অনলাইনে ইনকাম করার ১০টি সেরা উপায়

Spread the love

অনলাইনে ইনকাম করতে চাইছেন? অনলাইনে ইনকাম সর্ম্পকতি বিস্তারিত তথ্য জানা প্রয়োজন? অনলাইন ইনকাম করতে কোন স্কিল অর্জন করতে হয়? কোন সাইটে কাজ করে বেশি টাকা ইনকাম করা যায়?

এসব ব্যসিক প্রশ্নের উত্তর পাবেন এই পোস্টে। অনলাইনে ইনকাম সর্ম্পকিত পঙ্খানুপঙ্খু তথ্য উপস্থাপন করবো আপনাদের সামনে।

নতুনদের কোন সাইটে কাজ শূরু করা উচিৎ। ফ্রিল্যান্সিং কাজ করতে হলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করা সম্ভব। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে কতো টাকা আয় করা যায়। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরির উপায়। প্রথম অর্ডার কিভাবে পাবেন?

অনলাইনে ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ভালো নাকি নিজের কনটেন্ট তৈরি করা ভালো? এক-কথায় বলতে পারি, এই পোস্টটি অনলাইন ইনকাম শুরু করার একটি গাইডলাইন।

অনলাইনে ইনকাম

অনলাইনে ইনকাম হলো অনলাইনে কাজের পারিশ্রমিক। অনলাইনে যেকোনো কাজ করে আয় করাকে অনলাইন ইনকাম বলে। যেমন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের কাজ করে টাকা ইনকাম। অনলাইনে আর্টিকেল লিখে টাকা ইনকাম। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করে টাকা ইনকাম করা।

অনলাইনে ইনকাম
অনলাইনে ইনকাম

বর্তমানে অনলাইনে প্রচুর কাজ। দিন দিন কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা বাড়ছে। অনলাইনে কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। এসব কাজ করানোর জন্য ফ্রিল্যান্সার প্রয়োজন। ফ্রিল্যান্সিং কাজ করে টাকা ইনকাম করার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলুন।

অনলাইনে ব্যসিক থেকে এডভান্স লেভের কাজ আছে। সবার জন্য কাজ আছে। যে যেমন কাজ পারেন, সে সেই রকম কাজ করে টাকা ইনকাম শুরু করতে পারেন।

অনলাইনে যেমন গেম ডেভেলাপমেন্ট করে টাকা ইনকাম করা যায়। আবার অনলাইনে গেম খেলেও টাকা ইনকাম করা যায়। ভিডিও তৈরি করে টাকা ইনকামের সুযোগ আছে। আছে ডিভিও দেখে টাকা ইনকামের সুযোগ।

বিশ্বব্যাপী অনলাইন মহাসমুদ্রের মতো। এখানে প্রচুর সম্পদ আছে। এই সম্পদ আহোরণ করার জন্য চাই যোগ্যতা। যোগ্যতাছাড়া অনলাইন জগতে টিকে থাকতে পারবেন না। কথায় আছে, যোগ্যরা টিকে থাকবে। অযোগ্যরা সময়ের অতল গহ্বরে হারিয়ে যাবে।

আজকের দিনে নতুনরা কিভাবে অনলাইনে ইনকাম শুরু করতে পারে সেটাই ধাপে ধাপে উপস্থাপন করবো। পড়তে থাকুন। কাজ শুরুর আগে ভালো করে জেনে নিন।

অনলাইনে ইনকাম করার apps

অনলাইনে ইনকাম করার অনেক উপায় আছে। অনলাইন ইনকাম করতে হলে কোনো একটি সাইট ভিজিট করতে হবে। কোনো একটি সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেই অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করতে পারবেন। কাজের বিনিময়ে টাকা ইনকাম করতে পারবেন।

আপনাকে একটি কমিউনিটিতে যুক্ত হতে হবে। এই কমিউনিটি আপনার যোগাযোগ দক্ষতা বাড়াতে সহায়তা করবে। অনলাইনে ইনকামে যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার যোগাযোগ দক্ষতা যতোভালো সে, ততো বেশি টাকা ইনকাম করতে পারেন।

