অনলাইন ইনকাম মোবাইল দিয়ে

Spread the love

অনলাইন ইনকাম মোবাইল দিয়ে; কিভাবে শুরু করবেন? কেউ পড়ালেখার পাশাপাশি অনলাইন ইনকাম করতে চায়। কেউ চাকুরির পাশাপাশি। আবার, কেউ সংসার সামলে অনলাইন ইনকাম করতে চায়। কেউ ডেক্সটপ দিয়ে কাজ করেন। আবার কেউ অনলাইন ইনকাম মোবাইল দিয়ে করতে চায়।

আজকের পোস্টে আমরা অনলাইন ইনকাম মোবাইল দিয়ে এই বিষয়ে আলোচনা করবো। যাদের এখনো ডেক্সটপ কম্পিউটার নেই, তারা কিভাবে মোবাইল দিয়ে অনলাইন ইনকাম শুরু করবেন।

সেই বিষয়ে সুস্পষ্ট গাইডলাইন থাকবে। যাদের ডেক্সটপ কম্পিউটার আছে। কম্পিটারে কাজ করতে পারেন। তারাও পোস্টটি পড়ুন।

কারণ, অনলাইন থেকে ইনকামের উপায় সব একই। যেসব কাজ মোবাইল দিয়ে করা যায়। সেই সমস্ত কাজ কম্পিউটার দিয়ে করতে পারবেন।

অনলাইন ইনকাম মোবাইল দিয়ে

অনলাইন ইনকাম মোবাইল দিয়ে কথাটার অর্থ হলো; মোবাইল দিয়ে কাজ করে অনলাইন থেকে টাকা ইনকাম করা। মোবাইল দিয়ে কাজ করতে হয়। ঘরে বসে দেশ বিদেশের প্রতিষ্ঠানে কাজ করা হয়। মূলত, ফ্রিল্যান্সিং টাইপ কাজ যেমন;

অনলাইন ইনকাম মোবাইল দিয়ে
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে
  • মোবাইল দিয়ে ভিডিও দেখে অনলাইন ইনকাম।
  • মোবাইল দিয়ে এডস দেখে অনলাইন ইনকাম।
  • মোবাইল দিয়ে ইউটিউবিং করে অনলাইন ইনকাম।
  • ছবি বিক্রয় সাইটে ছবি বিক্রয় করে অনলাইন ইনকাম।
  • ব্লগিং করে অনলাইন ইনকাম।
  • কনটেন্ট রাইটিং করে অনলাইন ইনকাম।
  • মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন ইনকাম।
  • সিপিএ মার্কেটিং করে অনলাইন ইনকাম।
  • মোবাইল দিয়ে ফ্রি ফেসবুক মার্কেটিং করে অনলাইন ইনকাম।
  • ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে পণ্যের বিক্রয় বৃদ্ধি করে ইনকাম।
  • স্যোশাল মিডিয়াতে কাজ করে ইনকাম।
  • অনলাইন সার্ভে করে ইনকাম।
  • ডাইরেক্ট লিংক নিয়ে কাজ করে অনলাইন ইনকাম।
  • ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করে অনলাইন ইনকাম।
  • স্যোশাল বুকমার্কিং এর কাজ করে অনলাইন ইনকাম।
  • ইমেইল মার্কেটিং করে অনলাইন ইনকাম।

এসব কাজের জন্য সশরীরের প্রতিষ্ঠানে যেতে হয় না। গতানুগতিক ধারায়, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করতে হয় না। নিজের ইচ্ছামতো সময়ে কাজ করা যায়। আবার, যতো বেশি সময় কাজ করবেন, ততো বেশি টাকা ইনকাম করতে পারবেন।

তবে, মোবাইল দিয়ে এডভান্স লেভেলের কাজ করতে পারবেন না। অনেক বেশি কাজ করতে পারবেন না। ছোট ছোট কাজ করতে পারবেন। সহজ কাজ করতে পারবেন। ইনকাম কম হবে। কম হোক। তবুও ইনকাম করতে পারবেন।

অনলাইন ইনকাম মোবাইল দিয়ে বিকাশে পেমেন্ট app

অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ইনকাম করতে চান। তাহলে, মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট app সর্ম্পকে জানা উচিৎ।

কারণ, মোবাইল ইনকাম apps দিয়ে টাকা ইনকাম সব থেকে সহজ। এই অ্যাপস গুলো গুগল থেকে ডাউনলোড করুন। মোবাইলে ইনস্টল করুন। বিভিন্ন নিয়ে কাজ করুন। আয় করা টাকা বিকাশ পেমেন্ট এর মাধ্যমে নিতে পারবেন।

মোবাইল দিয়ে কাজ করে টাকা বিকাশে নিতে চাইলে, বাংলাদেশী সাইটে কাজ করতে হবে। বাংলাদেশে এমন অনেক সাইট পাবেন। যারা, অনলাইন মাধ্যমে কাজ করায়।

