খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১৭৯১টি শূন্যপদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খাদ্য অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
Table of Contents
মোট ২৫টি ক্যাটাগরির পদে নিয়োগ দেয়া হবে। পদগুলো ১৩ থেকে ১৯ তম গ্রেডের। মোট ১৭৯১টি পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করার জন্য লিংক দেয়া হয়েছে।
খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১৭৯১টি শূন্যপদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ একনজরে
১. পদের নাম- উপখাদ্য পরিদর্শক;
পদসংখ্যা- ৪২৭ জন;

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস। অথবা সমমানের সিজিপিএসহ সমমানের ডিগ্র।
বেতন স্কেল- ১১,০০০- ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
বয়স- ৩২ বছর
২. পদের নাম- সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা- ০৫ জন;
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস। অথবা সমমানের সিজিপিএসহ সমমানের ডিগ্র। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ হতে হবে।
বেতন স্কেল- ১১,০০০- ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
বয়স- ৩২ বছর
৩. পদের নাম- সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা- ১৩ জন;
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস। অথবা সমমানের সিজিপিএসহ সমমানের ডিগ্র। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ হতে হবে।
বেতন স্কেল- ১০,২০০- ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
বয়স- ৩২ বছর
৪. পদের নাম- উচ্চমান সহকারী;
পদসংখ্যা- ২৫ জন;
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস। অথবা সমমানের সিজিপিএসহ সমমানের ডিগ্র।
বেতন স্কেল- ১০,২০০- ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
বয়স- ৩২ বছর
আরো পড়ুন: মোবাইল দিয়ে ফাইবারে কাজ পাওয়ার গোপন ট্রিকস!
৫. পদের নাম- অডিটর;
পদসংখ্যা- ০৮ জন;
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস। অথবা সমমানের সিজিপিএসহ সমমানের ডিগ্র।
বেতন স্কেল- ১০,২০০- ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
বয়স- ৩২ বছর
৬. পদের নাম-হিসাব রক্ষক-কাম ক্যাশিয়ার;
পদসংখ্যা- ০৩ জন;
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস। অথবা সমমানের সিজিপিএসহ সমমানের ডিগ্র।
বেতন স্কেল- ১০,২০০- ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
বয়স- ৩২ বছর
০৭. পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান;
পদসংখ্যা- ০৭ জন;
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস। অথবা সমমানের সিজিপিএসহ সমমানের ডিগ্র।
বেতন স্কেল- ১০,২০০- ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
বয়স- ৩২ বছর
৮. পদের নাম- মেকানিক্যাল ফোরম্যান;
পদসংখ্যা- ০৩ জন;
শিক্ষাগত যোগ্যতা- মিনিমাম দ্বিতীয় বিভাগে বা সমমানের জিপিএসহ এসএসসি বা তার সমমান পাস হতে হবে। অটো-মেকানিকস, ফার্ম মেশিনারি অথবা জেনারেল মেকানিকস এ সার্টফিকেট কোর্স পাস। মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস হলেও চলবে।
আবার, কারিগরি শিক্ষা বোর্ড থেকে অটো মেকানিকস/ ফার্ম মেশিনারি/জেনারেল মেকানিকস/ মেশিনস্ট ট্রেড বিষয়ে এসএসসি পাস হতে হবে। এক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধান সংক্রান্ত কাজে ০২ বছরের অভিজ্ঞতা বিবেচনা করা হবে।
বেতন স্কেল- ১০,২০০- ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
বয়স- ৩২ বছর
০৯. পদের নাম- ইলেকট্রিক্যাল ফোরম্যান;
পদসংখ্যা- ০৩ জন;
শিক্ষাগত যোগ্যতা- মিনিমাম দ্বিতীয় বিভাগে বা সমমানের জিপিএসহ এসএসসি বা তার সমমান পাস হতে হবে।
- ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্যান্স;
- মেইনটেন্যান্স অব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট;
- জেনারেল ইলেকট্রিশিয়ান;
- ইলেকট্রিশিয়ান;
- ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স;
- জেনারেল ইলেকট্রনিকস;
- ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং ট্রেড;
বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। এছড়াও যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে
- ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্যান্স;
- মেইনটেন্যান্স অব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট;
- জেনারেল ইলেকট্রিশিয়ান;
- ইলেকট্রিশিয়ান;
- ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স;
- জেনারেল ইলেকট্রনিকস;
- ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং ট্রেড;
