লেখালেখি করে আয় করার ওয়েবসাইট-সেরা ৫টি সাইট

Spread the love

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট-সেরা ৫টি সাইট। লেখালেখি করে আয় করার ওয়েবসাইট এ Account করে সেই অ্যাকাউন্টে লেখালিখি করে আয় করা যায়। লেখালেখি করে আয় করার এমন ৫টি ওয়েবসাইট আজকে আমরা আলোচনা করবো।

(অধ্যায়ন একজন মানুষকে সম্পন্নতা দান করে, সম্মেলনে বক্তব্য মানুষকে প্রত্যুৎপন্নমতি, এবং লিখালিখি একজন মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলে।)

লেখালিখি করে আয় করতে চাইলে, ভালো লিখতে হবে। ভালো লিখতে হলে, সৃজীনশীল হতে হবে। প্রচুর বই পড়তে হবে। বই মানুষের পরমবন্ধু। যতো পড়বেন, ততো শিখবেন। তারপর, লেখালিখি করবেন।

শিক্ষাজীবন, চাকুরিজীবন, ব্যক্তিজীবন সবজায়গায় লেখালিখির গুরুত্ব অপরিসীম। একাডিমেকি লেখালিখি আপনার সৃজীনশীলতা বাড়াতে সহায়তা করে। নিয়মতি ডায়েরি লিখুন। ভ্রমণ গাইড লিখতে পারেন। আজকে আমরা লিখবো, লেখালেখি করে আয় করার ওয়েবসাইট।

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

লেখালেখি করে আয় করতে হলে, যেসব বিষয় খেয়াল করতে হবে। আপনি কোন ভাষায় লিখতে চান। লেখালেখি করে আয় করার অনেক উপায় আছে। কোন উপায়ে আয় করতে চান। কোন বিষয়ে লিখতে চান। এসব বিষয় ঠিক করে নিন।

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

নিজের ব্লগ সাইট তৈরি করে আয় করা যায়। অন্যের ব্লগ সাইটের জন্য পোস্ট, আর্টিকেল লিখে আয় করা যায়। পণ্যের বর্ণনা লিখে আয় করা যায়। বিজ্ঞাপনের স্কিপ্ট লিখে আয় করা যায়। আবার, একাডেকি সাবজেক্টিভ পেপার লিখে আয় করা যায়।

ব্লগিং (Blogger.com) লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

আপনি আমার এই পোস্ট পড়ছেন। এর অর্থ ব্লগার সর্ম্পকে জানেন। হয়তো, আপনার ব্লগারে ফ্রি-সাইটও আছে। থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই। এই পোস্ট পড়ে সব জানতে পারবেন।

ব্লগারে ফ্রি-সাইট তৈরির উপায় আছে। ব্লগার গুগলের একটি সার্ভিস। এই প্ল্যাটফর্মে সম্পন্ন ফ্রি ব্লগ সাইট তৈরি করা যায়। একটি সাব-ডোমেইন পাবেন। আনলিমিটেড হোস্টিং পাবেন। একটি ব্যাসিক লেভেলের থিম পাবেন।

এগুলো দিয়ে ফ্রি-সাইট তৈরি করা যায়। ফ্রি দিয়ে সব কিছু হয় না। সস্তার তিন অবস্থা। তাই, লেখালেখি করে আয় করতে চাইলে, প্রিমিয়াম সার্ভিস প্রয়োজন।

সুন্দর করে সাইট ডিজাইন করুন। সুন্দর ডিজাইন এবং সাইট নেভিগেশন ভিজিটর’স অভিজ্ঞতা ভালো হয়। রিপিটেড ভিজিটর পাওয়া যায়। যেটা সাইটের Rank করার জন্য খুব গুরুত্বপূর্ণ।

এতো কাজ আপনি করতে পারবে না। এগুলো সাইটের টেকনিক্যাল বিষয়। এগুলো আপনার কাজ না। সাইট ডিজাইনার করে দিবে।