স্যোশাল মিডিয়াতে কমিউনিটি তৈরি করা যায়। গ্রুপ তৈরি করা যায়। নিজের সকল স্যোশাল মিডিয়াতে কমিউনিটি গ্রুপ তৈরি করুন। অন্যের কমিউনিটিতে, গ্রুপে যুক্ত হয়ে যান। নিয়মতি পোস্ট করুন। পোস্ট শেয়ার করুন। আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে। যা, আপনার অনলাইন ইনকাম বাড়াতে সহয়তা করবে।

অনলাইনে ইনকাম করার জন্য সাইট ভিজিট করতে হয়। সাইটে লগ ইন করতে হয়। সাইটে লগ ইন করতে অনেক ঝামেলায় পড়তে হয়। ঝামেলা এড়ানোর জন্য সাইটগুলো অ্যাপস তৈরি করেছন। অ্যাপস ব্যবহার করে অনলাইন ইনকাম করা যায়।

আসুন দেখে নিই অনলাইন ইনকাম সবথেকে জনপ্রিয় কি অ্যাপস আছে। এসব অ্যাপসে কিভাবে ইনস্টল করবেন। কিভাবে কাজ করবেন। সেই সর্ম্পকে বিস্তারিত। অনলাইন ইনকাম করার apps এর নামের তালিকা নিম্নের দেয়া হলো;

  • Fiverr Marketplace App;
  • Upwork Marketplace App;
  • Freelancer Marketplace App;
  • YouTube Video Sharing App;
  • Tiktok Short Video Sharing App;
  • Facebook Social Media App;
  • Instagram Social Media App;
  • IinkedIn Professional App;
  • Blogger CMS App;
  • Istock Image Selling App;
  • Swagbucks Micro-jobs site;
  • Ludo Supremo Gaming App;
  • PubG Gaming App;
  • Daraz E-Commerce App;
  • Amazon E-Commerce App;
  • Bkash Mobile Banking App;

অনলাইনে ইনকাম করার উপায় ২০২৪:

অনলাইনে ইনকাম করার উপায় অনেক আছে। সব উপায় জানবেন। সব উপায় নিয়ে কাজ করবেন না। কিছু উপায় ফলো করবেন। সেগুলোই বার বার প্যাক্টিস করবেন। সেই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন। তাহলে, সেই বিষয়ে কাজ পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে। কাজ করে অনলাইনে ইনকাম শুরু করতে পারবেন।

অনলাইন ইনকাম করতে হলে কোন উপায়ে কাজ করা আপনার জন্য ভালো সেটা বুঝতে হবে। আপনার ভালোলাগা আগ্রহ দক্ষতা ইত্যাদির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিবেন। আপনি কি কনটেন্ট রাইটিং করে অনলাইন ইনকাম। নাকি ইউটিবিং করে টাকা ইনকাম করবেন। নাকি ব্লগিং করে টাকা ইনকাম করবেন।

আপনাদের সিদ্ধান্ত নিচে যেন সহজ হয় তার অনলাইনে ইনকামের অনেকগুলো উপায নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। একনজরে দেখে নিন।

ফাইভার থেকে অনলাইনে ইনকাম:

ফাইভার একটি অনলাইনে ইনকাম এর মার্কেটিপ্লেস। নতুন ফ্রিল্যান্সারদের জন্য ফাইভার উপযুক্ত। ফাইভারে খুব ছোট ছোট কাজ করানো হয়। মাত্র ৫ ডলারের জব ফাইভারে পাবেন। ছোট ছোট কাজ করে অভিজ্ঞতা অর্জন করুন। সেই অভিজ্ঞতার আলোকে বড় বড় কাজ পাবেন।

অনলাইন ইনকাম করার জন্য ফাইভারে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। একটি ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। সদ্যতোলা একটি পাসপোর্ট সাইজ ছবি রেডি রাখুন। অবশ্যই প্রফেশনালমানের ছবি হতে হবে।

