ পারবেন না। আমার সাইটের বেশিরভাগ রির্ডার ব্যসিক লেভেলের। তাদর কথা চিন্তা করেই আমি লিখি। ওয়েব ডেভেলাপমেন্টের এর মতো এডভান্স লেভেল কাজের একটু হিন্টস দিয়ে রাখছি।

ওয়েব ডেভেলাপমেন্ট এমন একটি স্কিল যে স্কিলের চাহিদা অদূর ভবিষ্যতে কমবে না। তাই, এই স্কিল শিখুন অনলাইন কাজ করে টাকা ইনকাম করুন।

অনলাইন কাজ করে টকা ইনকাম করতে ইউটিউবিং করুন

এখন তো ইউটিউবিং মানে ফান্টাসিজম। একটি ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করানো মানে সোনার হরিণ হাতে পাওয়ার মতো। Google AdSense Approve পাওয়া সোনার হরিণ সমান কথা।

সবাই ইচ্ছাকরে ইউটিউবে কাজ করবে। অনলাইন কাজ করে টাকা ইনকাম করবে। তবে, একটি ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করানো চাট্ট্রিখানি কথা নয়। একটি ইউটিউব চ্যানেল দাঁড় করানো একটি ছোট ব্যবসা দাঁড় করানোর থেকে কম নয়।

যাইহোক, একটি ইমেইল আইডি দিয়ে চ্যানেল তৈরি করুন। মোবাইল নাম্বার দিয়ে ভেরিভাইড করুন। চ্যানেলকে প্রফেশনালাইজড করার জন্য চ্যানেল লোগো সেট করুন্ একটি চ্যানেল ব্যানার যুক্ত করুন। ভিডিও ধারণ করুন। ভালোকরে ভিডিও এডিট করুন। প্রফেশনালি ভিডিও আপলোড করুন।

এবার, চ্যানেলে ভিউ হলে ওয়াচ-টাইম হবে। সাবস্ক্রাইবার বাড়বে। যখন একহাজার হবে, সাথে চার হাজার ঘন্ট ওয়াচ-টাইম তখন মনিটাইজেশনের জন্য আবেদন করুন।

আরো কিছু শর্ত পূরণ হলে চ্যানেলে গুগল এডসেন্স এর মনিটাইজেশন চালু করে দিবে। তখন, গুগলের এড দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইন কাজ করে টাকা ইনকাম করার এর থেকে ভালো উপায় আর নেই।

অনলাইন কাজ করে টাকা ইনকাম করতে ব্লগিং করুন

ব্লগিং এর নাম শুনেছেন? আজকে যে পোস্টটি আপনি পড়ছেন, এটি একটি ব্লগিং পোস্ট। ব্লগিং করে মাসে কয়েক হাজার ডলার ইনকাম করা যায়। তাবে, বাংলা ব্লগিং করে কয়েকশত ডলারের বেশি হয় না। যাইহোক, বাংলা দিয়ে শুরু করতে পারেন।

যেভাবে শুরু করেন, প্রথমে একটি কাস্টম ডোমেইন কিনুন। একটি হোস্টিং প্ল্যান নিন। একটি ভালোামানের থিম চয়েজ করুন। একটি ভালোমানের থিম সাইটের ডিজাইনকে সুন্দর করতে সহায়তা করে। আপনারকে অনেক সহজ করে দিবে।

সাইট শুরু করার আগে আরো কিছু ব্যসিক কাজ থাকে। যেমন; কী-ওয়ার্ড রিচার্স, কনটেন্ট রাইটিং ইত্যাদি। সব ঠিক করে আর্টিকেল পাবলিশ করুন। নিয়মতি আর্টিকেল পাবলিশ করুন। সাইটের ব্যাকলিংক তৈরি করুন। সাইটে ভিজিটর আসতে শুরু করবে।

এবার, সাইট থেকে ইনকাম করার সময় হয়েছে। সাইট থেকে ইনকাম করার জন্য সাইটকে এডসেন্স একাউন্টের সাথে যুক্ত করুন।

এডসেন্স এপ্রুভ হলেই গুগলেল এড দেখিয়ে সাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও, সাইট থেকে আরো অনেকভাবে ইনকাম করা যায়।

অনলাইন কাজ করে টাকা ইনকাম করতে ফ্রিল্যান্সিং করুন

যদি আপনার কিছু স্কিল থাকে তাহলে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট খুলুন। একাউন্ট সেটিং করুন। গিগ পাবলিশ করুন। জব বিড করুন। জব উইন করলে, ভালো করে প্রজেক্টটি শেষ করুন। সাবমিট করুন। চেষ্টা করুন প্রথম কাজ থেকে ৫-স্টার রেটিং নিতে। প্রথম কাজ থেকে ৫-স্টার রেটিং নিতে পারলে, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দৌঁড়াবে।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রচুর কাজ আছে। আপনি যেকাজ পারেন, সেই কাজের অফার পাবেন। বায়ারের সাথে যোগাযোগ করে কাজ নিন। কাজটি ভালো করে বুঝে নিবেন। সময়ের আগে কাজ শেষ করে জমা দিবেন। এভাবে অনলাইন কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।

উপসংহার

অনলাইন কাজ করে টাকা ইনকাম করতে চাইলে, ফ্রিল্যান্সিং করুন। স্কিল অর্জন করতে পারলে কাজের অভাব হবে না। আমার কথা হলো লিখতে পারলে, ব্লগিং করুন। আমার সাহায্য সহযোগিতা লাগলে জানাবেন। সহযোগিতা করবো।

অনলাইন কাজ করে টাকা ইনকাম করার বিষয়ে আজকের পোস্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এমন সব ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাইটের অন্যপোস্টগুলো পড়ুন। পোস্ট টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। 


Spread the love

Leave a Comment