ফ্রিল্যান্সিং উপায়ে কাজ করায়। ব্যাংক বা মোবাইল ব্যাংকি মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। এমন কিছু মোবাইল app হলো;

এছাড়াও আমাদের সাইটে কনটেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারেন। আপনার লিখার মান ভালো হলে অবশ্যই ভালো ইনকাম করতে পারবেন। তবে, প্ল্যাগারিজমুক্ত হতে হবে। এবং পোস্ট পাবলিশ হতে হবে।

মাসে যতো আর্টিকেল লিখবেন; মাস শেষে পেমেন্ট বিকাশে app এর মাধ্যমে। আপনার মোবাইল ব্যাংকিং বিকাশ নাম্বারে সেন্ডমানি করে দেয়া হবে।

মোবাইল দিয়ে টাকা ইনকাম 2024

যারা, অনলাইন ইনকাম মোবাইল দিয়ে করতে চান, তাদের অবশ্যই আপডেট থাকতে হবে। নতুন নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নিতে হবে। মোবাইল দিয়ে টাকা ইনকাম 2024 সালের সেরা উপায় জানতে হবে।

আসুন, এবার দেখে নিই; মোবাইল দিয়ে টাকা ইনকাম 2024। মোবাইল দিয়ে কোন কোন কাজ করা সহজ তা আগেই জেনেছি। এখন দেখবো কিভাবে ইনকাম করা যায়।

মোবাইল দিয়ে ভিডিও দেখে অনলাইন ইনকাম

মোবাইল দিয়ে ভিডিও দেখে অনলাইন ইনকাম করা যায়। দেশে বিদেশে অনেক মাইক্রো-ওর্য়াাক ওয়েবসাইট আছে। যেসব সাইটে ছোট ছোট কাজ করানো হয়। এর মধ্যে মোবাইল দিয়ে ভিডিও দেখে অনলাইন ইনকাম অন্যতম।

Mirow work website list লিখে সার্চ দিলে প্রচুর সাইট পাবেন। এসব সাইট থেকে ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন। যেমন; Swagbucks.com। মোবাইল দিয়ে এডস দেখে অনলাইন ইনকাম। তাদেরই আরেকটি টাস্ক।

এসব সাইটে, মোবাইল দিয়ে এডস দেখে অনলাইন ইনকাম। ভিজিটররা এসব সাইটে রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে কাজে অফার পান। কাজ করেন। অনলাইন ইনকাম করেন।

ইউটিউবিং করে অনলাইন ইনকাম মোবাইল দিয়ে

ইউটিউবিং করে অনলাইন ইনকাম মোবাইল দিয়ে কিভাবে? মোবাইল দিয়েই YouTube Channel Creation থেকে শুরু করে সব কাজ করা যায়। Video Editing, SEO, Video Marketing, Google Ads Campaign এর মতো জটিল কাজও হাতের মোবাইল দিয়েই কার যায়।

একটি ইমেইল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। সাথে একটি সচল মোবাইল নাম্বার লাগে। চ্যানেল তৈরি হয়েছে। এবার আপনার পছন্দের বিষয়ে ভিডিও তৈরি করুন। ভিডিও আপলোড করুন। নিয়মিত ভিডিও পাবলিশ করুন।

YouTube Channel Monetization Policy

YouTube Channel Monetization- করাতে হলে YouTube Monetization Policy Maintain করতে হবে।

যেমন; চ্যানেলে গত একবছর বা ৩৬৫ দিনের হিসাবে ১-হাজার সাবসস্ক্রাইবার থাকতে হবে। এবং ৪-হাজার ঘন্টা ওয়াচ-টাইম থাকতে হবে। চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক থাকতে পারবে না।

চ্যানেল ২-স্টেফ ভেরিফাই হতে হবে। এবং YouTube Channel Monetization Policy অনুযায়ী ম্যানুয়ালি ভিউয়ে পাস করতে হবে।

আর YouTube Shorts Video Monetization Policy এর ক্ষেত্রে গত তিনমাসে বা গত ৯০ দিনে তিনটি শর্টস ভিডিও আপলোড করতে হবে। এবং ১০ মিলিয়ন ভিউ থাকতে হবে।

এসকল শর্ত পূরণ করে ইউটিউব থেকে টাকা আয় করা যায়। ইউটিউব থেকে টাকা আয় করার অনেকগুলো উপায় আছে যেমন: শর্টস এবং ইউটিউব লং ভিডিও এডস এর মধ্যে অন্যতম।

ফটো বিক্রি করে অনলাইন ইনকাম মোবাইল দিয়ে

ছবি বিক্রয় সাইটে ছবি বিক্রয়

আপনার হাতের মোবাইল ফোন দিয়ে ছবি তুলন। আর এসব ছবি বিক্রয় করুন। ছবি বিক্রয় করে প্যাসিভ আয় জেনারেট করা যায়। ছবি বিক্রয় সাইটে ছবি বিক্রয় করে মানুষ নিয়মিত আয় করছে।

হাই- কনফিগারেশনের ফোন প্রয়োজন। ফটোগ্রাফির ব্যাসিক নিয়মগুলো আয়ত্ব করুন। ন্যাচারের ছবি তুলন। ছবি এডিট করুন। আপনার কাজ শেষ।

Shutterstock পৃবিথীর সেরা ছবি বিক্রয় ওয়েবসাইট। এই সাইটে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করুন। এবার আপনার ছবি আপলোড করুন। আপনার ছবি যতোবার বিক্রয় হবে, ততোবার কমিশন পাবেন। বিক্রয় এর ৩০%-৪০% পর্যন্ত কমিশন প্রদান করে।

আপনার ছবি। বিক্রয় করার জন্য মার্কেটিং করবে ওয়েবসাইট। এসইও করবে সাইট। তাই বিক্রয়লদ্ধ টাকার বেশিরভাই তারা নিয়ে নেয়।

সরকারি অনলাইন ইনকাম

সরকারি অনলাইন ইনকাম বলতে আসলে কোন বিষয় পরিস্কার করে বুঝায় না। সরকারি অনলাইন ইনকাম হিসেবে আমরা সরকার অনুমদিত অ্যাপসগুলো নিয়ে আলোচনা করবো।

সেই সাথে সরকার অনুমদিত সেসব প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং কোর্স করানো হয়।

কম্পিউটার স্কিল শেখানো হয়। দক্ষতা অর্জনে সহয়তা করা হয়। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন শিখানো হয় ইত্যাদি ফ্রিল্যান্সিং কাজ সর্ম্পিত স্কিল বা দক্ষতা শেখানো হয়।

প্রথমে দেখি কোন অ্যাপসগুলো সরকার অনুমদিত। সেই অ্যাপসগুলো দিয়ে আবার মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করা যায় যেমন;

  • Food Panda
  • Pathao
  • Uber
  • Bkash
  • Nagad
  • Daraz
  • Shop Up
  • IFarmer
  • ShebaBondhu

এসব সরকার অনুমদিত এসব মোবাইল অ্যাপস দিয়ে অনলাইন ইনকাম করা যায়। দেশের অনেক ছাত্র, শিক্ষিত বেকার যুবকরা অনলাইন ইনকাম মোবাইল দিয়ে শুরু করেছেন।

আবার, সরকার অনুমদিত এবং সরকারি প্রতিষ্ঠানে অনলাইন ইনকাম বা ফ্রিল্যান্সিং করানো জন্য ট্রেইনিং করানো হয়। যেমন; টিটিস টেকনিক্যাল ট্রেইনিং সেন্টার।

দেশের সব জেলা আছে। সমাজ সেবার মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয়। যুবউন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুব সমাজের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া ঢাকা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রশিক্ষণ প্রদান করে থাকে

 এছাড়াও বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেইনিং সেন্টার। বাংলাদেশ জাপান টেইনিং সেন্টারসহ সরকার অনুমদিত আরো অনেক প্রতিষ্ঠান নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে।

অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ফ্রি টাকা ইনকাম

অনলাইন ইনকাম বর্তমানে খুবই জনপ্রিয় একটি ট্রার্ম। আইসিটি উন্নয়নের সাথে সাথে মানুষের চিন্তাধারায় পরিবর্তন এসেছে। মানুষ এখন অনলাইন ইনকাম করতে চায়। পৃথিবীর অনেক মানুষ অনলাইন ইনকাম করছে।

তবে, মোবাইল দিয়ে ফ্রি টাকা ইনকাম এটা কোনো গ্রহণযোগ্য কথা নয়। আসলে, ফ্রি টাকা ইনকাম তো দূরের কথা পয়সাও ইনকাম করা যায় না।

মোবাইল দিয়ে ফ্রি টাকা ইনকাম কথাটা ভালো করে বুঝতে হবে। মোবাইল দিয়ে ফ্রি টাকা ইনকাম বলতে বুঝানো হয়েছে ইনভেস্টমেন্ট বা কোনো প্রকার টাকা খরচছাড়া ইনকাম করাকে।

আর, আমারা সেটাকেই ফোকাস করবো। সেটাই দেখাবো কিভাবে কোন প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই মোবাইল দিয়ে ফ্রি টাকা ইনকাম করা যায়।

ফ্রি টাকা ইনকাম নিয়ে বিস্তারিত জানতে হলে shrabonbd.com সাইটি ভিজিট করুন। আমরা জাস্ট ধারণা দিচ্ছি। কোনো খরছ ছাড়া ফ্রি টাকা ইনকাম করতে হলে মাইক্রোজব সাইট থেকে ছোট ছোট কাজ করতে হবে।