বিষয়ে এসএসসি ভোকেশনাল পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন না। তবে, সেক্ষেত্রে কোনো ওর্য়াকশপে বা ফার্মে অপারেটর বা তত্ত্বাবধান সংক্রান্ত কাজে ২ দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল- ১০,২০০- ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
বয়স- ৩২ বছর
১০. পদের নাম- সহকারী উপখাদ্য পরিদর্শক;
পদসংখ্যা- ৩১৭ জন;
শিক্ষাগত যোগ্যতা- অন্যূন ২য় বিভাগে বা সমমানের জিপিএসহ এইসএসসি বা সমমান পাস হতে হবে।
বেতন স্কেল- ৯,৭০০- ২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
বয়স- ৩২ বছর
আরো পড়ুন: গুগল এডসেন্স এর কাজ কি! এডসেন্স অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে।
১১. পদের নাম- অপারেটর;
পদসংখ্যা- ১৮ জন;
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান শাখার যেকোনো বিষয়ে স্নাতক/ পাস কোর্স পাস। অথবা সমমানের সিজিপিএসহ সমমানের ডিগ্রি পাসসহ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল- ৯,৭০০- ২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
বয়স- ৩২ বছর
১২. পদের নাম- সহকারী ফোরম্যান;
পদসংখ্যা- ০৪ জন;
শিক্ষাগত যোগ্যতা- মিনিমাম দ্বিতীয় বিভাগে বা সমমানের জিপিএসহ এসএসসি বা তার সমমান পাস হতে হবে।
- অটো-মেকানিকস
- ফার্ম মেশিনারি
- জেনারেল মেকানিকস
- মেশিনিস্ট
- ওয়েল্ডিং
- ডিজেল মেকানিকস
এ সার্টফিকেট কোর্স পাস। মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস হলেও চলবে। আবার, কারিগরি শিক্ষা বোর্ড থেকে অটো মেকানিকস/ ফার্ম মেশিনারি/জেনারেল মেকানিকস/মেশিনিস্ট/ ওয়েল্ডিং/ডিজেল মেকানিকস
ট্রেড বিষয়ে এসএসসি পাস হতে হবে।
এক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধান সংক্রান্ত কাজে ০৩ বছরের অভিজ্ঞতা বিবেচনা করা হবে।
বেতন স্কেল- ৯,৭০০- ২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
বয়স- ৩২ বছর
১৩. পদের নাম- মিলরাইট;
পদসংখ্যা- ০৫ জন;
শিক্ষাগত যোগ্যতা- মিনিমাম দ্বিতীয় বিভাগে বা সমমানের জিপিএসহ এসএসসি বা তার সমমান পাস হতে হবে।
- অটো-মেকানিকস
- ফার্ম মেশিনারি
- জেনারেল মেকানিকস
- মেশিনিস্ট
- ওয়েল্ডিং
- ডিজেল মেকানিকস
এ সার্টফিকেট কোর্স পাস। মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস হলেও চলবে। আবার, কারিগরি শিক্ষা বোর্ড থেকে অটো মেকানিকস/ ফার্ম মেশিনারি/জেনারেল মেকানিকস/মেশিনিস্ট/ ওয়েল্ডিং/ডিজেল মেকানিকস
ট্রেড বিষয়ে এসএসসি পাস হতে হবে।
এক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধান সংক্রান্ত কাজে ০৩ বছরের অভিজ্ঞতা বিবেচনা করা হবে।
বেতন স্কেল- ৯,৭০০- ২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
বয়স- ৩২ বছর
১৪. পদের নাম- ইলেকট্রিশিয়ান;
পদসংখ্যা- ১১ জন;
শিক্ষাগত যোগ্যতা- অন্যূন ২য় বিভাগে বা সমমানের জিপিএসহ এইসএসসি বা সমমান পাস হতে হবে। এছাড়াও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক পারমিট/ লাইসেন্স প্রয়োজন হবে। অবশ্যই ‘খ’ ও ‘গ’ শ্রেণির কারিগরি লাইসেন্স লাগবে। সাধারণ এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে অন্যূন ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
বয়স: ৩২ বছর
১৫. পদের নাম- ড্রাইভার
পদসংখ্যা- ৫০ জন;
শিক্ষাগত যোগ্যতা- অন্যূন জেএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্সসহ হালকা যানবাহন চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
বয়স: ৩২ বছর
১৬. পদের নাম- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা- ৪৩৬ জন;
শিক্ষাগত যোগ্যতা- অন্যুন ২য় বিভাগে বা তার সমমানে এইসএসসি অথবা তার সমমান পাস হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ হতে হবে।
বেতন স্কেল- ৯,৩০০- ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
বয়স- ৩২ বছর
১৭. পদের নাম- ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর;
পদসংখ্যা- ৭২ জন;
শিক্ষাগত যোগ্যতা- অন্যুন ২য় বিভাগে বা তার সমমানে এইসএসসি অথবা তার সমমান পাস হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ৪০ শব্দ এবং বাংলায় ৩০ শব্দ হতে হবে।
বেতন স্কেল- ৯,৩০০- ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
বয়স- ৩২ বছর
১৮. পদের নাম- ল্যাবরেটরি সহকারী;
পদসংখ্যা- ২ জন;
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান শাখায় অন্যুন ২য় বিভাগে অথবা সমমানে এইসএসসি অথবা তার সমমান পাস হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ৪০ শব্দ এবং বাংলায় ৩০ শব্দ হতে হবে।
বেতন স্কেল- ৯,৩০০- ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