আপনার কাজ লেখালিখি করা। এবার, হলো আসল কাজ। সৃজীনশীলতার কাজ। আপনার পছন্দমতো বিষয়ে ভালো লিখলেও ভালো আয় না আসতে পারে। যেসব বিষয়ে মানুষের চাহিদা বেশি সেই সব বিষয়ে লিখতে হবে।

যেসব কী-ওয়ার্ড লিখে মানুষ গুগলে সার্চ করে, সেই সব বিষয়ে লিখতে হবে। তাইলে, গগুল থেকে বেশি আয় হবে।

রাইটারস ডট পিএইস (writers.ph)

কোনো রকম সাইট ডিজাইনের ঝামেলায় যেতে না চাইলে, ওয়েবসাইটে রেজিস্ট্রারড রাইটার হিসেবে আয় করুন। নিজের কোনো ব্লগ সাইট থাকবে না। ওয়বেসাইট থাকবে না। কাজ করুন। সম্মানী পাবো। যতোটুকু কাজ করবো ততোটুকুর জন্য সম্মানী পাবো।

তাহলে, বিশ্বব্যাপী রাইটারদের ওয়েবসাইটে কাজ করার সুযোগ আছে। এসব সাইটে, রাইটার হিসেবে কাজ করা যায়। রাইটারস ডট পিএইস এর নাম শুনেছেন। এটি একটি একাডেমিক রাইটারস ওয়েবসাইট। এই সাইটের মাধ্যমে পৃথিবীর প্রথিতযশা রাইটার, পেশাদার লেখক, বিখ্যাত গবেষকদের সাথে কাজ করে অভিজ্ঞতা অর্জন করার সুযোগ আছে।

এই সাইটে কাজ করতে চাইলে, প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। রাইটার হিসেবে কাজ করতে চাইলে, আবেদন করতে হবে। আবেদন সাধারণত ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে অনুমোদন করে দেয়া হয়।

কাজ করতে করতে কোনো সমস্যার সম্মুখীন হলে ২৪ ঘন্টার সার্পোট সিস্টেমে যোগাযোগ করে সমাধান করা যায়। রাইটার হিসেবে কাজ কর যায়। প্রফরিডিং করে আয় করা যায়।

রাইটারস ডট পিএইস থেকে সাধারণত ২০০ ডলার থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত আয় করা যায়।

রাইটিং ক্রিক

লেখালেখি করে আয় করার ওয়েবসাইটগুলোর মধ্যে রাইটিং ক্রিক অন্যতম। নতুনদের জন্য রাইটিং ক্রিক ওয়েবসাইটটি বেশ কার্যক্রর। এখানে একাডেমিক লেখালেখিতে গুরুত্ব আরোপ করা হয়। রাইটিং ক্রিক-এ কাজ করার জন্য কোনো প্রকার ফ্রি দেয়ার প্রয়োজন নেই।

রাইটিং ক্রিকে কাজ করার আগে সাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন। অ্যাকাউন্ট তৈরি করার প্রক্রিয়া সম্মন্ন করতে সাধারণত ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত সময় লাগে।

অ্যাকাউন্টটি অনুমোদিত হয়ে গেলে লেখালেখির কাজ শুরু করতে পারবেন। লেখালিখি করে আয় করতে পারবেন। রাইটিং ক্রিক সাধারণত প্রতি পৃষ্ঠার জন্য ৪ ডলার থেকে ১২ ডলার পর্যন্ত দিয়ে থাকে।

প্রতি মাসে যতো ডলার আয় করবেন তা পেপ্যাল এবং পেওনিয়ার এর মধ্যমে উত্তোলন করা যায়। আপনার আগ্রহ দক্ষতানুযায়ী ট্রপিক বাছাই করতে পারবেন। লেখালেখি করে আয় করতে পারবেন।

ল্যান্সার হপ (Lancer hoop)

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট বাছাই করতে চাইছেন? তাহলে, ল্যান্সার হপ হতে পারে আপনার জন্য অন্যতম। রাইটারদের কাছে জনপ্রিয় এই সাইটটিতে কাজ করতে পারেন। এখানে, একাডেমিক কাজের পাশাপাশি ব্লগিং এর জন্য গেস্ট রাইটার নিয়োগ দেয়া হয়। এখানে স্থায়ী চাকুরির মতো কাজ করতে পারবেন।

তবে, কাজ করার জন্য যেসব প্রক্রিয়া ফলো করতে হয়, তা আগের উল্লেখ করা ওয়েবসাইটের মতোই। অ্যাকাউন্ট তৈরি করতে হয়। প্রফাইল তৈরি করতে হয়। অ্যাকাউন্ট অনুমোদিত হতে কয়েক ২৪ ঘন্টার থেকে ৪৮ ঘন্টার মতো লাগে। কাজ পাওয়ার জন্য সাধারণত টেস্টে বসতে হয়। টেস্টে উত্তীর্ণ হলে লেখালেখির কাজ করে আয় করতে পারবেন।

ল্যান্সার হপ –এ একটি ড্যাশবোড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ড বিস্তারিত দেয়া থাকে। যেমন, কাজের অবস্থা। লেখালেখির অফার। কাজের রেট। লেখকের লেভেল। পেমেন্ট। এসব বিষয়গুলো ড্যাশবোর্ডে প্রদর্শন করা থাকে। এখানে সাধারণত, শুরুতে ৬-১২ ডলার পর্যন্ত প্রদান করে থাকে।

পত্রিকায় লেখালেখি করে আয়

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট জাতীয় পত্রিকা। দেশের লোকাল এবং জাতীয় পত্রিকায় লেখালেখি করে আয় করার সুযোগ আছে। এখন, সব পত্রিকার অনলাইন ভার্সন আছে। এসব পত্রিকায় খন্ডকালীন রাইটার হিসেবে কাজ করে আয় করা যায়।

পত্রিকায় লেখালেখি করে আয় করতে হলে, সৃজনশীল হতে হবে। বিশ্লেষণধর্মী লেখা হলে ভালো হয়। একটা দুইটা লেখা পত্রিকায় প্রকাশের জন্য পাঠাতে পারেন। পত্রিকায় প্রকাশ করলে, বুঝতে পারবেন লেখায় দম আছে। তখন, পত্রিকায় যোগযোগ করলে, কাজ করার সুযোগ পাবেন।

ফেসবুকে লেখালেখি করে আয়

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট-গুলোর মধ্যে ফেসবুক অন্যতম। বর্তমানে, ফেসবুকের সবকিছু থেকে আয় করা যায়। যেমন, স্টোরিস, ফেসবুক রিলস, ইমেজ, টেক্সট, লং ফরমেট ভিডিও। এর সাথে ফেসবুকে লেখালেখি করে আয় করার সুযোগ থাকছে।

তবে, একটা সময় ছিল যখন ব্লগ সাইটের মতো ফেসবুকের লেখালেখির একটি ফিচার ছিল। এখানে লেখালেখা করা যেতো। এই লেখাকে মনিটাইজেশনের মাধ্যমে আয় করা যেত। এখন সেই ফিচারটা নেই। এখন, প্রফাইলের যেকোনো পোস্ট, ইমেজ, টেক্সট এর মাধ্যমে আয় করা যায়।

উপসংহার

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট-সেরা ৫টি সাইট নিয়ে আজকের পোস্টে আলোচনা করেছি। তবে, আমার ব্যক্তিগত অভিমত হলো ব্লগিং করা। নিজের সাইট। নিজের জন্য কাজ করা। নিজের একটি সাইট। নিজের ব্যবসা। নিজের ইনকাম।


Spread the love

Leave a Comment