অ্যাকাউন্টের বর্ণনা খুবভালো করে লিখুন। কি-ওয়ার্ড সমৃদ্ধ বর্ণনা লিখবেন। ট্যাগ ব্যবহার করবেন। কিছু কিছু গিগ পাবলিশ করার জন্য স্কিল টেস্ট দিতে হয়। পাশ করলে, গিগ পাবলিশ করতে পারবেন। ফাইভার ইংলিশ টেস্ট পাশ করা বাধ্যতামূলক।

এবার, আপনি যে কাজ পারেন সেই কাজ কিভাবে করবেন। আপনি করলে, সুবিধা হবে, কি কি সমস্যার সমাধান করবনে। এসব নিয়ে একটি প্রস্তাবনা লিখবেন। ফাইভারের ভাষায় এটাকে বলে গিগ। প্রথম অবস্থায় ৫টি গিগ পাবলিশ করতে দিবে। ফাইভার থেকে অনলাইনে ইনকাম করতে প্রথম অর্ডার খুব গুরুত্বপূর্ণ। প্রথম অর্ডার পাওয়ার জন্য গিগ মার্কেটিং করতে হবে।

ফাইভার বক্সে ফ্রিতে গিগ মার্কেটিং করতে পারবেন। এছাড়াও প্রফেশনাল স্যোশাল মিডিয়া সাইট লিংকডইনে মার্কেটিং করুন। প্রথম অর্ডার পেয়ে যাবেন। এভাবে ফাইভারে শুরু হবে আপনার অনলাইন ইনকাম।

ব্লগার থেকে অনলাইনে ইনকাম

ব্লগার হলো একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ব্লগারে কনটেন্ট লিখে টাকা ইনকাম করা যায়। কিভাবে ব্লগার থেকে টাকা ইনকাম করা যায়। আসুন দেখে নিই।

ব্লগার গুগলের একটি প্রোডাক্ট। প্রথমে একটি ইমেইল আইডি প্রয়োজন। একটি মোবাইল নাম্বার। ব্লগার ডট কমে গিয়ে সাইন আপ করুন। ব্যসিক একটি সাইট পেয়ে যাবেন।

এবার, ইউনিক সাইট তৈরি করতে আমাদের একটি ডোমেইন প্রয়োজন। একটি পেইড থিম প্রয়োজন। এই দুটো জিনিস কিনতে অল্প কিছু টাকা খরচ করতে হবে।

সাইট ডিজাইন করবো। সাইট ডিজাইন করতে না পারলে, একজন ডিজাইনার দিয়ে ডিজাইন করিয়ে নিন। সাইটের কাজ শেষ। আর্টিকেল পাবলিশ করুন। সাইটে ভিজিটর আসলে, সাইট মনিটাইজেশন করান।

সাইট মনিটাইজেশন করিয়ে অনলাইনে ইনকাম করতে পারবেন। মনিটাইজেশনে আমার প্রথম পছন্দ গুগল এডসেন্স। আরো প্রচুর পাবলিশারর্স কোম্পানি আছে। আপনার যেটা পছন্দ ব্যবহার করুন।

ইউটিউব থেকে অনলাইনে ইনকাম

ইউটিউবিং এখন স্মার্ট পেশা। সবাই চায় ইউটিউবিং করে অনলাইনে ইনকাম করতে। সবাই করতে পারেন না। যাদের আগ্রহ, ধর্য্য, একাগ্রতা, এবং নতুন কিছু শিখার মানুষিকতা; আছে তারাই সফলতা পাচ্ছে। এখন আমরা দেখবো কিভাবে ইউটিউব থেককে অনলাইন ইনকাম করা যায়।

ইউটিউব থেকে অনলাইন ইনকাম করতে চাইলে, একটি চ্যানেল তৈরি করুন। ইমেইল আইডি থাকলে, চ্যানেল তৈরি করাই আছে। না থাকলে চ্যানেল তৈরি করুন। এবং প্রফেশনালি সেটিং করুন। চ্যানেল ব্যানার সেট করুন। লোগো সেট করুন। সঠিক বর্ণনা, ট্যাগ জুড়ে দিন।

এবার, সুন্দরভাবে ভিডিও ধারণ করুন। এডিট করুন। আপলোড করুন। ভিডিও মার্কেটিং করুন। ভিডিওতে ভিউ আসলে, সাবস্ক্রাইবার বাড়বে। বাড়তে বাড়তে যখন চ্যানেলে একহাজার সাবস্ক্রাইবার হবে। এবং ওয়াচ-টাইম চারহাজর ঘন্টা হবে।

তখন চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন।

ইউটিউব চ্যানেল থেকে অনলাইন ইনকাম করতে চাইলে গুগল এডসেন্স দ্বারা মনিটাইজেশন করাতে হবে। মনিটাইজেশনের কিছু শর্ত আছে। যেমন, একহাজার সাবসক্রাইবার। চারহাজর ঘন্টা ওয়াচ-টাইম। চ্যানেলে ২-স্টেফ ভেরিফিকেশন অন।

কোনো প্রকার সট্রাইক থাকতে পারবে না। চ্যানেল রিভিউয়ে পাস করতে হবে। এভাবে একটি ইউটিউব চ্যানেল থেকে অনলাইন ইনকাম করতে পারবেন।

ফেসবুক থেকে অনলাইনে ইনকাম

ফেসবুক থেকে অনলাইনে ইনকাম করা যায়। ফেসবুক একটি স্যোশাল মিডিয়া সাইট। ফেসবুক একটি ব্যাপক জনপ্রিয় স্যোশাল মিডিয়া সাইট। ফেসবুকে কনটেন্ট তৈরি করে অনলাইন ইনকাম করা যায়। ফেসবুকে রিলস থেকে টাকা ইনকাম করা যায়। ভিডিও পেজকে মনিটাইজেশন করিয়ে টাকা ইনকাম করা যায়।

এখন ফেসবুক প্রোফাইল থেকেও অনলাইন ইনকাম করা যায়। এর জন্য ফেসবুক প্রোফাইলকে প্রোফেশনাল মুড অন করে নিতে হয়। ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করার কিছু শর্ত আছে। এসব শর্ত পূরণ করেই অনলাইন ইনকাম করার সুয়োগ পাবেন।

আপওর্য়াক থেকে অনলাইনে ইনকাম

আবার আসলাম ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে। আপওর্য়াক একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। আপওর্য়াকে তুলনামূলক বড় বড় কাজ পাওয়া যায়। ঘন্টা রেটে কাজ করা যায়। অনলাইনে ইনকাম করে ক্যারিয়ার গড়তে চাইলে, আপওর্য়াক শ্রেষ্ঠ মার্কেটপ্লেস।

আপওর্য়াকে কাজ করে মাসে কয়েক লক্ষ ডলার ইনকাম করছে। যারা আপওর্য়াকে টপ-রেটেড ফ্রিল্যান্সার তাদের প্রতিমাসে অনলাইন ইনকাম কয়েক লক্ষ ডলার।

আপওর্য়াক থেকে অনলাইন ইনকাম করতে চাইলে, প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। অ্যাকাউন্ট তৈরি করতে যেমন কিছু লাগবে। আগের মতোই একটি ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার হলেই হবে।

অ্যাকাউন্টটি ভালো করে সেটিং করুন। আপওর্য়াকে বায়ার জব পোস্ট করেন। ফ্রিল্যান্সাররা জব পাওয়ার জন্য বিড করেন। যে উইন করবেন সেই অর্ডার পাবেন।

বিড করার জন্য কানেক্ট প্রয়োজন হয়। প্রতিমাসে কয়েকটি কাকেন্টশন ফ্রি দেয়া হয়। এর বেশি প্রয়োজন হলে আপওর্য়াক থেকে কানেকশন কিনতে হয়।

এভাবে আপওর্য়াকে জব বিড করে ঘন্টা রেটে কাজ পাওয়া যায়। আপওর্য়াকের মাধ্যমে কাজ করে অনলাইনে ইনকাম করা যায়।

 অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে ইনকাম

বর্তমানে যাদের পর্যাপ্ত ট্রাফিক আছে, তাদের অনলাইনে ইনকামের অভার নেই। ইনকামকে আরেকটু বাড়িয়ে নিতে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। নিজের সাইটে অ্যাফিলিয়েট প্রোগ্রামে লিংক বসাতে হয়। সেই পণ্য সর্ম্পকে একটু বর্ণনা লিখে দিলেই হলো। আপনার ভিউটররা সাইটে এসে লিংকে ক্লিক করে অ্যাফিলিয়েট সাইটে গিয়ে পরবর্তী ২৪ ঘন্টায় যতো পণ্য ক্রয় করবেন তার ৫%-২০% পর্যন্ত কমিশন পাবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করতে ওয়েবসাইটই যে লাগবে ব্যাপারটা এমন নয়। ইউটিউব, ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, লিংকডইনসহ যেকোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন ইনকাম করতে পারবেন।

অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট থেকে

বাংলাদেশেও অনলাইন ইনকাম সাইট আছে। আপনি চাইলে, বাংলাদেশী সাইট থেকে অনলাইন ইনকাম করতে পারবেন। বাংলাদেশী অনলাইন সাইটে কাজ করে তুলনামূলক কম ইনকাম হয়। বাংলাদেশী ইনকাম সাইটে কাজ পাওয়া তুলনামূলক সহজ।

নতুন ফ্রিল্যান্সারদের বাংলাদেশী ইনকাম সাইটে কাজ করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করা উচিৎ। কারণ, এসব সাইটে কাজ পাওয়া সহজ। এডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা এসব সাইট কাজ করে না।

এবার, আপনাদের সুবিধার জন্য বাংলাদেশী অনলাইন ইনকাম সাইটের একটি লিস্ট দিলাম। কাজ শুরু করার আগে একবার দেখে নিন।

  • Breelancer.com
  • Baksh Mobile Banking Site;
  • Daraz E-Commerce Site;
  • Uber Driver site;
  • Food Panda Food Delivery site;
  • Patho Food Delivery site;
  • Nagad Mobile Banking Site;
  • 10 Minute School site;
  • Bikroy dot com site;

অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট

বাংলাদেশী সকল ইনকাম সাইটের পেমেন্ট মেথডে বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করার অপশন নাই। যেসব সাইটে বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করার অপশন আছে, সেগুলোতে কাজ করে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। এসব অনলাইনে ইনকাম সাইটে কাজ করে ক্যারিয়ার গড়তে পারবেন।

এবার, আসুন দেখি কেমন আছে অনলাইনে ইনকাম সাইট বিকাশ পেমেন্ট। আসলে, এসব সাইটের বেশিরভাগ আপনাদের কাছে পরিচিত। এগুলো থেকে যে ইনকাম করা যায় এটা হয়তো আপনার জানা নেই। তাই, আপনার সুবিধার জন্য নিচে উল্লেখ করলাম।

  • Daraz E-Commerce Site;
  • Uber Driver site;
  • Food Panda Food Delivery site;
  • Patho Food Delivery site;
  • Breelancer.com
  • Baksh Mobile Banking Site;
  • Nagad Mobile Banking Site;
  • 10 Minute School site;
  • Bikroy dot com site;
  • Work Up Place;
  • Shrabonbd.com
  • Ordinary it

উপসংহার

পরিশেষে উপরের আলোচনা থেকে বলতে পারিয়ে, অনলাইনে ইনকাম করতে চাইলে, স্কিল অর্জন করতে হবে। কয়েকটি স্কিল বাছাই করে সেগুলোর চর্চা করতে হবে। তারপর, কাজ শুরু করতে হবে।

অনলাইনে কনটেন্ট তৈরি থেকে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন সব হাই-ডিমান্ড কাজ। যেকোনো একটি কাজ ভালো করে শিখুন। অনলাইন ইনকাম করে ক্যারিয়ার গড়তে পারবেন। সবাইকে দেখিয়ে দিতে পারবেন। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।


Spread the love

Leave a Comment