যেটা আমরা আগেই উল্লেখ করেছি। এমনই আরো কিছু কাজের কথা উল্লেখ করছি। যেমন;

  • ভিডিও দেখে অনলাইন ইনকাম মোবাইল দিয়ে।
  • মোবাইল দিয়ে আর্টিকেল পড়ে ফ্রি টাকা ইনকাম।
  • ফেসবুক পেজ লাইনক করে মোবাইল দিয়ে ফ্রি টাকা ইনকাম।
  • কমেন্ট করে মোবাইল দিয়ে ফ্রি টাকা ইনকাম।
  • ফটো বিক্রি করে মোবাইল দিয়ে টাকা ইনকাম।
  • মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে ফ্রি টাকা ইনকাম।

দিনে ৫০০ টাকা ইনকাম apps

একই পোস্টে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। দিনে ৫০০ টাকা ইনকাম apps নিয়ে জানতে চাইছেন। হ্যাঁ, ধারণা দিচ্ছি। কিভাবে দিনে ৫০০ টাকা ইনকাম apps দিয়ে ইনকাম করবেন।

আমরা যেসব উপায় দেখিয়েছি সেগুলোর কয়েকটি অনুসরণ করুন। ফ্রিল্যান্সিং কাজ করা যায় এমন কয়েকটি স্কিল অর্জন করুন। তাহলে, দিনে ৫০০ টাকা ইনকাম apps লাগবে না যেকোনো সাইট থেকে ইনকাম করতে পারবেন।

নির্দিষ্ট করে বলি। অনলাইন সার্ভে অংশগ্রহণ করুন। MatroOpinion.com, SwagBucks.com এই সাইটগুলোতে অনলাইন সার্ভে করে ইনকাম করার অফার আছে। এগুলো নিয়ে কাজ করতে পারেন।

মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করেও দিনে ৫০০ টাকার বেশি ইনকাম করা যায়। চাইলেই, ইনকাম করতে পারবেন।

এসব অ্যাপস ব্যবহার করে ইনকাম করতে পারবেন। যেমন কাজ করবেন তেমন ইনকাম করবেন। বেশি সময় দিলে ৫০০ টাকার বেশি ইনকাম হবে। কম সময় দিলে ৫০০ টাকা কম ইনকাম হবে।

এবার, দিনে ৫০০ টাকা ইনকাম apps এর নাম উল্লেখ করি যেমন;

  • Blogger.com
  • Fiverr.com
  • Upwork.com
  • Food Panda
  • Pathao
  • Uber
  • Bkash
  • Nagad
  • Daraz
  • Shop Up
  • IFarmer
  • ShebaBondhu

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কি?

উত্তর: হ্যাঁ, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। বর্তমান সব মোবাইল কোম্পানি হাই-কনফিগারেশনের মোবাইল তৈরি করছে। এসব মোবাইলের RAM, ROM and Processor অনেক হাই। এসব মোবাইল দিয়ে সব কাজ করা যায়। ফ্রিল্যান্সিংও খুব ভালোভাবে করা যাবে।

 অন্যান্য উপায়ে অনলাইন ইনকাম মোবাইল দিয়ে

  • ব্লগিং করে অনলাইন ইনকাম মোবাইল দিয়ে।
  • কনটেন্ট রাইটিং করে অনলাইন ইনকাম।
  • মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন ইনকাম।
  • সিপিএ মার্কেটিং করে অনলাইন ইনকাম।
  • মোবাইল দিয়ে ফ্রি ফেসবুক মার্কেটিং করে অনলাইন ইনকাম।
  • ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে পণ্যের বিক্রয় বৃদ্ধি করে ইনকাম।
  • স্যোশাল মিডিয়াতে কাজ করে ইনকাম।
  • অনলাইন সার্ভে করে ইনকাম।
  • ডাইরেক্ট লিংক নিয়ে কাজ করে অনলাইন ইনকাম।
  • ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করে অনলাইন ইনকাম।
  • স্যোশাল বুকমার্কিং এর কাজ করে অনলাইন ইনকাম।
  • মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কি।

 উপসংহার

আমাদের সাইটে অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ইনকাম করার পোস্ট আছে। আরো নতুন নতুন পোস্ট আপলোড করা হবে। অনলাইন ইনকাম নিয়ে স্ট্রাটেজি, টিপস, ট্রিকস নিয়ে আরো পোস্ট করা হবে। পোস্ট পড়তে, আমাদের সাইটের সাথেই থাকুন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। Contact Us.


Spread the love

4 thoughts on “অনলাইন ইনকাম মোবাইল দিয়ে”

Leave a Comment