বয়স- ৩২ বছর
১৯. পদের নাম- সহকারী অপারেটর;
পদসংখ্যা- ৩৬ জন;
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত কারিগরী শিক্ষা বোর্ড থেকে অন্যূন ২য় বিভাগে অথবা সমমানে জিপিএ এতে পাস করতে হবে।
- জেনারেল মেকানিকস;
- ফার্ম মেশিনারি ট্রেড;
- বিষয়ে এইচএসসি ভোকেশনাল পাস হতে হবে।
বেতন স্কেল- ৯,৩০০- ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
বয়স- ৩২ বছর
২০. পদের নাম- স্টেভেডর সরদার;
পদসংখ্যা- ৬ জন;
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত কারিগরী শিক্ষা বোর্ড থেকে অন্যূন ২য় বিভাগে অথবা সমমানে জিপিএ এতে পাস করতে হবে।
- জেনারেল মেকানিকস;
- ফার্ম মেশিনারি ট্রেড;
- বিষয়ে এইচএসসি ভোকেশনাল পাস হতে হবে।
বেতন স্কেল- ৯,৩০০- ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
বয়স- ৩২ বছর
২১. পদের নাম- ভেহিকেল মেকানিক;
পদসংখ্যা- ৯ জন;
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত কারিগরী শিক্ষা বোর্ড থেকে অন্যূন ২য় বিভাগে অথবা সমমানে জিপিএ এতে পাস করতে হবে। মেকানিক্যাল কাজে ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- জেনারেল মেকানিকস;
- ফার্ম মেশিনারি ট্রেড;
- এই বিষয়ে এইচএসসি ভোকেশনাল পাস হতে হবে।
বেতন স্কেল- ৯,৩০০- ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
বয়স- ৩২ বছর
২২. পদের নাম- সহকারী মিলরাইট
পদসংখ্যা- ০৬
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত কারিগরী শিক্ষা বোর্ড থেকে অন্যূন ২য় বিভাগে অথবা সমমানে জিপিএ এতে পাস করতে হবে। মেকানিক্যাল কাজে ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- জেনারেল মেকানিকস;
- ফার্ম মেশিনারি ট্রেড;
- এই বিষয়ে এইচএসসি ভোকেশনাল পাস হতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
২৩. পদের নাম- মিল অপারেটিভ
পদসংখ্যা: ১২৫ জন
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত কারিগরী শিক্ষা বোর্ড থেকে অন্যূন ২য় বিভাগে অথবা সমমানে জিপিএ এতে পাস করতে হবে। মেকানিক্যাল কাজে ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- জেনারেল মেকানিকস;
- ফার্ম মেশিনারি ট্রেড-এই
-বিষয়ে এইচএসসি ভোকেশনাল পাস হতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
২৪. পদের নাম- সাইলো অপারেটিভ
পদসংখ্যা: ১৭৪ জন
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত কারিগরী শিক্ষা বোর্ড থেকে অন্যূন ২য় বিভাগে অথবা সমমানে জিপিএ এতে পাস করতে হবে। মেকানিক্যাল কাজে ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- জেনারেল মেকানিকস;
- ফার্ম মেশিনারি ট্রেড;
এই বিষয়ে এইচএসসি ভোকেশনাল পাস হতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
২৫. পদের নাম- স্প্রেম্যান
পদসংখ্যা- ২৪ জন
শিক্ষাগত যোগ্যতা- অন্যূন ২য় বিভাগ বা সমমানে জিপিএতে এসএসসি অথবা সমমান পাসের সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ৩২ বছর
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
কিভাবে আবেদন করবেন?
খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১৭৯১টি শূন্যপদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রাথীগণ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য খাদ্য অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাবেন।
গত ৩১ আগস্ট ২০২৩ ইং তারিখের স্মারক নং- ১৩.০১.০০০০.০৩১.১১.০০৫.২২.৮০২ জারিকৃত নিয়োগ বিজ্ঞাপ্তির প্রেক্ষিতে যেসকল প্রার্থী ইতোমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন ফি জমা দেয়ার উপায়:
যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রাথীগণ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা প্রদান করতে হবে।
তবে, শুধু ২৫ নং পদের জন্য ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা প্রদান করতে হবে।
অনগ্রসর জাতিগোষ্ঠির প্রার্থীদের জন্য সকল পদের জন্য ৫০ টাকা এবং টেলিটকের চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা প্রদান করতে হবে। যেকোনো প্রি-পেইড টেলিটক নাম্বার থেকে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।
আবেদন এবং ফি জমার শেষ সময় আগামী ০৮ এপ্রিল থেকে ০৭ মে ২০২৫ ইং বিকেল ৫টা পর্যন্ত। আবেদন করার পর ফি জমা দেয়ার জন্য আরো ৭২ ঘন্টা পাবেন।
তবে, শেষ মূর্হূতে আবেদন ফরম পূরণ না করে সময় নিয়ে ধীরে সুস্থে ফরম পূরণ করুন। তাতে ভুল হওয়ার সম্ভবনা কম থাকে।
1 thought on “খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১৭৯১টি শূন্যপদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ”