অনলাইনে টাকা ইনকাম

Spread the love

অনলাইনে টাকা ইনকাম করার সহজ কিছু উপায় নিয়ে আলোচনা করবো। ইনকামের সহজ না থাকলেও অনলাইনে সহজ কাজ করে ইনকামের উপায় আছে। আমাদের মধ্যে অনেকেই প্রাথমিক পর্যায়ে আছেন। যারা ব্যসিক স্তরের কাজগুলো করে টাকা ইনকাম করতে চান।

আবার, অনেকে আছেন যারা অনেকধরে কাজ করার চেষ্টা করছেন কিন্ত ইনকাম শুরু করতে পারছেন না। অনেক কিছু চেষ্টা করছেন। তবে, ইনকাম শুরু করতে পারছেন না। আজকের পোস্টটি পড়লে-ই ইনকাম শুরু করতে পারবেন এটা ভাবার কোনো কারণ নেই।

অনলাইনে টাকা ইনকাম
অনলাইনে টাকা ইনকাম

তবে, অনলাইনে টাকা ইনকাম করার উপায় সর্ম্পকে একটি কম্পিলিট গাইডলাইন পাবেন। কিভাবে শুরু করবেন। কেন শুরু করবেন। কোন কাজ শুরু করা উচিৎ। এসব সর্ম্পকে একটি বিস্তারিত আলোচনা করবো।

অনলাইনে টাকা ইনকাম

অনলাইনে টাকা ইনকাম করার শত-শত উপায় আছে। লক্ষ লক্ষ মানুষ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে অনলাইনে কাজ করে। অনলাইনে টাকা ইনকাম মানে হলো অনলাইনে কাজ করে টাকা ইনকাম করা।

মোবাইল ল্যাপটপ কম্পিউটার ইন্টারনেট সংযোগের সাহায্যে অনলাইনভিত্তিক কাজ করে টাকা বা ডলার ইনকাম করার প্রক্রিয়াই হলো- অনলাইনে টাকা ইনকাম।

অনলাইনে টাকা ইনকাম এর উদাহরণ হিসেবে বলতে পারি যে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের মাধ্যম গেস্ট পোস্টের অর্ডার নিয়ে গেস্ট পোস্ট লিখে বায়ারের কাছে সাবমিট কর। এর বিনিময়ে অনলাইন থেকে ডলার ইনকাম করা।

অনলাইনে টাকা ইনকাম-এ স্কিলের গুরুত্ব

অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে স্কিল অর্জন করা খুব গুরুত্বপূর্ণ। অনলাইনে বেশিরভাগ কাজ হলো দেশের বাইরের কাজ। এসব কাজের জন্য হাই-প্রাইজ প্রদান করা হয়। কাজের ফিনিশিংয়ে গুরুত্ব দেয়া হয়। সহজ কাজগুলোও সুন্দরভাবে সম্পূর্ণ করতে হয়। এর জন্য স্কিল অর্জন করতে হয়।

যতোবেশি স্কিল অর্জন করতে পারবেন ততোবেশি টাকা ইনকাম করতে পারবেন। অনলাইন জব মার্কেটে টিকে থাকতে হলো নতুন-নতুন স্কিল অর্জন করা প্রয়োজন।

যেকোনো একটি স্কিল অর্জন করবেন এমন ভাবনা ভাবার দরকার নেই। অনেকগুলো স্কিল অর্জন অর্জন করবেন। অনলাইনে কাজ করতে হলে অনেক বিষয়ে ব্যসিক ধারণা থাকতে হয়। যেমন ইউটিউবে কাজ করতে হলে ভিডিও এডিটিংয়ের ব্যসিক জানতে হবে। থাম্বনেইল বানানোর ব্যসিক জানতে হবে। এসইও এর ব্যসিক জানতে হবে।

আরো অনেক বিষয়ে ব্যসিক নলেজ থাকতে হবে। তবে, কয়েকটি স্কিলে এক্সপার্ট হওয়ার চেষ্টা করুন। যেই বিষয়ের আপনি সব জানেন। এবং সবার থেকে ভালো জানেন। তাহলে, অনলাইন দুনিয়ায় টিকে থাকতে পারবেন।

এর, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নতুন নতুন স্কিলের সাথে পরিচিত হয়ে উঠুন। এগুলো নিয়ে চর্চা করুন। আয়ত্ব করুন। দক্ষতা আর অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। সাথে টাকা ইনকামও বাড়বে।

অনলাইনে টাকা ইনকাম স্কিল

অনলাইন টাকা ইনকাম করার জন্য স্কিলের গুরুত্ব আমরা আগের প্যারায় আলোচনা করেছি। স্কিল দক্ষতা অভিজ্ঞতা ছাড়াও টাকা ইনকাম করা যায়। এই কথা সত্য। তবে, সেই ইনকাম বেশিদিন করা যায় না।

ক্যারিয়ার হিসেবে নেয়া যায় না। অনলাইনে কাজ করে ইনকাম করাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাইলে অবশ্যই এমন সব কাজকে নিতে হবে যেন সেই কাজ করে ক্যারিয়ার গঠন করতে পারেন।

অনলাইনে যেসব কাজের গুরুত্ব বর্তমানে আছে। আগামীতে গুরত্ব আরো বাড়বে এমন কিছু স্কিল অর্জন করা উচিৎ। আমাদের সুবিধার জন্য সেই রকম কিছু স্কিলের নাম নিচে দেয়া হলো;

  • এআই-রিলেটেড কাজ;
  • ব্লগিং করে ইনকাম করতে পারেন;
  • অ্যাফিলিয়েট মার্কেটিং;
  • ওয়ার্ডপ্রেস-থিম ডিজাইন;
  • ইথিক্যাল হ্যাকিং এর কাজ;
  • ওয়েব ডিজাইন কাজ করে অনলাইন ইনকাম করতে পারেন;
  • ইউটিউব এর ভিডিও এডিটিং;
  • স্যোশাল মিডিয়া ম্যানেজার;
  • আর্টিকেল রাইটিং;
  • মেটা মার্কেটিং;
  • গুগল এড ক্যাম্পেইন;
  • এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন);

ই-মেইল মার্কেটিং এর মতো কাজগুলো আগামী কয়েক বছর রাজ করবে। এসব বিষয়ে একবার দক্ষ হয়ে উঠলে, সামনে যেসব ট্রপিক ভালো করবে, সেসব বিষয়ে দ্রুতই শিখে নিতে পারবেন। সেসব বিষয়ের সাথে মানিয়ে নিতে পারবেন।

বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায়

বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায়। বাংলাদেশে বসবাস করেও অনেক উপায় অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।

তবে, তার জন্য অবশ্যই স্কিল অর্জন করতে হবে। স্কিল অর্জন করতে না পারলে, ইউরোপ-আমেরিকা গিয়েও ইনকাম করতে পারবেন না।

বাংলাদেশে থেকে যেভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন নিচে কয়েকটি উপায় দেয়া হলো;

  • ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকাম;
  • ডিজিটাল মার্কেটিং কারে অনলাইন ইনকাম;
  • স্যোশাল মিডিয়া মার্কেটিং করে ইনকাম;
  • ফেসবুক মার্কেটিং করে ইনকাম;
  • ইউটিউবিং করে ইনকাম;
  • ভিডিও এডিটিং করে ইনকাম;
  • গ্রাফিক্স ডিজাইন করে করে;
  • ওয়েব ডিজাইন করে ইনকাম;
  • এসইও করে ইনকাম;
  • গেস্ট পোস্ট করে ইনকাম;
  • ব্লগিং করে অনলাইন;

ফ্রি টাকা ইনকাম

অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে অনেকভাবে ইনকাম করা যায়। ফ্রি টাকা ইনকাম করা যায়। তবে, আজকের পোস্টে কোনোভাবেই ফ্রি-টাকা ইনকাম করার মতো কাজকে সার্পোট করবো না। ফ্রি টাকা ইনকাম বলতে কোনো কিছু না করে টাকা ইনকাম করাকে বুঝায় না।

বরং, কোনো টাকা-পয়সা খরচ না করে সহজ কাজ করে টাকা ইনকাম করাকে বুঝায় যেমন; গেম খেলে টাকা ইনকাম। ভিডিও দেখে টাকা ইনকাম। সার্ভে করে টাকা ইনকাম।

 আজকে আমরা এমন সব স্কিল নিয়ে আলোচনা করছি না। এসব কোনো স্কিল না। ফ্রি ভাবে কয়েকদিন টাকা ইনকাম করা যায়। তারপর, আরো করতে পারবে না। কারণ, আপনার কোনো স্কিল নাই। তাই, অনলাইনে দীর্ঘদিন ইনকাম করতে চাইলে, স্কিল অর্জন করুন। ক্যায়িার করুন।

মোবাইল দিয়ে টাকা ইনকাম

মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়। এই কথাটা সত্য। তবে এটাও জেনে রাখুন সবার পক্ষে সম্ভব না। কারণ, সবার মোবাইল সমান না। সবার মোবাইলের দামও সমান না। কারো কারো মোবাইল ডিজিটাল ক্যামেরার সমান দাম।

সেই মোবাইল আর আপনার মোবাইল সমান না। আবার, অনেকে মোবাইল দিয়ে অনেক দিন ধরে ট্রাই-করছে। কয়েক বছর ধরে কাজ করে করে একটা অবস্থানে চলে আসছে। যেমন ২০১৭-১৮ সালের দিকে মোবাইল দিয়ে ইউটিউবিং করে মনিটাইজেশন পাওয়া সহজ ছিল।

তখন ইউটিউবে এতো চ্যানেল ছিল না। এতো কম্পিটিশন ছিল না। মোটামুটি মানের একটি ইউটিউব ভিডিও হলেই চ্যানেল মনিটাইজেশন করানো সম্ভব ছিল। এখন সম্ভব না। আবার, অনেকের লজ্জা বলতে কিছু নেই।

যেমন, ভিডিও তেমন ভিডিও আপলোড করবে। এমন ভিডিও আপলোড করতে করতে এক সময় ভালো করবে। ভিউ আসবে স্কিল বাড়বে। চ্যানেল মনিটাইজেশন হবে। টাকা ইনকাম করতে পারবেন। একটা উদাহরণ দিলাম।

এরকম সব বিষয়ে হবে। আমার কথা হলো অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাইলে মোবাইল ছাড়ুন। কম্পিউটার কিনুন। লেগে থাকুন। সব স্বপ্ন সফল হবে। স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। সফলতা আসবে আশাকরি।

উপসংহার

উপসংহারে আমরা বলতে পারিযে, অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে যেকোনোভাবে করতে পারবেন। স্থায়ী কাজ করতে চাইলে স্কিল অর্জন করতে হবে। যেসব কাজের ভবিষ্যত আছে সেসব কাজ শিখতে হবে।

আমাদের আজকের পোস্টটি পড়ে ভালো লাগলে অন্যান্য পোস্ট পড়তে পারেন। আমাদের সাইটে এরকম আরো অনেক পোস্ট আছে। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।


Spread the love

1 thought on “অনলাইনে টাকা ইনকাম”

Leave a Comment